পাউন্ড একককে lb দ্বারা প্রকাশ করা হয় কেন?

135 views

ভর পরিমাপের জন্য বাংলাদেশে সচারচর কিলোগ্রাম এককটি ব্যবহার হয়ে থাকে। ভরের জন্য আরো অনেক একক আছে, যেমন- আউন্স, টন, পাউন্ড প্রভৃতি। বাংলাদেশে পাউন্ড এককের ব্যবহার সাধারণ না, তবে ইউএস, ইউকে সহ অনেক দেশে এর ব্যবহার প্রচলিত। পাউন্ড কেজির প্রায় ২.২ ভাগের ১ ভাগ। আরো একুরেটলি বললে 1 পাউন্ড প্রায় 0.453592 কেজির সমতূল্য।

হয়ত আমরা লক্ষ্য করে থাকবো, পাউন্ড এককে পরিমাপ lbs বা lb দ্বারা প্রকাশ করা হয়। যেমন ৫ পাউন্ডকে 5 lb লেখা হয়। lb পাউন্ডের লিখিত সংক্ষিপ্ত রূপ। প্রশ্ন হলো পাউন্ডের সাথে lb-র সম্পর্ক কী? ইংরেজিতে পাউন্ড বানান হলো- pound। এখানে তো lb আসার আপাত কোন কারণ নেই।

এজন্য একটু পুরনো ইতিহাসে যেতে হবে। lb নির্দেশ করে ল্যাটিন শব্দ libra। লিব্রা শব্দের অর্থ হলো পাল্লা বা নিক্তি (scales / balance)। প্রাচীন রোমে লিব্রা নামে একটি একক ছিলো। লিব্রা এককে পরিমাপ বোঝানোর জন্য ‘libra pondo’ এক্সপ্রেশনটি ব্যবহার হত, যার অর্থ- লিব্রা এককে পরিমাপকৃত ওজন। এই এক্সপ্রেশনটির প্রোটো-জার্মানিক ভাষার রূপান্তর থেকে পাউন্ড শব্দটি উদ্ভব হয়েছে।

লিব্রা একক আর বর্তমান পাউন্ডের পরিমাপ অবশ্য এক নয়। বর্তমানের 1 পাউন্ড প্রায় 1.40431 রোমান লিব্রার সমান।

সোর্স: উইকিপিডিয়া

2 Comments

    • উৎসাহমূলক কমেন্টের জন্য শুকরিয়া। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *