CASIO fx-991CW: একটি কন্ট্রোভার্সিয়াল আপগ্রেড (হ্যান্ডস অন রিভিউ)

আসসালামু আলাইকুম। এর আগে আমি Casio fx-991EX নিয়ে রিভিউ দিয়েছি, যেটা মাধ্যমিক পর্যায় থেকে বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের জন্য উপযোগী চমৎকার একটা ক্যালকুলেটর। তবে সমস্যা হলো, ক্যালকুলেটরটি বর্তমানে আর কন্টিনিউ করা হচ্ছে না, অর্থাৎ Casio নতুন করে আর এই মডেলের ক্যালকুলেটর বাজারে আনছে না।

আসলে ক্যাসিও, তাদের ভাষায়, fx-991EX এর একটি আপগ্রেড সংস্করণ নিয়ে এসেছে, যা হলো CASIO fx-991CW CLASSWIZ। fx-991EX এর বিকল্প হিসেবে এই মডেলটি সাজেস্ট করছে তারা। কিন্তু fx-991EX থেকে যদি কেউ fx-991CW-এ এর আপগ্রেড হয়েই থাকে, অন্ততপক্ষে এটা বলতেই হবে যে এটা একটা কন্ট্রোভার্সিয়াল আপগ্রেড।

fx-991CW এ অপশনগুলো সুবিন্যস্ত করা হয়েছে। যেমন ফাংশনগুলো বিভিন্ন ক্যাটাগরীতে বিন্যস্ত করা হয়েছে একটি মেনুতে, ফরমেটগুলো আরেকটি মেনুতে, বিভিন্ন সেটিংস তৃতীয় আরেকটি মেনুতে প্রভৃতি। যারা বেসিক ইউজার, কিংবা প্রথম সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার শিখছেন তাদের জন্য এই বিন্যাস সুবিধাজনক হতেও পারে। কিন্তু যারা পাওয়ার ইউজার, তারা প্রয়োজনীয় অপশনগুলো হাতের নাগালে চাইবেন, বারবার মেনু ব্রাউজ করাটা মোটেও স্বচ্ছন্দ্য লাগার কথা না। অন্যদিকে যারা MS, ES বা EX সিরিজ থেকে এসেছেন, তাদের জন্য বেশ একটা লার্নিং কার্ভ অপেক্ষা করছে

MS, ES, EX ও CW সিরিজের মধ্যে 82, 100, 350, 570, 991 এরকম বিভিন্ন ভ্যারিয়েশন আছে, যেখানে ফাংশনের কমবেশি আছে। তবে আমরা শুধু সর্বোচ্চ মডেলগুলো অর্থাৎ 991MS, 991ES Plus, 991EX ও 991CW বিবেচনা করছি, যেহেতু বাংলাদেশে মাধ্যমিক পর্যায় থেকেই এধরণের উচ্চতর নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটরগুলো অ্যালাও করা হয়।।

MS সিরিজ, ES সিরিজ ও EX সিরিজের মূল পার্থক্য ছিলো ফাংশনালিটিতে। তবে EX থেকে CW-এ এসে মূল তফাৎ ফাংশনালিটিতে নয়, বরং ইউজার ইন্টারফেস ও ইউজার এক্সপ্রেরিয়েন্সে

ফিচার ও ফাংশনালিটির কথা বললে EX সিরিজের সবকিছুই এখানে থাকছে, সাথে কিছু নতুন সংযোজনও থাকছে। যেমন ইঞ্জিনিয়ার সিম্বল, প্রাইম ফ্যাক্টরাইজেশন, একসাথে দুটি ফাংশন সংরক্ষণ রাখা, ম্যাথ বক্স এরকম কিছু নতুন ফিচার আছে। এর ডিসপ্লে চার লেভেলের কনট্রাস্ট সাপোর্ট করে। ইউজার ইন্টারফেস আগের থেকে মডার্ন ও বেটার।

fx-991EX একটা চমৎকার ক্যালকুলেটর ছিলো, এবং ফিচার, ফাংশনালিটি ও ইন্টারফেসে CW তার থেকে বেটার। কিন্তু ঝামেলা হলো ইউজার এক্সপ্রেরিয়েন্সের ব্যাপারটা।

