২০২১ এ কেনার মত ওয়ালটনের সেরা ৫টি স্মার্টফোন!

এই ২০২১ সালে যদি একটি ভালো স্মার্টফোন কিনতে চান, তবে যেতে পারেন দেশীয় স্মার্টফোন নির্মাতা ওয়ালটনের দিকে। আজকের তালিকায় আমি ওয়ালটনের ৫টি বেস্ট স্মার্টফোন উল্লেখ্য করব, যা আপনি কিনতে পারেন।

আধুনিক প্রযুক্তির যুগে স্মার্টফোন আমাদের জীবনের সাথে যুক্ত হয়েছে ওতপ্রোতভাবে! স্মার্টফোন ব্যাতিত আধুনিক নাগরিক সুবিধা থেকে শুরু করে, বঞ্চিত হব এমন সব কাজের তালিকা করতে গেলে সেই তালিকাও শেষ করা সম্ভবকর হবে না। এই কারনে প্রযুক্তি পণ্যের ক্ষেত্রে একটি ভালো স্মার্টফোন নিয়ে আমরা সবসময় ভাবি।

Primo RM4

৬.৫ ইঞ্চি ইনসেল আইপিএস প্যানেল এবং ৪৫০ নিটস ব্রাইটনেস নিয়ে ওয়ালটনের আরেকটি বিগ ডিসপ্লে স্মার্টফোন হচ্ছে প্রিমো আরএম৪। ডিসপ্লেটি ১৯ঃ৫ঃ৯ এস্পেক্ট রেসিও সমৃদ্ধ। কেবল ডিসপ্লের দিক দিয়েই নয়, স্মার্টফোনটি আপনার কাছে এগিয়ে থাকবে হার্ডওয়্যারের দিক দিয়েও। এই স্মার্টফোনটি আপনি পাবেন ৪ জিবি র‍্যাম এবং ৩ জিবি র‍্যাম দুইটি ভেরিয়েন্টেই। সেলফি লাভারদের জন্য স্মার্টফোনটির ফ্রন্ট প্যানেলে রয়েছে ৮ মেগাপিক্সেল সনি ক্যামেরা সেন্সর।

একনজরে প্রিমো আরএম৪ স্মার্টফোন

  • ১৯.৫ঃ৯ এস্পেক্ট রেশিও সমৃদ্ধ ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস ইনসেল আইপিএস ডিসপ্লে প্যানেল
  • ১২ ন্যনোমিটার প্রযুক্তির ১.৮ গিগাহার্জ ক্লক স্পীডের অক্টা-কোর হেলিও এ২৫ চিপসেট
  • ৩/৪ জিবি র‍্যাম, ৬৪ জিবি র‍্যাম
  • রিয়ারে ট্রিপল ক্যামেরা সেটাপ (১৩ মেগাপিক্সেল মেইন সনি সেন্সর)
  • ফ্রন্টে ৮ মেগাপিক্সেল সনি সেলফি ক্যামেরা সেন্সর
  • ৫৯৫০ এমএএইচ ব্যাটারি
  • ১০৫৯৯ টাকা (৪ জিবি ভার্সন)

স্মার্টফোনটির রিভিউ ভিডিও দেখুন।

Primo H9

ওয়ালটনের এই ফোনটিতে থাকছে ডুয়াল রিয়ার ক্যামেরা, রিয়ার মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার, ৩ জিবি র‍্যাম ও ৩২ জিবি স্টোরেজ। স্মার্টফোনটিতে পাওয়া যাবে ১৯ঃ৯ রেশিও সমৃদ্ধ ৬.১ ইঞ্চি এইচডি+ আইপিএস ডিসপ্লে। সম্পূর্ণ ডিভাইসকে স্পিড দিবে ARM Cortex-A55 স্ট্রাকচারের ১.৬ গিগাহার্জ অক্টাকোর প্রোসেসর। সাথে থাকছে ডিডিআর৪ ‘’৩ জিবি র‍্যাম’’ এবং ৩২ জিবি রম। স্মার্টফোনটির ডেডিকেটেড এসডি কার্ড স্লটে আপনি ১২৮ জিবি পর্যন্ত এসডি কার্ড ব্যবহার করতে পারবেন।

এক নজরে প্রিমো এইচ৯

  • ১৯ঃ৯ রেশিও, ৬.১ ইঞ্চি ইউ-নচ সমৃদ্ধ ডিসপ্লে
  • ১.৬ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর
  • PowerVR Rouge GE8322 জিপিইউ
  • ৩ জিবি ডিডিআর৪ র‍্যাম এবং ৩২ জিবি রম, ১২৮ জিবি পর্যন্ত এসডি কার্ড সাপোর্ট
  • ১৩ মেগাপিক্সেল এবং ২ মেগাপিক্সেল সেন্সর নিয়ে ডুয়াল রিয়ার ক্যামেরা মডিউল
  • ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
  • ৩৫০০ এমএএইচ লিথিয়াম আয়ন ব্যাটারি
  • দামঃ ৭৩৯৯ টাকা

স্মার্টফোনটির রিভিউ ভিডিও দেখুন।

Primo NF5

প্রিমো এনএফ৫ ওয়ালটনের সাম্প্রতিক সময় লঞ্চ হওয়া একটি স্মার্টফোন। স্মার্টফোনটিতে পাওয়া যাবে প্রায় ৭ ইঞ্চির কাছাকাছি ডিসপ্লে! এতে দেয়া হয়েছে ৬.৮২ ইঞ্চি ইন্সেল আইপিএস প্যানেলের ২০ঃ৯ রেসিও সমৃদ্ধ একটি ডিসপ্লে। সুতরাং নিঃসন্দেহে ডিসপ্লে সাইজের দিক দিয়ে এটি স্মার্টফোন কাম ফ্যাবলেট। যারা দারুন ডিজাইন, ক্যামেরা এবং বাজেটে একটি বিগ ডিসপ্লে স্মার্টফোন চান, তাদের জন্য প্রিমো এনএফ৫ দারুন হতে পারে।

একনজরে প্রিমো এনএফ৫

  • ৬.৮২ ইঞ্চি বিগ ডিসপ্লে
  • ৩ জিবি র‍্যাম, ৩২ জিবি রম
  • ২৫৬ জিবি পর্যন্ত এক্সটারনাল মেমোরি সাপোর্ট
  • হেলিও এ২০ চিপসেট
  • ট্রিপল ক্যামেরা সেটাপ
  • ৪০০০ এমএএইচ ব্যাটারি
  • ৯৬৯৯ টাকা

স্মার্টফোনটির রিভিউ ভিডিও দেখুন।

Primo S7 Pro

স্মার্টফোনটিতে পাওয়া যাবে মিডিয়াটেকের ফ্লাগশিপ গ্রেডের চিপসেট, আর এই চিপসেট সম্পূর্ণ স্মার্টফোনটিকে করে তুলবে পুরোপুরিভাবে একটি গেইম বুস্টার। পাশাপাশি এর ৬ জিবি র্যাম সম্পূর্ণ সিস্টেমে অন্যতম সহায়ক হার্ডওয়্যার হিসেবে কাজ করবে৷ স্মার্টফোনটিতে ইন্টারনাল ১২৮ জিবি স্টোরেজ পাওয়া যাবে। ট্রিপল ক্যামেরা সেটাপে থাকছে একটি প্রাইমারি ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর। আর আল্ট্রাপিক্সেল মোডে এটি ১০৮ মেগাপিক্সেলে ছবি তুলতে পারবে। আর সেলফি লাভরদের জন্যেও এর ফ্রন্ট ক্যামেরা সেটআপ এগিয়ে, কেননা এতে পাওয়া যাবে একটি ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেন্সর। ফোনটিতে পাবেন টাইপ সি পোর্ট এবং ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট।

একনজরে প্রিমো এস৭ প্রো

  • ৬.৩ ইঞ্চি এফএইচডি প্লাস আইপিএস ডিসপ্লে প্যানেল
  • হেলিও পি৭০ চিপসেট
  • এনার্জি এফিসিয়েন্ট ৬ জিবি ডিডিআর৪এক্স র‍্যাম
  • ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ
  • ২৫৬ জিবি পর্যন্ত মাইক্রো এসডি কার্ড সাপোর্ট
  • ৪৮+৮+২ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ
  • ১০৮ আল্ট্রাপিক্সেল মোড
  • ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  • ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক
  • ৩৯৫০ এমএএইচ ব্যাটারি
  • দামঃ ১৯,৯৯৯ টাকা

স্মার্টফোনটির রিভিউ ভিডিও দেখুন।

Primo GH9

তালিকার সাশ্রয়ী দামে অন্যতম আকর্ষণীয় একটি স্মার্টফোন হচ্ছে প্রিমো জিএইচ৯। প্রিমো জিএইচ৯ স্মার্টফোনটিতে পাবেন ১.৮ গিগাহার্জ হেলিও এ২০ প্রোসেসর এবং ৩ জিবি র‍্যাম ও ৩২ জিবি স্টোরেজ। তবে স্মার্টফোনটির ২ জিবি র‍্যাম এবং ১৬ জিবি রম ভার্সনও বাজারে পাওয়া যায়, দাম ৬৭৯৯ টাকা। তবে ৩/৩২ ভার্সনের দাম ৭৭৯৯ টাকা।

একনজরে প্রিমো জিএইচ৯

  • ৪জি কানেক্টিভিটি
  • হেলিও এ২০ চিপসেট
  • এন্ড্রয়েড ১০
  • ৬.১ ইঞ্চি ১৯ঃ৯ রেসিও সমৃদ্ধ ইনসেল আইপিএস ডিসপ্লে
  • ডুয়াল ক্যামেরা মডিউল
  • ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
  • ৩০০০ এমএএইচ ব্যাটারি
  • দামঃ ৬৭৯৯/ ৭৭৯৯ টাকা

স্মার্টফোনটির রিভিউ ভিডিও দেখুন।

এই ছিল আজকের তালিকার স্মার্টফোনগুলো, আপনার বাজেট অনুযায়ী ওয়ালটনের এই সকল স্মার্টফোনের মধ্যে আপনার কাছে যেটা সুবিধাজনক মনে হয়; সেই স্মার্টফোনটি কিনতে পারেন। পাশাপাশি সাহায্য নিতে পারেন এখানে দেয়া প্রতিটি স্মার্টফোনের রিভিউ ভিডিও লিঙ্ক থেকে। স্মার্টফোনগুলো বাস্তবে এক্সপেরিয়েন্স নিতে চলে যেতে পারেন, আপনার পাশের যেকোনো ওয়ালটন স্মার্টজোনে।

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *