
লক্ষ্য না হোক লক্ষ্যহীন!
অর্থ-সম্পদ-ক্ষমতা-প্রভাব-প্রতিপত্তির পেছনে নিরন্তর ছুটে চলি আমরা, কেন ছুটে চলি জানি না, শুধু একসময় মৃত্যু এসে আমাদের থামিয়ে দেয়, আর জীবনের অর্জনগুলো পড়ে থাকে পেছনেই। আমাদের জীবনে কিছু হওয়ার ইচ্ছা থাকে, যেমন শিক্ষক, গবেষক, ব্যবসায়ী, ডাক্তার…