মোবাইল

Symphony Z60 Plus: বাজেট মার্ভেল রিলোডেড!

বাজেট ফোন তৈরির একটা সাধারণ রেসিপি আছে। কিছু কমন ফিচার সব বাজেট ফোনেই থাকবে, তারপর কিছু এরিয়াতে একটু বেশি দেয়া হবে, আর বাজেট মেইনটেন করার জন্য অন্য কিছু এরিয়াতে স্যাক্রিফাইস করা হবে। কিন্তু সিম্ফনি তাদের নতুন ফোনগুলোতে এই অলিখিত নিয়ম যেন প্রায় ভঙ্গ করছে, যেখানে রেসিপি হলো বাজেটের মধ্যে যা কিছু এক্সপেক্টেড সবকিছু, তার সাথে আরো একটু বেশি। এবং যদি নতুন বাজারে আসা Symphony Z60 Plus-কে নিয়ে বলতে হয়, ওপরের কথাটা আসলে খুব একটা বাড়িয়ে বলা হবে না। ১১,৯৯৯ টাকার অ্যাগ্রেসিভ প্রাইসিংয়ে আসা এই ফোনটি হয়ত আরো হায়ার এন্ড ফোনের সাথে তুলনাযোগ্য হবে না, তবে ১০-১৫ হাজার টাকা বাজেটের একটি স্মার্টফোন থেকে যা কিছু চাওয়া যেতে পারে, সবকিছু থাকছে এখানে- এক প্যাকেজে, এক ফোনে। পূর্বে রিলিজ হওয়া Symphony Z60 অলরেডি বাজেটের মধ্যে একটা দারুণ প্যাকেজ ছিলো- গ্লাস ব্যাক পার্ট, 18 W ফাস্ট চার্জিং, হায়ার রিফ্রেশ রেট, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মত ফিচারগুলো একে একই বাজেটের অন্যান্য ফোন থেকে বিশেষত্ব দিয়েছিলো,…

আরো পড়ুনSymphony Z60 Plus: বাজেট মার্ভেল রিলোডেড!

Helio 30: ১৫ হাজার টাকা বাজেটে হেলিওর নতুন স্মার্টফোন এলো চমকের সাথে!

Helio 30-তে থাকছে সুন্দর ডিজাইন, আকর্ষণীয় ক্যামেরা, ৬/১২৮ র‌্যাম-রম ও সামগ্রিকভাবে ডিসেন্ট কনফিগারেশন। তবে পুরনো মডেলের Helio P70 চিপসেট ব্যবহার করাটা কিছুটা প্রশ্নবিদ্ধ হতে পারে।
আরো পড়ুনHelio 30: ১৫ হাজার টাকা বাজেটে হেলিওর নতুন স্মার্টফোন এলো চমকের সাথে!

ফিরে আসছে স্মার্টফোন ব্র্যান্ড হেলিও?

হেলিও ব্র্যান্ডটি দেশীয় ব্র্যান্ড সিম্ফনির একটি সিস্টার ব্র্যান্ড, সিম্ফনির প্যারেন্ট গ্রুপ এডিসনের অধীনে আরেকটি ব্র্যান্ড ছিলো এটি। ২০১৭-১৮ এর দিকে একদম লো বাজেটে লাইট টেল, আরেকটু হায়ার রেঞ্জে সিম্ফনি এবং মিড বাজেটে হেলিও ব্র্যান্ডিংয়ে তারা তাদের মোবাইলগুলো আনতো। তবে পরবর্তীতে হেলিও বা লাইট টেল কোনটিই কন্টিনিউ করেনি। হেলিও ব্র্যান্ডের স্মার্টফোনগুলো ছিলো কিছুটা প্রিমিয়াম, ১৫ হাজার থেকে ২৫ হাজার টাকা সেগমেন্টে। হেলিও ব্র্যান্ডিংয়ে মোট ৭টি স্মার্টফোন এসেছিলো, ২০১৮ সালের আগস্টে সর্বশেষ Helio S60 ও Helio S5 রিলিজ হওয়ার পর নতুন কোন স্মার্টফোন আর আসেনি হেলিও-র পক্ষ থেকে। অবশ্য এর কারণটাও অনুমেয়। এন্ট্রি লেভেল থেকে মিড বাজেটের কম্পিটিশনটা ভিন্ন। এই মার্কেটে কম্পিট করার ক্ষেত্রে ভালো কিছু স্মার্টফোন যদিও এনেছে, তবে মিড বাজেটে গ্লোবাল ব্র্যান্ডগুলোর অবস্থান অনেক শক্ত। পাশাপাশি রেগুলার আপডেট প্রদান না করা ও রিপেয়ার স্পেয়ার পার্টসের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত না করা ছিলো হেলিও-র দুর্বলতার অন্যতম। যাইহোক, গত বছর বিশ্বস্ত মাধ্যমে জানতে পেরেছিলাম হেলিও ফিরে আসবে, তবে এরপর এ নিয়ে আরো কোন…

আরো পড়ুনফিরে আসছে স্মার্টফোন ব্র্যান্ড হেলিও?

নতুন দুটি ফোন রিলিজ ও রিয়েলমির পক্ষ থেকে হতাশা!

আজ(২২/০৫/২০২২)দুপুর ১২টায় লঞ্চ হলো রিয়ালমি দুইটি মডেল,রিয়ালমি সি৩৫ আর রিয়ালমি ৯ নাম্বার সিরিজ।প্রথম বাজেট রেঞ্জ আর দ্বিতীয়টা লো মিডরেঞ্জের স্মার্টফোন। সি৩৫ যেমন-ই হোক না কেন, অন্তত রিয়ালমি ৯ নম্বর সিরিজের মেইন স্মার্টফোনটা খুব ভালো স্পেক আর সেই অনুযায়ী দূর্দান্ত প্রাইজিং-এ আসবে এটা আসা ছিল।আর তারা লঞ্চিং-এর মোটামুটি ১০দিনেরও বেশি আগে থেকে স্পেক নিয়ে যে পরিমাণ মার্কেটিং করেছে,তাতে এক্সপেকটেশন-টা আরো বেড়ে গিয়েছিল।তবে রিয়ালমি নামের সাথে পুরোপুরি সামঞ্জস্য রাখতে পারেনি বলেই আমার মনে হচ্ছে। রিয়ালমি ৯ তাদের সবচেয়ে হাইলাইটেড ফিচার এই ফোনের ক্ষেত্রে,সেইটা হচ্ছে ১০৮ এম.পি স্যামসাং আইসোসেল এই.এম৬ মডেলের প্রো-লাইট ক্যামেরা,যেটা নাকি রাতের ছবির ক্ষেত্রে দারুন দক্ষতা দেখাবে।এটা অবশ্যই তাদের আগের জেনারেশন(রিয়ালমি ৮) থেকে আপগেডেড।তবে অভারল একটা আপগ্রেডেশন আশা ছিল,রিয়ালমি ৯সিরিজের মেইন মডেলটি থেকে।যদিও ক্যামেরা বাদে ৯০হার্জের ডিসপ্লে ছাড়া কিছু এড করা হয়েছে বলে আমার জানা নেই। তাছাড়া চিপসেটের ক্ষেত্রে দামের সাথে করা হয়নি সুবিচার।২৬৯৯০ টাকা রেগুলার প্রাইজে দিয়েছে স্নাপড্রাগন ৬৮০।এখানে অন্তত স্নাপড্রাগন ৬৯৫ দিলে ভালো হতো।আর তা না হলে এই…

আরো পড়ুননতুন দুটি ফোন রিলিজ ও রিয়েলমির পক্ষ থেকে হতাশা!

Symphony G50 ও Symphony i71, সিম্ফনির নতুন দুটি লো বাজেট স্মার্টফোন

সম্প্রতি কোন পূর্ব ও পরবর্তী ঘোষণা ছাড়া-ই অনেকটা নীরবে নতুন দুটি স্মার্টফোন তালিকাভুক্ত হয়েছে সিম্ফনির ওয়েবসাইটে। অবশ্য এই নীরবতা থেকে অনুমেয় যে স্মার্টফোনদুটো ঠিক হইচই ফেলে দেয়ার মত কিছুও নিয়ে আসেনি। বেশ সাধারণ দুটো লো বাজেট স্মার্টফোন। স্মার্টফোনদুটোর মডেল হলো Symphony G50 ও Symphony i71। Symphony G50 স্মার্টফোনটির নির্ধারিত মূল্য ৬০০০ টাকা (৫৯৯০ টাকা)। গ্রামীণফোনের সাথে পার্টনারশিপে এসেছে, যেকারণে স্মার্টফোনটির ব্যাকপার্টে গ্রামীণফোনের লোগো দেখা যাবে। সিম্ফনি ইতোপূর্বে এরকম দামের ফোনেও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেয়ার একটি ধারাবাহিকতা দেখালেও এই স্মার্টফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অনুপস্থিত। শুধু গ্রাভিটি সেন্সর থাকছে, থাকছে না প্রক্সিমিটি সেন্সর ও লাইট সেন্সর এবং হতাশাজনকভাবে, OTG ফিচারটিও এখানে অনুপস্থিত। স্মার্টফোনটির ডিসপ্লে রয়েছে 5.7″ এবং এর রেজ্যুলেশন 480 x 960 এবং পিক্সেল ডেনসিটি 188 PPI। এর এক্সটেরিয়র ডাইমেনশন 154 mm x 75 mm x 9.8 mm এবং ওজন 189.2 g। ব্যাটারী দেয়া হয়েছে 3000 mAh। এর রেয়ার ক্যামেরা 5 MP ও সেলফি ক্যামেরা 2 MP। চিপসেট হিসেবে এখানে থাকছে Unisoc SC9832E, যার…

আরো পড়ুনSymphony G50 ও Symphony i71, সিম্ফনির নতুন দুটি লো বাজেট স্মার্টফোন

স্লিম,স্টাইলিশ ডিজাইন নিয়ে ইনফিনিক্স নোট ১২-র আগমন! বাজেটে কেমন এটা?

গতকাল (২৫/০৪/২০২২) ইনফিনিক্স নোট ১২ ফোনটি লঞ্চ হয়েছে। লঞ্চের সময়ে এর দাম ১৮,২৯৯ টাকা (জুন ২০২২ আপডেট: বর্তমান মূল্য ১৮,৪৯৯ টাকা)। ইনফিনিক্স বরাবরই ভালো স্পেকের সাথে ভালো দামে ফোন লঞ্চ করছে। বিশেষ করে ১৫ হাজারের আশেপাশের বাজেটটাকে তারা বোধহয় বেশ ভালোভাবেই টার্গেট করেছে,কারণ এই বাজেটেই তাদের ফোনগুলোর স্পেক বেশ কম্পিটিটিভ। গত দুবছর ধরে এমন চিত্র-ই দেখে আসছি আমরা। তবে এবারের নোট ১২ নিয়ে আশাবাদী থাকলেও কিছুটা হলেও ডিজাপয়েন্টমেন্ট থাকছে। কারণ ১৮ হাজার রেঞ্জ আরো কয়েকটি কম্পটিটরের সাথে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাচ্ছে না। এমনকি তাদের প্রিভিয়াস মডেল ১১এস(৬/১২৮,১৫১৯০টাকা)ও বেটার প্রাইজে আরেকটু বেটার কনফিগারেশন অফার করছে। ইনফিনিক্স নোট ১২ যে ফিচারগুলো হাইলাইট করেছে তা হলো এর অ্যামোলেড ডিসপ্লে, Helio G88 প্রসেসর, স্লিম বডির সাথে সুন্দর ডিজাইন এবং সবশেষে 5000 mAh ব্যাটারীর সাথে 33W ফাস্ট চার্জিং। তবে সত্যি বলতে কী, এখন এমন একটা সময়ে আমরা চলে এসেছি, প্রতিটা কোম্পানি-ই তাদের মত করে মার্কেট ধরে রাখার জন্য লড়াই করছে এবং এখানে খুব একটা ইউনিক…

আরো পড়ুনস্লিম,স্টাইলিশ ডিজাইন নিয়ে ইনফিনিক্স নোট ১২-র আগমন! বাজেটে কেমন এটা?

স্নাপড্রাগন ৬৬৫ এর সাথে দারুণ দামে এলো ওয়ালটন এস৮ মিনি

স্নাপড্রাগন ৬৬৫ এর সাথে দারুণ একটি স্মার্টফোন আসলো ‘ওয়ালটন এস৮ মিনি’ নামে! ৫০০০ এম.এ.এইচ-এর এই ফোনটিতে প্রথমবারের মতো আসছে ওয়ালটনের নিজস্ব ইউ.আই ‘ভিস্মার্ট’ পিছনে চারটি ক্যামেরা ও সামনে ১৩ এম.পি ক্যামেরা নিয়ে এসেছে ফোনটি। ফুল এইচডি+ রেজুলেশনের এই ফোনটি ৩টি কালারে পাওয়া যাবে এর র‍্যাম ভ্যারিয়েন্ট রয়েছে দুইটি, ৪/৬৪ এবং ৬/৬৪। র‍্যাম এক্সপান্ড করা যাবে ২৫৬ জিবি পর্যন্ত।তবে একইসাথে দুইটি সিম ও মেমোরি ব্যবহার করতে পারা যাবে,যা খুব-ই ভালো ব্যাপার। এপ্রিল ২০১৯ এ রিলিজ হওয়া চিপসেট স্নাপড্রাগন ৬৬৫ এর সাথে আসায় অনেকে একটু হতাশ হয়েছেন হয়তো।তবে চিপসেট পুরাতন হওয়ায় ভালো অপটিমাইড ও কমদামে পাওয়ার সম্ভাবনা থাকে।তাছাড়া এই চিপসেটটি বাজেট অনুযায়ী ভালো পারফরম্যান্স ও ব্যাটারি ব্যাকআপ দিয়ে প্রশংসা কুড়িয়েছে আরো আগেই…

আরো পড়ুনস্নাপড্রাগন ৬৬৫ এর সাথে দারুণ দামে এলো ওয়ালটন এস৮ মিনি

স্মার্টফোন কোম্পানিগুলো কি চিপসেট নিয়ে প্রতারণা করছে?

ধরুন নতুন একটা স্মার্টফোন আপনি কিনলেন, স্পেক অনুযায়ী যাতে চিপসেট থাকার কথা Helio G70, কিন্তু CPU-Z, Device Info বা এরকম কোন একটি অ্যাপ থেকে চেক করে দেখলেন এখানে Helio P23 দেয়া হয়েছে, তাহলে আপনার ঠিক কেমন লাগবে? একইভাবে যদি দেখেন আপনার চিপসেটটি Helio G35-এর পরিবর্তে Helio P35, তাহলেও অনুভূতিটা কেমন হবে? যদি আপনি এই তথ্যটি বিশ্বাস করে নেন, তবে অনুভূতি খুব সুখকর হওয়ার কথা নয়, কেননা আপনি দেখছেন আপনি প্রতারিত হয়েছেন এবং যে পারফর্মেন্সের আশা নিয়ে আপনি স্মার্টফোনটি কিনেছিলেন সেটিও হয়ত পাবেন না। কিন্তু, আসলেই কি কোম্পানি আপনাকে প্রতারিত করছে? উত্তর হলো, না। তৃতীয় পক্ষের কোন অ্যাপের তথ্য থেকে আসলে সন্দিগ্ধ হওয়ার প্রয়োজন নেই, কেননা এই অ্যাপগুলো সবসময় চিপসেট সম্পর্কে সঠিক তথ্য দিতে পারে না। এটা কয়েকটা কারণে হতে পারে, যেমন আপনার স্মার্টফোনে যে চিপসেটটি ব্যবহার করা হয়েছে সেটা হয়ত নতুন, তাই অ্যাপটির ডেটাবেজে অন্তর্ভুক্ত হয়নি, তাই ক্লকস্পিড বা অন্যান্য দিকে মিলে যাচ্ছে এমন কোন একটা চিপসেট প্রদর্শন করেছে। আরেকটা…

আরো পড়ুনস্মার্টফোন কোম্পানিগুলো কি চিপসেট নিয়ে প্রতারণা করছে?

Walton RX8 Mini: Nailed it again!

যখন ১১,৯৯০ টাকার একটা স্মার্টফোনে FHD+ ডিসপ্লে, গরিলা গ্লাস প্রটেকশনসহ অল গ্লাস ডিজাইন, Snapdragon 660 চিপসেট, 4/64, Sony IMX486 12MP f প্রাইমারী, 8MP আল্ট্রাওয়াইড, 13MP সেলফি ক্যামেরা, সবরকম সেন্সর, ফাস্ট চার্জিং সব ঠেসে দেয়া হয়, তাহলে আর কী বলার থাকে? Simply, Walton RX8 Mini IS a killer smartphone! এটার ডিসপ্লে সাইজ 6.3″ 19:9 ব্যাপারটা ভাল্লাগসে, এখনকার 6.5″ আর 6.8″-র ভিড়ে। আর FHD+ এখনকার সময়ে অবিশ্বাস্য এই দামে। এরপর গ্লাস বডিসহ এর যে লুক, কঠিন লেভেলের প্রিমিয়াম! ক্যামেরাতে হায়ার মেগাপিক্সেল না থাকলেও IMX 486 এই বাজেটে ক্রেজি ব্যাপার। ওয়েবসাইট থেকে সেন্সরের লিস্ট: Accelerometer (3D), Gravity (3D), Light (Brightness), Proximity, Gyroscope, Magnetometer, Linear Accelerometer, Game Rotation Vector, Orientation, Motion Detector, Step Detector, Noise Cancellation Microphone, Fingerprint Sensor। একটা সিক্যুরিটি স্লাইডার এড হয়েছে, যেটা সবার কাজে না লাগলেও সিক্যুরিটি কনসার্ন থেকে চমৎকার একটা এডিশন, যেটা হার্ডওয়্যারের দিক থেকেই ক্যামেরা, মাইক্রোফোন অফ রাখতে পারে, কানেক্টিভিটি ডিজেবল করতে পারে।  তিনরঙা নোটিফিকেশন লাইট আছে, দুনিয়ার তাবৎ…

আরো পড়ুনWalton RX8 Mini: Nailed it again!

Symphony ATOM II: এটা এটমের সাক্সেসর নয়!..

আসসালামু আলাইকুম। সিম্ফনি তাদের এটম সিরিজের দ্বিতীয় স্মার্টফোন Symphony ATOM II নিয়ে এসেছে। এর আগে এটম স্মার্টফোনটি “এটম বোমা” ক্যাপশনসহ অনলাইনে বেশ ভালো সাড়া ফেলেছিলো, সেই সাথে অফলাইন বাজারেও ভালো সেল হয়েছে বলে জেনেছি। একই বাজেট রেঞ্জের অন্য স্মার্টফোনগুলো থেকে এটম ছিলো কিছুটা ভিন্নধর্মী অ্যাপ্রোচ। এই দামের অন্য কিছু ফোনের মত Unisoc SC9863A না দিয়ে তারা ব্যবহার করেছিলো Helio A20। তবে বড় চমক ছিলো ক্যামেরাতে, কেননা রেয়ারে তারা দুটি বা তিনটি না দিয়ে একটিমাত্র খুব ভালো ক্যামেরা, সাথে গুগলের ক্যামেরা গো সফটওয়্যার ব্যবহার করে এটা দারুণ পারফর্মেন্স দেখিয়েছিলো। সেদিকে ATOM II অনেকটা ট্রেডিশনাল একটি অ্যাপ্রোচ। এখানে তারা ডুয়াল ক্যামেরা ও SC9863A চিপসেটে ফিরে এসেছে। ডিসপ্লে সাইজও বড় হয়েছে। তাছাড়া ক্যামেরা সফটওয়্যারেও এবার গুগল ক্যামেরা গো দেখা যাচ্ছে না। আসলে এটা Symphony Z18-এর রিপ্লেসমেন্ট হিসেবে আনা হয়েছে, একই দাম, ৭,৭৯০ টাকায়। Z18 থেকে এখানে তফাৎ অল্প-ই, ব্যাটারী আর ক্যামেরাতে। ডিজাইনে ভিন্ন হলেও সান-ব্রাস্ট প্যাটার্নের ব্যাপারটা মিল আছে। সবমিলিয়ে সিম্ফনি এটম টু-কে…

আরো পড়ুনSymphony ATOM II: এটা এটমের সাক্সেসর নয়!..

স্মার্টফোন ডিসপ্লে সাইজ: যেখানে অনেকেই বিভ্রান্ত হয়!

বর্তমান সময়ে আমরা বাজারে বড় ডিসপ্লে-র ফোন অহরহ দেখি, একটু ছোট ডিসপ্লে-র ফোন-ই বরং দেখা পাওয়া মুশকিল। স্মার্টফোন নিয়ে লিখতে গেলে এখন প্রায় প্রতিটা লেখাতে ডিসপ্লে সাইজ নিয়ে কিছু বলার প্রয়োজন অনুভব করি। সব পোস্টে একই কথা লিখলে ব্যাপারটা ভালো দেখায় না, আর বিষদে ওভাবে লেখাও যায় না, তাই মনে হলো আলাদা একটা পোস্ট করাটা ভালো হবে। বলে রাখা ভালো, এখানে কিছু কথা আমার অভিজ্ঞতালদ্ধ অভিমত, এবং মার্কেটিংয়ের ব্যাপারে আমি খুব কম-ই বুঝি, তাই আমার মত সবার সাথে মিলবে বা আমার মত-ই সঠিক হবে, এমনটা আমি বলছি না। আগেকার দিনে 6″ ডিসপ্লে হলে সেটা হতো ফ্যাবলেট, 7″ ডিসপ্লে হলে ট্যাবলেটের পর্যায়ে পড়ত। অথচ এখন 7″ ডিসপ্লে ডালভাত হয়ে গেছে সাধারণ স্মার্টফোন লাইনআপে। ঘটনা কী হলো, আগে যে সাইজ মানুষ ট্যাব হিসেবে ধরত, তা এখন স্মার্টফোনের মত পকেটে নিয়ে ঘুরে বেড়ায়, কেমন যেন বেশি বড় বলে ফিল-ও হয় না? আসলে এখানে ছোট্ট একটা ব্যাপার আছে, আগের 7″ আর এখনকার 7″ সমান…

আরো পড়ুনস্মার্টফোন ডিসপ্লে সাইজ: যেখানে অনেকেই বিভ্রান্ত হয়!

Walton Primo R8: ভালো একটি স্মার্টফোন?

ওয়ালটন একটা ব্র্যান্ড, যারা ১৫,৫৯০টাকার ফোনে দেয় Helio P22, ১২,৪৯৯ হাজার টাকার ফোনে Helio G25 এবং ১০,৬৯৯ টাকার ফোনে Helio G35 দেয়। যাই হোক, নতুন একটি এন্ট্রি লেভেল ওয়ালটন স্মার্টফোন Walton Primo R8 এবং ওয়ালটনের সাম্প্রতিক ফোনগুলো থেকে এটা আমার বেশ কম্পিটিটিভ মনে হয়েছে। অল্প সময়ের মধ্যে ওয়ালটন বেশ অনেকগুলো স্মার্টফোনই রিলিজ করেছে। এর মধ্যে ইভ্যালি সাইক্লোনে তাদের নতুন ফ্ল্যাগশিপ ZX4-ও দেখা গিয়েছিলো। তাছাড়া NF5, N5, RX8, HM6, F10 রিলিজেরও বেশিদিন হয়নি। এবং এই স্মার্টফোনগুলোর দাম আমার কাছে খানিকটা বেশিই মনে হয়েছিলো, বিশেষ করে RX8 আর NF5 এর বেলায় দাম হিসেবে স্পেকে যথেষ্ট কমতি ছিলো আমার মতে। সে হিসেবে Walton Primo R8 কিন্তু বেশ প্রমিজিং একটি স্মার্টফোন মনে হয়েছে, হয়ত এটাকে আমি এককভাবে বাজেট বেস্ট বলবো না, কেননা উন্নতির কিছু জায়গা অবশ্যই ছিলো, তবে Helio G35, 4/64 নিয়ে ভালো অপশনগুলোর মধ্যে একটি বলতেই পারি। ডিজাইন এবং স্পেকের দিকে দেখলে একটা ফোনের খুব বেশি মিল পাওয়া যায় Walton Primo R8-এর সাথে,…

আরো পড়ুনWalton Primo R8: ভালো একটি স্মার্টফোন?

এন্ট্রি লেভেলে রিয়েলমির নতুন ফোন realme C20A

এর আগে আমরা ৮,৯৯০ টাকা প্রাইসট্যাগে রিয়েলমির পক্ষ থেকে দেখেছি realme C2 ও C11, যেখানে C2 থেকে C11 বেশ খানিকটা ইম্প্রুভড ছিলো। তবে এখন এই বাজেটে রিয়েলমির নতুন ফোন realme C20A, আসলে বোঝাই যাচ্ছে এটা C11-এর রিপ্লেসমেন্ট, মানে এখন থেকে বাজারে নতুন করে C11 সরবারহ না করে এর পরিবর্তে C20A সরবারহ করা হবে। ডিজাইন, ডিসপ্লে, ব্যাটারী, সেন্সর, চিপসেট, র‍্যাম-রম সবই আসলে C11-এর মতই রাখা হয়েছে। কিন্তু ক্যামেরাতে এটা C11 থেকে পিছিয়ে, স্পিকার দেয়া হয়েছে রেয়ার মাউন্টেড। অর্থাৎ, এটা আসলে আপগ্রেড না ঠিক, ডাউনগ্রেড বলাই ঠিক হবে। প্রায় সেম ডিজাইন থাকলেও রিফাইমেন্টের ছোঁয়া এসেছে, বিশেষ করে এর ক্যামেরা মডিউলটি আমার C11 থেকে বেশ কিউট মনে হয়েছে। তবে এক্সটেরিয়রে আমরা C11 থেকে কমতি যেখানে দেখি, তা হলে C20A-তে থাকছে রেয়ার মাউন্টেড স্পিকার, এমনকি কিছুদিন আগে C21-এও কিন্তু একই কাজ করেছিলো, যেটা ছিলো ১১,৯৯০ টাকা দামের। আর এবারও কিন্তু রিয়েলমি কোন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেয়নি। ডিসপ্লে 6.5″, অবশ্যই HD+ রেজ্যুলেশনের একটি IPS প্যানেল এখানে…

আরো পড়ুনএন্ট্রি লেভেলে রিয়েলমির নতুন ফোন realme C20A

অনিন্দ্য সুন্দর ডিজাইনে এলো টেকনো ক্যামন ১৭ সিরিজ

খুব কম স্মার্টফোনই আমার চোখে টেকনো ক্যামন ১৭ (TECNO CAMON 17) সিরিজের স্মার্টফোনগুলো থেকে বেশি সুন্দর মনে হয়েছে। এই সিরিজের নতুন দুটি স্মার্টফোন রিলিজ হয়েছে গতকাল, ক্যামন ১৭ ও ১৭পি। বিশেষ করে ক্যামন ১৭পি-র Spruce Green কালারে যে আভিজাত্যের ছোঁয়া আছে, তা পছন্দ না করা কঠিন। একটু বড় করে ক্যামন সিরিজের ব্র্যন্ডিং মনে হচ্ছে এই ডিজাইনে পূর্ণতা এনে দিয়েছে। দামের কথায় আসলে TECNO CAMON 17 ও 17P মিড বাজেটে যথাক্রমে ১৬,৯৯০ ও ১৮,৯৯০ টাকায় এসেছে। CAMON সিরিজ মূলত ক্যামেরা ফোকাসড হয়ে থাকে, তবে এখন পারফর্মেন্সসহ অন্য দিকগুলোতেও ভালো কিছু তারা দেয়ার চেষ্টা করছে। ক্যামন ১৭ দুটি কালার ভ্যারিয়েন্টে আনা হয়েছে- Deep Sea ও Frost Silver। Frost Silver কালারে ক্যামন ১৭পি-ও পাওয়া যাচ্ছে, আর এর অন্য কালারটি Spruce Green। রেয়ার পার্টের ডিজাইন দুটোর একরকম হলেও তফাৎ থাকছে সামনের দিকে। ক্যামন ১৭-এর ডিসপ্লে সাইজ 6.6″ আর ১৭পি-এর ডিসপ্লে 6.8″ এবং দুটোই IPS প্যানেল। ব্রাইটনেস যথাক্রমে 450nits ও 500nits। অন্যদিকে ক্যামন ১৭ যেখানে…

আরো পড়ুনঅনিন্দ্য সুন্দর ডিজাইনে এলো টেকনো ক্যামন ১৭ সিরিজ

Walton Primo N5: উন্নতি দরকার ছিলো…

N সিরিজের বিশেষত্ব থাকে বড় ডিসপ্লে আর ব্যাটারীতে। সিরিজের নতুন ফোন Walton Primo N5-এর বেলাতেও তা ঘটেছে। বেশকিছু দিকে আমার কাছে Primo N5 বেশ ভালোই লেগেছে, তবে সব দিক মিলিয়ে এতে অসন্তুষ্টি প্রকাশের অনেক জায়গা আছে, বিশেষ করে যখন সাথে থাকছে ১২,৪৯৯ টাকার প্রাইসট্যাগ। অবশ্য রিসেন্টলি ওয়ালটনের অন্য কিছু ফোনের প্রাইসিংয়ের কথা চিন্তা করলে এটা তুলনামূলক জাস্টিফায়েড বলা যায়। এর Scarlet Red কালারটা আমার মারাত্মক লাগলো। আরো তিনটি কালার আছে। ত্রিপল ক্যামেরা মডিউল অনেকটা সিম্পল এবং সুন্দর। ডিজাইনের একটা ব্যাপার অবশ্য ভালো লাগেনাই, ব্র্যান্ডিংয়ের পর ব্যাপক জায়গা নিয়ে “Model: Primo N5 Walton Digi-Tech Industries Ltd. Made in Bangladesh” এত্তগুলো কথা না লিখলেও পারতো। ডিসপ্লের কথা বললে 6.82″ হিউজ ডিসপ্লে দিয়ে N5 এসেছে। বাজেটের আর সবার মত এটি 1640*720 HD+ রেজ্যুলেশনের একটি IPS-INCELL প্যানেল। থাকছে একটি ভি-শেপ নচ। চিন আর বেজেলের অ্যামাউন্ট ঠিকঠাক, এর ডাইমেনশন 172.8 mm x 78.5 mm x 9.65 mm। তো, থিকনেস 9.65 mm আমার একটু বেশি মনে…

আরো পড়ুনWalton Primo N5: উন্নতি দরকার ছিলো…

৭৮৯৯ টাকার নতুন প্রিমো এইচএম৬ স্মার্টফোন যা যা থাকছে

ওয়ালটনের এইচএম সিরিজের অধীনে সম্প্রতি বাজারে লঞ্চ হয়ে গেলো নতুন একটি স্মার্টফোন প্রিমো এইচএম৬। ফোনটির এখন প্রিসেল চলছে এবং প্রিসেলে স্মার্টফোনটি পাবেন ১০০০ টাকা কমে ৭৮৯৯ টাকায়। ফোনটি হাতে নিয়ে আপনার কাছে খানিকটা পুরু লাগতে পারে, বস্তুত খানিকটা থিক বা পুরু লাগাই স্বাভাবিক, কেননা স্মার্টফোনটির ভেতর পাবেন ৬০০০ এমএএইচ ক্ষমতার হিউজ ব্যাটারি! স্মার্টফোনটির প্রায় ১০ মিলিমিটার থিক, এবং ওজন প্রায় ২১৫ গ্রাম। ফোনটির ডানদিকে পাবেন ভলিউম রকার এবং পাওয়ার বাটন। পাওয়ার বাটনে সুন্দর একটি কমলা রঙের লাইন কম্বিনেশন লক্ষ্য করতে পারবেন। আর বাম পাশে পাবেন ‘সিম কার্ড ট্রে’ এবং ‘ডেডিকেটেড গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন’। লো বাজেট ফোন হলে কি হবে? ওয়ালটন এই ফোনেও দিয়েছে ডেডিকেটেড গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন, যা কিন্তু আজকাল কাজেই লাগেই! একনজরে প্রিমো এইচএম৬ ৬০০০ এমএএইচ হিউজ ব্যাটারি ৬.৫২ ইঞ্চি এইচডি+ আইপিএস ডিসপ্লে ১.৬ গিগাহার্জ অক্টা-কোর প্রসেসর ২ জিবি র‍্যাম, ৩২ জিবি স্টোরেজ ডেডিকেটেড গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন এন্ড্রয়েড ১০ এর গো সংস্করণ ১৩ মেগাপিক্সেল মেইন ক্যামেরা সেন্সর নিয়ে একটি…

আরো পড়ুন৭৮৯৯ টাকার নতুন প্রিমো এইচএম৬ স্মার্টফোন যা যা থাকছে

Symphony Z35: আমার প্রতিক্রিয়া মিশ্র

আপডেট: এই পোস্টটি ১০,৪৯০ টাকা দাম হিসেবে লেখা হয়েছে। বর্তমানে কিন্তু এর দাম ৯,৯৯০ টাকা। আমার মতে এই দাম Symphony Z35-এর জন্য একটি চমৎকার প্রাইসিং এবং নতুন দামে বর্তমান মার্কেটে এই বাজেটে এটি অন্যতম সেরা একটি অপশন। Symphony Z35, ফোনটার অনেক কিছু ভালোই ছিলো, কিন্তু Z40-র মতই আরো একবার ৩/৩২ তারা আনলো ১০,৪৯০ টাকায়, যে দামে Z40-ও পাওয়া যাচ্ছে। অবশ্য Z40-র সাথে Z35-এর তফাৎ বেশ ভালোই আছে এবং Z35 মূলত তাদের টার্গেট করে বানানো যাদের বেশ হিউজ ডিসপ্লে ও বিশাল পরিমাণ ব্যাটারী ব্যাকআপ দরকার, অন্যদিকে Z40 ছিলো বেশ ব্যালেন্সড একটি ডিভাইস। আরেকটা ব্যাপার, Z35 আর Z40 দুটোরই 4/64 ভ্যারিয়েন্ট আসার কথা (গীকবেঞ্চ অনুযায়ী), বাট এখনো Z40-র 4/64-ই আসলো না, Z35 কবে আসে আল্লাহ মালুম। ডিজাইন দিয়ে যদি শুরু করি, সিম্ফনিতে এধরণের ডিজাইন একদমই নতুন। Symphony Z35-এ মোশন গ্রাফিক্স ডিজাইন করা হয়েছে, মানে ফোনটি বিভিন্ন কোণ থেকে দেখলে মনে হবে ব্যাকপার্টের প্যাটার্ন মুভ করছে। অবশ্য সিম্ফনিতে নতুন হলেও ইনফিনিক্স ব্র্যান্ডের বেশ…

আরো পড়ুনSymphony Z35: আমার প্রতিক্রিয়া মিশ্র

প্রিমো আরএক্স৮: কি থাকছে আরএক্স সিরিজের এই নতুন স্মার্টফোনে?

নিত্যনতুন স্মার্টফোন আনার জন্য আমাদের দেশীয় মার্কেটে অনেক জনপ্রিয় একটি নাম ওয়ালটন। ওয়ালটন বলতে গেলে প্রতিমাসেই দেশের বাজেট গ্রাহকদের জন্য নানান ফিচার এবং মডেলের স্মার্টফোন নিয়ে আসে। সম্প্রতি ওয়ালটন তাদের আরএক্স সিরিজের অধীনে নতুন একটি স্মার্টফোন নিয়ে এসেছে, আর সেটি হচ্ছে প্রিমো আরএক্স৮। ওয়ালটনের আরএক্স সিরিজ বরাবরই অনেক ফিচারফুল স্মার্টফোনের জন্য বাজারে জনপ্রিয়। শেষবার আরএক্স সিরিজের বাজার কাঁপানো স্মার্টফোন ছিল প্রিমো আরএক্স৭ মিনি। আরএক্স৭ মিনির পরে প্রায় বছরখানেক বিরতি দিয়ে আরএক্স সিরিজে এই নতুন স্মার্টফোন প্রিমো আরএক্স ৮ লঞ্চ হল। এই আর্টিকেলে আমরা আরএক্স৮ স্মার্টফোনটি নিয়ে আলোচনা করব। একনজরে প্রিমো আরএক্স৮ স্মার্টফোন এন্ড্রয়েড ভার্সন ১০ ১২ ন্যানোমিটার ফিনটেক প্রযুক্তির ২ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর (হেলিও পি২২) ৪ জিবি র‍্যাম, ১২৮ জিবি রম/ ইন্টার্নাল স্টোরেজ ২৫৬ জিবি পর্যন্ত এক্সট্রা মেমরি কার্ড সাপোর্ট পাঞ্চ-হোল ক্যামেরা বিশিষ্ট ৬.৫৫ ইঞ্চি LTPS ডিসপ্লে প্যানেল ১৬+২+৮+৫ মেগাপিক্সেল সেন্সর নিয়ে কোয়াড ক্যামেরা সেটাপ ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ৪০০০ এমএএইচ লিথিয়াম পলিমার ব্যাটারি ইউএসবি টাইপ-সি পোর্ট ডিসপ্লে এবং গর্জিয়াস…

আরো পড়ুনপ্রিমো আরএক্স৮: কি থাকছে আরএক্স সিরিজের এই নতুন স্মার্টফোনে?

আসছে JingOS চালিত লিনাক্স স্মার্টফোন? (অথবা হয়ত এখনই না…)

JingOS খুব সম্ভবত অনেকের কাছেই অপরিচিত হয়ে থাকবে এবং খুব সম্ভবত লিনাক্স স্মার্টফোন বিষয়টিও কারো কারো কাছে নতুন। ওয়েল, যারা লিনাক্সের সাথে তেমন পরিচিত নন, তাদের জন্য আমার বিশেষ সাজেশন থাকবে এই লেখাটি। আর আমরা যদি লিনাক্স ফোনের কথা বলি, এখনো লিনাক্স ফোন ততটা জনপ্রিয় হয়নি। তবে দুটো ডিভাইস কিন্তু ইতোমধ্যে অনেকটা অগ্রসর হয়েছে- PinePhone, যেখানে ডিফল্ট ওএস হিসেবে Plasma Mobile-কে বেছে নেয়া হয়েছে এবং Librem 5, যেখানে তারা নিজেদের ডেভেলোপকৃত PureOS ব্যবহার করছে। এদের নিয়ে আরো জানতে সিম্পলি অনলাইনে সার্চ করুন, আমরা JingOS-এর প্রসঙ্গে আসি। JingOS ট্যাবলেটের জন্য বিশেষায়িত প্রথম লিনাক্স ওএস এবং এটি সিক্রেট নয় যে, তারা আইপ্যাড থেকে ইন্সপিরেশন নিয়ে JingOS তৈরি করেছেন। এখানে KDE Plasma ডেস্কটপের কাস্টমাইজড ভার্সন ব্যবহার হয়। এখন পর্যন্ত এটি আর্লি ডেভেলোপমেন্টে আছে, অবশ্যই দৈনন্দিন ব্যবহারের জন্য মোটেও তৈরি নয়। এর সর্বশেষ ভার্সনটি হলো v0.8। তো যাই হোক, সম্প্রতি তারা তাদের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে একটি স্মার্টফোনে JingOS v0.6 ডেমো…

আরো পড়ুনআসছে JingOS চালিত লিনাক্স স্মার্টফোন? (অথবা হয়ত এখনই না…)

২০২১ এ কেনার মত ওয়ালটনের সেরা ৫টি স্মার্টফোন!

এই ২০২১ সালে যদি একটি ভালো স্মার্টফোন কিনতে চান, তবে যেতে পারেন দেশীয় স্মার্টফোন নির্মাতা ওয়ালটনের দিকে। আজকের তালিকায় আমি ওয়ালটনের ৫টি বেস্ট স্মার্টফোন উল্লেখ্য করব, যা আপনি কিনতে পারেন। আধুনিক প্রযুক্তির যুগে স্মার্টফোন আমাদের জীবনের সাথে যুক্ত হয়েছে ওতপ্রোতভাবে! স্মার্টফোন ব্যাতিত আধুনিক নাগরিক সুবিধা থেকে শুরু করে, বঞ্চিত হব এমন সব কাজের তালিকা করতে গেলে সেই তালিকাও শেষ করা সম্ভবকর হবে না। এই কারনে প্রযুক্তি পণ্যের ক্ষেত্রে একটি ভালো স্মার্টফোন নিয়ে আমরা সবসময় ভাবি। Primo RM4 ৬.৫ ইঞ্চি ইনসেল আইপিএস প্যানেল এবং ৪৫০ নিটস ব্রাইটনেস নিয়ে ওয়ালটনের আরেকটি বিগ ডিসপ্লে স্মার্টফোন হচ্ছে প্রিমো আরএম৪। ডিসপ্লেটি ১৯ঃ৫ঃ৯ এস্পেক্ট রেসিও সমৃদ্ধ। কেবল ডিসপ্লের দিক দিয়েই নয়, স্মার্টফোনটি আপনার কাছে এগিয়ে থাকবে হার্ডওয়্যারের দিক দিয়েও। এই স্মার্টফোনটি আপনি পাবেন ৪ জিবি র‍্যাম এবং ৩ জিবি র‍্যাম দুইটি ভেরিয়েন্টেই। সেলফি লাভারদের জন্য স্মার্টফোনটির ফ্রন্ট প্যানেলে রয়েছে ৮ মেগাপিক্সেল সনি ক্যামেরা সেন্সর। একনজরে প্রিমো আরএম৪ স্মার্টফোন ১৯.৫ঃ৯ এস্পেক্ট রেশিও সমৃদ্ধ ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস…

আরো পড়ুন২০২১ এ কেনার মত ওয়ালটনের সেরা ৫টি স্মার্টফোন!