নিয়নবাতি বিজ্ঞাপন নীতিমালা
নিয়নবাতিকে এগিয়ে নিতে আমাদের প্রয়োজন আপনাদের সহযোগিতা। বিজ্ঞাপন দিন এবং আপনার পণ্য বা সেবার প্রচার করুন স্বল্প খরচে। আপনার বিজ্ঞাপন মোবাইল কিংবা পিসি যেকোন ডিভাইস দেখা যাবে এবং নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত সার্বক্ষণিক প্রচারিত হবে ইন শা আল্লাহ।
বিজ্ঞাপনের নির্ধারিত মূল্যতালিকা
স্থান | সর্বোচ্চ আকার | মূল্য |
হেডার | 729*91 | ৭০০ টাকা (৩০ দিন) ২০০ টাকা (৭ দিন) |
সাইডবার | 301*301 | ৫০০ টাকা (৩০ দিন) ১৬০ টাকা (৭ দিন) |
সাইডবার | 301×601 | ৭০০ টাকা (৩০ দিন) ২০০ টাকা (৭ দিন) |
ফুটার | 971*91 | ৪৫০ টাকা (৩০ দিন) ১৪০ টাকা (৭ দিন) |
স্পন্সরড পোস্ট | – | ১৫০ টাকা |
দ্রষ্টব্য: ব্লগের অডিয়েন্স সংখ্যা ও সামগ্রিক অবস্থার ভিত্তিতে বিজ্ঞাপনের মূল্য পরিবর্তন করা হয়ে থাকে, সাধারণত মূল্য নির্ধারণে বিগত ৩০ দিনের অডিয়েন্স সংখ্যা আমরা গুরুত্ব দিই। এডব্লকারে ব্লক হওয়া পরিহার করতে সর্বোচ্চ আকারে দৈর্ঘ্য ও প্রস্থ বিজ্ঞাপনে প্রচলিত মাপ থেকে 1 বেশি রাখা হয়েছে। বিজ্ঞাপনের প্রদর্শিত আকার স্ক্রিন সাইজের ওপর নির্ভরশীল।
শর্তাবলী ও গুরুত্বপূর্ণ বিষয়াবলী
১. এমন কোন বিজ্ঞাপন গৃহীত হবে না যা ইসলামের দৃষ্টিতে অগ্রহণযোগ্য অথবা অসামাজিক। রাজনৈতিক বিজ্ঞাপন গৃহীত হবে না। আমাদের ব্লগের সাথে অসামঞ্জস্যপূর্ণ মনে হলে কিংবা আমাদের দৃষ্টিতে অপছন্দনীয় হলে বিজ্ঞাপন গৃহীত হবে না।
২. বিজ্ঞাপনের ছবি বা এনিমেশনের আকার ২০০ কিলোবাইটের মধ্যে হলে ভালো, ছবির আকার খুব বড় হলে, তা পেজের লোড টাইম স্লো করে দিতে পারে এমন আশঙ্কা থাকলে তা গৃহীত না-ও হতে পারে।
৩. জানিয়ে রাখা ভালো যে, নিয়নবাতি ব্লগে এখনো ভিজিটর সংখ্যা খুব বেশি নয়। এখানে বিজ্ঞাপন দেওয়ার উদ্দেশ্য হতে পারে পণ্যের প্রচারের পাশাপাশি আমাদের অগ্রযাত্রায় সাহায্য করা। যদি আমরা স্পন্সর পাই, তাহলে ইন শা আল্লাহ আরো ভালো কিছু করা সম্ভব হবে।
৪. বিজ্ঞাপন যেন দর্শনার্থীদের জন্য বিরক্তির কারণ না হতে পারে এবং একইসাথে বিজ্ঞাপনদাতার জন্য ভ্যালুয়েবল হয়, এ বিষয়ে আমরা সচেষ্ট। একারণে বিজ্ঞাপনের স্থান সীমিত রাখা হয়েছে। সপ্তাহে স্পন্সর্ড পোস্ট গ্রহণ করা হতে পারে সর্বোচ্চ দুইটি।
৫. বিজ্ঞাপনে কতটি ক্লিক আসতে পারে এ বিষয়ে আমরা কোন ধারণা দিতে পারছি না। পাঠকের কাছে বিজ্ঞাপনটি কতটা আকর্ষণীয় কিংবা বিজ্ঞাপনের পণ্য বা সেবা কতটা গুরুত্ব রাখে এরকম বিভিন্ন বিষয়ের ওপর এটি নির্ভর করে।
৬. এডসেন্স কিংবা অন্য কোন তৃতীয় পক্ষের এড নেটওয়ার্কের বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্রে এমন কোন বিজ্ঞাপন প্রদর্শিত হওয়ার আশঙ্কা থাকে যা আমাদের ধর্ম ও সংস্কৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এখানে যথেষ্ট সম্ভাবনা রয়েছে হারাম কোনকিছু প্রচারিত হওয়ার, যা ইসলামে অনুমোদিত নয় (আরো জানুন)। একারণে আমরা তৃতীয় পক্ষের কোন এড নেটওয়ার্ক ব্যবহার করছি না।
বিজ্ঞাপন দেয়ার পদ্ধতি
নিয়নবাতি ব্লগে বিজ্ঞাপন দিতে ইচ্ছুক হলে বা এ সম্পর্কে আরো জানতে চাইলে সরাসরি আমাদের সাথে ইমেইল অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করুন।
ইমেইল: neonbatiblog@gmail.com
ফেসবুক পেজ: নিয়নবাতি
টেলিগ্রাম: muttaky.neonbati