MS সিরিজ, ES সিরিজ কিংবা EX সিরিজ, যেটার কথায় বলুন না কেন, এই সিরিজগুলোতে অনেক পরিবর্তন আসলেও কিছু ব্যাপার কনসিস্টেন্ট ছিলো। যেমন স্লাইডিং কেইস, বাটন লেআউট, মেনু অ্যারেঞ্জমেন্ট এবং সামগ্রিক ইউজার এক্সপ্রেরিয়েন্সে খুব মেজর কোন জাম্প আসেনি। কিন্তু CW সিরিজ? এই সিরিজে এসে আগের ধারা ভেঙে নতুনত্ব নিয়ে আসতে কোনরকম দ্বিধা করেনি ক্যাসিও, পার্থক্য এতটাই যে মনে হতে পারে এটা যেন অন্য কোন কোম্পানির প্রোডাক্ট।

ইন জেনারেল বললে সময়ের সাথে পরিবর্তনকে বরণ করে নিতে আমি প্রস্তুত, তবে fx-991CW এর এক্সপ্রেরিয়েন্সের ক্ষেত্রে পরিবর্তনগুলো কন্ট্রোভার্সি তৈরির মত। এটা ব্যবহারের সময় সামগ্রিকভাবে কী প্রেসের সংখ্যা অনেক বেশি হয়।

ট্রেডিশনাল ক্যাসিও সাইন্টিফিক ক্যালকুলেটরের এক্সপ্রেরিয়েন্স থেকে CW যে আলাদা তা একদম শুরু থেকেই বুঝতে পারবেন। হ্যান্ড ফিলের কথা বললে পূর্বতর সিরিজগুলো থেকে CW সিরিজ তুলনামূলক ছোটখাট, হালকা-পাতলা। আমি জানি না ঠিক কেন, এর ফর্ম-ফ্যাক্টর কিছুটা মোবাইলের মত মনে হয়। স্লাইডিং কভারের বদলে এবারের স্ন্যাপ-অন কভার ব্যবহার করা হয়েছে।

কিন্তু আরো গুরুত্বপূর্ণ তফাৎগুলো চোখে পড়বে ক্যালকুলেটরের ফ্রন্ট কভারটি খোলার পর। ডিজাইন ল্যাঙ্গুয়েজে রয়েছে নতুনত্ব। প্রথম দেখাতে কাইন্ড অফ অদ্ভুত, তবে ভালোই লেগেছে আমার কাছে। কিন্তু তার থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, বাটনগুলোর লেআউটের দিকে একটু খেয়াল করুন, কতটা পার্থক্য!

Home, Settings, Back, Catalog, Function, Tools, Format, Page Up, Page Down, OK অনেকগুলো নতুন বাটনের দেখা মিলবে। কিন্তু এরপরও সংখ্যার দিক থেকে CW সিরিজে আসলে বাটন দুটি কম। শুধু তাই নয়, Alpha মডিফায়ার কী আর থাকছে না, শুধুমাত্র Shift রয়েছে। Calc, Solve, Integration, Differentiation, Sum, এমনকি Factorial কিংবা % সিম্বল পর্যন্ত মূল কীবোর্ডে নেই। তো বুঝতেই পারছেন, এটা ডিফারেন্ট কিছু হতে চলেছে।

Home বাটনটি বেসিকালি সবগুলো মোড প্রদর্শন করবে, যাদেরকে এখন বলা হচ্ছে “App”। কিন্তু আগের মডেলগুলোতে মেনু বা মোড বাটন থেকে AC করলে আগের মোডে ফিরে যেতো কিংবা ON করলে আগের মোডে চালু হত। কিন্তু এখানে সেটা হয় না, কোন একটা মোড সিলেক্ট করা লাগবে। ফ্রাস্ট্রেশনের শুরু এখানে, এবং আরো ফ্রাস্ট্রেশন সামনে আসছে।

CW সিরিজ অনেক বেশি মেনুনির্ভরDifferenciation, Integration, Summation, Absolute এমনকি Percentage আর Factorial-এর মত কমন ফাংশনগুলো পর্যন্ত রাখা হয়েছে Catalog-এর অধীনে বিভিন্ন সাবমেনুতে। বিশেষ করে প্রবাবিলিটির অঙ্ক করার সময় 991CW কতটা ফ্রাস্ট্রেটিং হতে পারে আমি গেস করতে পারছি, কেননা প্রতিবার Permutation, Combination, Percentage কিংবা Factorial এর জন্য Catalog-এ যেতে হবে।

মেনুতে অপশন সিলেক্টের জন্য আগের মডেলগুলোতে নাম্বারপ্যাড ব্যবহার করা যেতো অথবা করতে হতো। কিন্তু CW সিরিজে ন্যাভিগেশনের জন্য অ্যারো কী ব্যবহার করতে হবে। নাম্বারপ্যাড দিয়ে মেনু অপশন সিলেক্ট করা যায় না। এই জিনিসটা পার্সোনালি CW-এর সবচেয়ে বাজে দিক মনে হয়েছে আমার কাছে, কেননা এখানে মেনুনির্ভরতা অনেক বেশি, দ্রুত ন্যাভিগেশন করতে পারার জন্য এটা খুবই দরকার ছিলো।

ন্যাভিগেশনের জন্য কিছু নতুন বাটনের দেখা মিলবে। যেমন দুটি ডাবল অ্যারো কী আছে, যা পেজ স্ক্রল করার জন্য। ফাস্টার ন্যাভিগেশনের জন্য এটা অবশ্য একটা হেল্পফুল এডিশন। একটি পৃথক ব্যাক বাটন আছে, যেখানে পূর্ববর্তী মডেলগুলোতে লেফট অ্যারো-ই প্রযোজ্য ক্ষেত্রে ব্যাকের কাজ করতো।

OK বাটনটি মূলত EXE (তথা আগের মডেলগুলোর = বাটন) এর সেম কাজ করে, দুটো বাটনের কাজের কোন পার্থক্য নেই। যেহেতু মেনু নেভিগেশন আর ম্যাথ দুটোর জন্যই এটা দরকার, তাই হাতের নাগালে রাখতে ডুপ্লিকেশনে খারাপ কিছু দেখছি না। x ভ্যারিয়েবলও দু’জায়গায় আছে 991EX-এর মত।

Solve ফাংশন ব্যবহার করাটা আগের মডেলগুলোতে একদমই স্ট্রেটফরোয়ার্ড ছিলো, ইকুয়েশন লিখে Solve তথা Shift+Calc এক্সিকিউট করতে হবে। কিন্তু সে তুলনায় CW-এ ইকুয়েশন সলভ করাটা সিমপ্লি পেইনফুল। প্রথমে Home-এ যেতে হবে, এরপর অ্যারো কী দিয়ে ন্যাভিগেট করে ইকুয়েশনে যেতে হবে, এরপর Solver সিলেক্ট করতে হবে। এখান থেকে ইকুয়েশন লিখে সলভ করা যাবে। এবং কাজশেষে আবারো আগের মোডে ফিরে যেতে হবে।

Calc-এর পরিবর্তে আনা হয়েছে নতুন একটি Function অপশন। একইসাথে f(x) ও g(x) দুটি ফাংশন ডিফাইন করার সুযোগ আছে, যেটা কিছু নিউমেরিকাল মেথডসহ বিভিন্ন ক্ষেত্রে খুবই কাজের হতে পারে। তবে জাস্ট ইকুয়েশন লিখে Calc প্রেস করার মত ততটা স্ট্রেটফরোয়ার্ড না এটা। প্রথমে Function থেকে ডিফাইন করতে হবে, এরপর পুনরায় Function থেকে সেগুলো কল করা যাবে।

ভ্যারিয়েবল অ্যাসাইনমেন্ট ও রিকলের সিস্টেমেও পরিবর্তন আনা হয়েছে। এখন STO ও Recall এর বদলে থাকছে একটি Variable বাটন। যেখান থেকে কোন ভ্যারিয়েবল অ্যাসাইনমেন্ট বা রিকল করা যাবে। কী প্রেসের সংখ্যা আবারো একটু বেশি হবে এই অ্যাপ্রোচের কারণে। তবে একটা সুবিধা হলো ভ্যারিয়েবলের মান সেট করতে আগে থেকে কোন ইকুয়েশন বা লেখা থাকলে তা মুছতে হবে না, Calc বাটনের অনুপস্থিতিতে ক্ষেত্রবিশেষে এটা ইউজফুল হতে পারে।

আচ্ছা, খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার ভুলেই যাচ্ছিলাম প্রায়। MS সিরিজ থেকে ES কিংবা EX-এ আসা ইউজারদের প্রথম প্রথম হয়ত নিচের ছবির বিড়ম্বনায় পড়ার অভিজ্ঞতা হয়েছে। CW সিরিজে Standard to Decimal (S⇔D), Engineering (ENG), Mixed Fraction কনভার্শনগুলোকে নিয়ে আসা হয়েছে একটি সমন্বিত FORMAT মেনুতে সেইসাথে ≈ (SHIFT+EXE) চাপলেও ডেসিমাল ভ্যালু প্রদর্শন হবে।

মেনু সিস্টেমের এডভান্টেজ হলো নতুন কিছু অপশনকে সুবিন্যস্ত করার সুযোগ পেয়েছে ক্যাসিও। কোন পূর্ণসংখ্যাকে উৎপাদকে বিশ্লেষণের জন্য FORMAT মেনুতে Prime Factor অপশন সংযোজিত হয়েছে।

প্রতিযোগিতামূলক পরীক্ষায় দ্রুততর ক্যালকুলেট করতে পারা একটা অন্যতম কন্সিডারেশন। যেহেতু অনেক ক্ষেত্রেই বাড়তি কী-প্রেস প্রয়োজন হওয়ার ব্যাপারটা অবশ্যই 991CW ব্যবহারের গতিতে নেতিবাচক প্রভাব ফেলবে। অবশ্য এই প্রভাব কতটা হবে তা আপনার ওপর নির্ভর করছে।

তবে শুধু প্রসেসিং স্পিডের কথা বললে EX থেকে CW অনেকটা ফাস্টার, যেমনটা আপগ্রেডেড একটি মডেল হিসেবে এক্সপেক্ট করবেন। তবে ইন্টারেস্টিংলি, সাইড বাই সাইড কম্পারিজনের সময় দেখলাম দুয়েকটা ইন্টিগ্রেশন EX প্রায় ইন্সট্যান্টলি রেজাল্ট দিচ্ছিলো, যেখানে CW কয়েক সেকেন্ড নিচ্ছিলো- হয়ত অ্যালগরিদমে কোন পরিবর্তনের কারণে হতে পারে।

অবশ্য প্রসেসিংয়ের সময় এখন সিম্পল একটা লোডিং আইকন শো করে, ব্লাঙ্ক স্ক্রিনের পরিবর্তে। আইকনটিতে একাধিক কনট্রাস্টের ডার্কনেস রয়েছে, সম্ভব হয়েছে কারণ এই ক্যালকুলেটরের ডিসপ্লে কোয়াড টোন কনট্রাস্ট (অর্থাৎ ডার্ক, গ্রে, লাইট গ্রে, লাইট) সাপোর্ট করে। এটা একটিভ এরিয়া হাইলাইট, আরেকটু ডিটেইলড আইকনসহ কিছু নতুন এবিলিটি দিয়েছে এটা ক্যালকুলেটরটিকে।

ইউজার ইন্টারফেসে রিফাইমেন্টে এসেছে CW সিরিজে। মেনু সজ্জা, কোয়াড টোন কনট্রাস্ট, লোডিং আইকনস, এরর মেসেজ পেজসহ চমৎকার একটি ইন্টারফেস নিয়ে এসেছে 991CW। যদি 991CW এর এক্সপ্রেরিয়েন্স আপনাকে ডিপ্রেসড করে ফেলে, তবে Math Box এর নতুন ডাইস রোল ও কয়েন টস এনিমেশন আপনার ডিপ্রেশন হয়ত কিছুটা হলেও কমাতে পারবে।

Math Box, 991CW-এ যুক্ত হওয়া নতুন মোড। এখানে কয়েন টস ও ডাইস রোল সিমুলেট করার অপশন আছে। কয়েক মাস আগে আমি কয়েন টসের গ্রাফ কীভাবে নরমাল কার্ভ তৈরি করে, তার একটি এক্সপেরিমেন্ট করে নিয়নবাতিতে শেয়ার করেছিলাম, যার জন্য ৪০০ বার কয়েন টস রিয়েল লাইফে করতে হয়েছে। এধরণের ভিজুয়ালাইজেশনে সাহায্য করতে পারে Math Box। সেই সাথে QR কোড স্ক্যান করে স্মার্টফোন থেকে সরাসরি রিলেটিভ ফ্রিকুয়েন্সির হিস্টোগ্রাম জেনারেট করা যায়।

ক্যাটালগ মেনুতে আরেকটা সংযোজন আমার কাছে কাজের মনে হয়েছে, ইঞ্জিনিয়ার সিম্বল অর্থাৎ বিভিন্ন প্রিফিক্স তথা মিলি, মাইক্রো, ন্যানো, ফেমটো, গিগা, পেটা, এক্সা প্রভৃতি। আমার মত যাদের প্রিফিক্সের ভ্যালু মনে থাকে না, তাদের কাজে লাগবে।

অন্যান্য দিকের কথা বললে EX-এর কোন ফিচার এখানে মিসিং আছে বলে মনে হয়নি। তবে হয়ত কিছু ফিচার EX এর মত একইভাবে নেই।

যেহেতু এর আগে আমি ক্যাসিওর অন্য ক্যালকুলেটর ইউজ করেছি, কাজেই কিছু পরিবর্তন একদমই আমার বোধগম্য হয়নি। কেন তারা সবচেয়ে কমন কিছু ফাংশন ন্যাভিগেট করাটা তুলনামূলক কমপ্লিকেটেড করলো আমি জানি না। নাম্বারপ্যাড শর্টকাট ন্যাভিগেশন সবসময়ই মিস করছি।

যাইহোক, আমার কথা বলি। প্রায় ৮-১০ দিন হলো এই ক্যালকুলেটরটি ব্যবহার করছি। এর মধ্যে মোটামুটি দখলে চলে এসেছে এবং পরিবর্তনগুলোর সাথে অনেকটাই মানিয়ে নিয়েছি। এমনকি আমি হয়ত CW-কেই স্লাইটলি এজ দিবো পার্সোনাল প্রিফারেন্সের ক্ষেত্রে ভালোমন্দ সবকিছুর সামগ্রিক বিচারে।

কিন্তু নিশ্চিতভাবেই বলতে পারি, এই কথাটা ইন জেনারেল বলার সুযোগ নেই। বিশেষ করে যারা এডভান্স ইউজার না তারা অনেকেই নতুনভাবে শিখতে চাইবেন না এবং এর মেনুভিত্তিক ন্যাভিগেশন অনেকের ভালো লাগবে না এবং এখানে অনেক প্রয়োজনীয় অপশন ন্যাভিগেট করতে বেশি কী-প্রেস প্রয়োজন, এবং অনেক সময়ই এটা ফ্রাস্ট্রেশন উপহার দিতে পারে। কাজেই EX অনেকের জন্যই অ্যাপ্রোপ্রিয়েট অপশন হতে পারতো।

এখানেই সবচেয়ে বড় সমস্যা, অর্থাৎ, CW সিরিজ আনার সাথে 991EX ক্যাসিও ডিসকন্টিনিউ করে দিয়েছে। অথচ EX-এর চাহিদা কিন্তু প্রচুর, যার প্রমাণ হলো সেকেন্ড হ্যান্ডে EX সিরিজের ক্যালকুলেটরগুলো এখন অফিসিয়াল দামের দ্বিগুণ দামেও সেল হচ্ছে। সো, আমি জানি না আসলে 991EX ডিসকন্টিনিউ করাটা ক্যাসিওর পক্ষ থেকে কতটা লজিকাল ডিশিসন ছিলো।

মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা ভার্সিটি যেকোন পর্যায়ে নন-প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেটর হিসেবে fx-991EX সবাইকে কমনলি সাজেস্ট করার মত ছিলো। CW তেমনটা নয়। যেহেতু 991EX নেই, সেহেতু CW এর বাইরে অফিসিয়ালি দ্বিতীয় অপশন হলো fx-991ES Plus (2nd Edition)

বেসিক ইউজারররা হয়ত fx-991CW এর এক্সট্রা বার্ডেনগুলো নিতে চাইবেন না। তারা fx-991ES Plus এর দিকে যেতে পারেন। তবে এডভান্স ইউজারদের জন্য EX এর অনুপস্থিতিতে CW-ই মার্কেটে এভেইলেবল একমাত্র অপশন বলা যায়।

ক্যাসিওর বাইরে অন্য কোন ব্র্যান্ডের সমপর্যায়ের বা বেটার কোন অপশন বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালি আছে কিনা আমার জানা নেই। যদি কারো জানা থাকে, কমেন্টে শেয়ার করতে পারেন।

তবে ক্লোন কিংবা নকল ক্যালকুলেটর কেনাতে আমি সবসময়ই নিরুৎসাহিত করি। গতি ও রিলায়েবিলিটির দিক থেকে এখানে বড় ধরণের কনসার্ন থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *