Symphony G50 ও Symphony i71, সিম্ফনির নতুন দুটি লো বাজেট স্মার্টফোন

সম্প্রতি কোন পূর্ব ও পরবর্তী ঘোষণা ছাড়া-ই অনেকটা নীরবে নতুন দুটি স্মার্টফোন তালিকাভুক্ত হয়েছে সিম্ফনির ওয়েবসাইটে। অবশ্য এই নীরবতা থেকে অনুমেয় যে স্মার্টফোনদুটো ঠিক হইচই ফেলে দেয়ার মত কিছুও নিয়ে আসেনি। বেশ সাধারণ দুটো লো বাজেট স্মার্টফোন। স্মার্টফোনদুটোর মডেল হলো Symphony G50 ও Symphony i71।

Symphony G50 স্মার্টফোনটির নির্ধারিত মূল্য ৬০০০ টাকা (৫৯৯০ টাকা)। গ্রামীণফোনের সাথে পার্টনারশিপে এসেছে, যেকারণে স্মার্টফোনটির ব্যাকপার্টে গ্রামীণফোনের লোগো দেখা যাবে। সিম্ফনি ইতোপূর্বে এরকম দামের ফোনেও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেয়ার একটি ধারাবাহিকতা দেখালেও এই স্মার্টফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অনুপস্থিত। শুধু গ্রাভিটি সেন্সর থাকছে, থাকছে না প্রক্সিমিটি সেন্সর ও লাইট সেন্সর এবং হতাশাজনকভাবে, OTG ফিচারটিও এখানে অনুপস্থিত।

স্মার্টফোনটির ডিসপ্লে রয়েছে 5.7″ এবং এর রেজ্যুলেশন 480 x 960 এবং পিক্সেল ডেনসিটি 188 PPI। এর এক্সটেরিয়র ডাইমেনশন 154 mm x 75 mm x 9.8 mm এবং ওজন 189.2 g। ব্যাটারী দেয়া হয়েছে 3000 mAh। এর রেয়ার ক্যামেরা 5 MP ও সেলফি ক্যামেরা 2 MP। চিপসেট হিসেবে এখানে থাকছে Unisoc SC9832E, যার প্রসেসর 1.4 GHz Quad Core এবং সবগুলো কোর Cortex A53। এর সাথে GPU হিসেবে রয়েছে Mali-T820। মূলত এটা একটা লো বাজেট প্রসেসর, এবং 1 GB র‌্যামের সাথে একদম বেসিক ইউসেজের জন্যই ফোনটি তৈরি করা হয়েছে। তবে স্টোরেজের দিক থেকে 32 GB দেয়া হয়েছে, যা হয়ত এই স্মার্টফোনটির একটা ভালো দিক হিসেবে উল্লেখ করা যায়। সফটওয়্যার সেকশনে এখানে থাকছে Android 11 এর গো এডিশন।

সিম্ফনি ইতোপূর্বে এই বাজেটে এর থেকে ভালো কিছু দেখিয়েছে। বর্তমানে বাজারে তাদের Symphony i32 আছে একই দামে, যেখানে প্রসেসর সেকশনে বড় রকম কমতি (Unisoc SC7731E, 1.3 GHz Cortex A7) ও স্টোরেজ (16 GB) এর জায়গাতে কম্প্রোমাইজ করলেও HD+ রেজ্যুলেশনের নচ ডিসপ্লে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, বেটার রেজ্যুুলেশন ক্যামেরা, 4000 mAh ব্যাটারী তারা অফার করছে। সে হিসেবে Symphony G50 এই দামে অনেক দিক থেকে ডিজেপয়েন্ট হওয়ার মত-ই।

Symphony i71-এর কথা বললে এটার নির্ধারিত মূল্য ৬৮০০ টাকা (৬৭৯০ টাকা)। এর এক্সটেরিয়র ডিজাইন ইতোপূর্বে তাদের বাজারে আনা Symphony i69-এর অনুরূপ, এবং বেশ সুন্দর। ডিসপ্লে 5.7″, তবে রেজ্যুলেশন HD+ (1440*720) এবং পিক্সেল ডেনসিটি 282 PPI। এর এক্সটেরিয়র ডাইমেনশন 159.5 mm x 76.5 mm x 9.7 mm এবং ওজন 152 g। এখানেও ব্যাটারী 3000 mAh।

Symphony i71-ও Unisoc SC9832E চিপসেটের সাথে এসেছে। ইন্টারনাল স্টোরেজ 32 GB, তবে র‌্যাম থাকছে 2 GB। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও OTG সুবিধা এখানে দেয়া হয়েছে, তবে প্রক্সিমিটি সেন্সর ও লাইট সেন্সর এতেও অনুপস্থিত। সফওয়্যারের বেলায় আবারও থাকছে Android 11 এর গো এডিশন।

৭০০০ টাকার মধ্যে Symphony i69-এর সাথে এর কনফিগারেশন বেশ কাছাকাছি। তবে i69-এ বেটার চিপসেট (Unisoc SC9863A) ও হায়ার রেজ্যুলেশন রেয়ার ক্যামেরা (8 MP) ওটাকে কিছুটা এগিয়ে রাখে। তবে আরেকটু বাজেট বাড়ানো সম্ভব হলে, ৭৩০০ টাকায় পাওয়ারফুল Unisoc Tiger T310 চিপসেট, নচ ডিসপ্লে, অধিক সেন্সরের উপস্থিতি, বিগার ব্যাটারী-সহ Symphony i80 স্পষ্টত আরো বেটার একটা ডিল।

সবমিলিয়ে Symphony G50 ও Symphony i71 ততটা আকর্ষণীয় কিছু অফার করছে না বলেই মনে হচ্ছে। এই বাজেটে অন্যান্য ব্র্যান্ডের পক্ষ থেকে Walton Primo F10, Primo EF10Itel A26 রয়েছে, তবে সামগ্রিকভাবে তারা-ও যে বিশেষ কিছু বেশি অফার করছে এমনটা নয়। সবমিলিয়ে গ্লোবাল কম্পোনেন্ট শর্টেজের যে কথা অনেকদিন ধরেই শোনা যাচ্ছে, তা বিবেচনায় এটাই এই বাজেট স্মার্টফোনের ভবিষ্যত কিনা, তা একটি প্রশ্ন।

অফিসিয়াল ওয়েবপেজ: Symphony G50 || Symphony i71

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *