
নিয়ন টেক আপডেট, ৩য় সপ্তাহ (৯ জুুলাই ২০২২ – ১৫ জুলাই ২০২২)
JWST-র প্রথম ছবি, উইন্ডোজ ১২-র সম্ভাবনা, ৯৬ কোরের সিপিইউ, নাথিং ফোন (1) এর রিলিজ, ফেসবুকে অ্যাকাউন্টে ৫ প্রোফাইল যুক্ত করার ফিচার এবং সপ্তাহের আরো আকর্ষণীয় খবরাখবর
JWST-র প্রথম ছবি, উইন্ডোজ ১২-র সম্ভাবনা, ৯৬ কোরের সিপিইউ, নাথিং ফোন (1) এর রিলিজ, ফেসবুকে অ্যাকাউন্টে ৫ প্রোফাইল যুক্ত করার ফিচার এবং সপ্তাহের আরো আকর্ষণীয় খবরাখবর
টুইটারের চুক্তি বাতিল, হোয়াটসঅ্যাপের নতুন ফাংশনালিটি, আসুসের নতুন ফোন এবং আরো খবর...
Nothing Phone (1), ওয়ালটনের নতুন ল্যাপটপ, সিম্ফনির নতুন স্মার্টফোন, 3 nm চিপ প্রোডাকশন, গুগলের কিছু খবর এবং এ সপ্তাহের আরো প্রযুক্তি সংবাদ...
জুলাই ২০২২ থেকে Google Workspace for Education-এর গ্রাহকদের জন্য গুগলের নতুন পলিসি প্রযোজ্য হচ্ছে, যেখানে প্রতিটি স্কুল বা ইউনিভার্সিটির জন্য সর্বমোট ১০০ টেরাবাইট স্টোরেজ বরাদ্দ দেয়া হয়েছে। গুগলের কথা অনুযায়ী যা প্রায় ১০০ মিলিয়ন ডকুমেন্ট, ৮ মিলিয়ন প্রেজেন্টেশন অথবা ৪ লাখ ঘন্টার ভিডিও-র জন্য যথেষ্ট হবে। এখানে একটা স্যাড বাট ফান ফ্যাক্ট শেয়ার না করে পারছি না, যেভাবেই হোক, আমাদের ভার্সিটির শুধু একজন সিনিয়র ভাই ১৫৩ টেরাবাইটের বেশি স্টোরেজ ব্যবহার করেছিলেন, যা গুগলের পুরো প্রতিষ্ঠানের জন্য নতুন বরাদ্দের দেড়গুণ। 1 MBPS স্পিডে এই পরিমাণ আপলোড করতে প্রায় ৫ বছর সময় প্রয়োজন। দুঃখজনকভাবে গুগলের নতুন পলিসির কারণে তা এখন হারাতে হয়েছে। যাইহোক, নতুন নিয়মে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান ১০০ টেরাবাইট বেজলাইন শেয়ার্ড স্টোরেজ পাবে। পাশাপাশি প্রতিটি টিচিং ও লার্নিং লাইসেন্স ক্রয়ের জন্য ১০০ গিগাবাইট ও প্রতিটি এডুকেশন প্লাস লাইসেন্সের জন্য ২০ গিগাবাইট স্টোরেজ শেয়ার্ড পুলে যুক্ত হবে। যদি কোন ডোমেইনের অধীনে মোট ব্যবহৃত স্টোরেজ বরাদ্দ থেকে ২৫% বেশি হয়ে যায়, অথবা ১৪ দিনের…
২০২০ সালের ডিসেম্বরে টেলিগ্রামের প্রতিষ্ঠাতা সিইও ডুরভ পাভেল টেলিগ্রামের পরবর্তী পথ পরিকল্পনা তুলে ধরেছিলেন, যেখানে প্রিমিয়াম সাবস্ক্রিপশন মডেল ও পাবলিক চ্যানেলে বিজ্ঞাপন প্রদর্শনের বিষয়টি উঠে আসে। এরপর ২০২১-এর শেষের দিকে এখানে এডভার্টাইজেশন চালু হয়। বর্তমানে টেলিগ্রামের মাসিক ইউজার সংখ্যা ৭০ কোটি ছাড়িয়েছে এবং এর সাথে ২১ জুন, solstice এর দিন থেকে যুক্ত হয়েছে প্রিমিয়াম সাবস্ক্রিপশন ফিচার। টেলিগ্রামের পূর্বের সব ফিচার আগের মতই ফ্রি থাকছে। প্রিমিয়াম ইউজারদের জন্য অধিকাংশ লিমিট দ্বিগুন করা হয়েছে, যেমন ২ জিবির পরিবর্তে ৪ জিবি পর্যন্ত ফাইল শেয়ারিং, বায়ো ও ক্যাপশনে দ্বিগুন ক্যারেক্টার লিমিট প্রভৃতি। পাশাপাশি প্রিমিয়াম ইউজাররা ভয়েস টু টেক্সট কনভার্সন, চ্যাট লিস্ট ও চ্যাট পেজে এনিমেটেড প্রোফাইল পিকচার, লিমিটহীন ডাউনলোড স্পিড, এডভান্সড চ্যাট ম্যানেজমেন্ট, প্রিমিয়াম রিয়েকশন ও স্টিকার্স প্রভৃতি ফিচারগুলো পাবেন। টেলিগ্রামের নতুন আপডেটের বিস্তারিত: 700 Million Users and Telegram Premium
ফায়ারফক্স অনুরাগীদের জন্য আনন্দের সংবাদ হলো মঙ্গলবার উন্মুক্ত হয়েছে একসময়ে মার্কেটে আধিপত্য করে বেড়ানো ব্রাউজার ফায়ারফক্সের শততম ভার্সন। যদিও বড় রকম কোন চমক শততম ভার্সন নিয়ে আসেনি, তবে ১৭ বছরের ডেভেলোপমেন্টের ধারাবাহিকতায় বেশ কিছু ‘কোয়ালিটি অফ লাইফ’ ইমপ্রুভমেন্ট থাকছে এই ভার্সনে। নতুন ফিচারগুলোর মধ্যে আকর্ষণীয় একটি হলো Picture-in-Picture মোডে সাবটাইটেল সমর্থন যুক্ত হয়েছে। YouTube, Prime Video, Netflix-এর ভিডিওতে এই সমর্থন পাওয়া যাবে, পাশাপাশি Coursera.org-সহ যে ওয়েবসাইটগুলো ভিডিও ক্যাপশনে WebVTT প্রযুক্তি ব্যবহার করে সেখানেও PiP মোডে সাবটাইটেল সমর্থন করবে। লিনাক্স ও উইন্ডোজ ১১-তে বাই ডিফল্ট এখন থেকে স্ক্রলবার কোন জায়গা নিবে না। স্ক্রলিংয়ের সময় ওভারলে হিসেবে প্রদর্শিত হবে। যদি ওয়েবসাইট সমর্থন করে, তবে ওয়েবসাইটের জন্য প্রিফার্ড কালার স্কিম ডার্ক/লাইট অথবা সিস্টেম বা ফায়ারফক্স থিমকে ফলো করবে হিসেবে সেট করা যাবে। আরো বেশ কিছু ইমপ্রুভমেন্ট এসেছে ফায়ারফক্সের এই ভার্সনে। বিস্তারিত দেখুন: রিলিজ নোটস
স্নাপড্রাগন ৬৬৫ এর সাথে দারুণ একটি স্মার্টফোন আসলো ‘ওয়ালটন এস৮ মিনি’ নামে! ৫০০০ এম.এ.এইচ-এর এই ফোনটিতে প্রথমবারের মতো আসছে ওয়ালটনের নিজস্ব ইউ.আই ‘ভিস্মার্ট’ পিছনে চারটি ক্যামেরা ও সামনে ১৩ এম.পি ক্যামেরা নিয়ে এসেছে ফোনটি। ফুল এইচডি+ রেজুলেশনের এই ফোনটি ৩টি কালারে পাওয়া যাবে এর র্যাম ভ্যারিয়েন্ট রয়েছে দুইটি, ৪/৬৪ এবং ৬/৬৪। র্যাম এক্সপান্ড করা যাবে ২৫৬ জিবি পর্যন্ত।তবে একইসাথে দুইটি সিম ও মেমোরি ব্যবহার করতে পারা যাবে,যা খুব-ই ভালো ব্যাপার। এপ্রিল ২০১৯ এ রিলিজ হওয়া চিপসেট স্নাপড্রাগন ৬৬৫ এর সাথে আসায় অনেকে একটু হতাশ হয়েছেন হয়তো।তবে চিপসেট পুরাতন হওয়ায় ভালো অপটিমাইড ও কমদামে পাওয়ার সম্ভাবনা থাকে।তাছাড়া এই চিপসেটটি বাজেট অনুযায়ী ভালো পারফরম্যান্স ও ব্যাটারি ব্যাকআপ দিয়ে প্রশংসা কুড়িয়েছে আরো আগেই…
ওয়ালটন তাদের এইচএম সিরিজের নতুন স্মার্টফোন প্রিমো এইচএম৬ বাজারে নিয়ে এসেছে। এমনকি ওয়ালটন এর অফিসিয়াল অনলাইন স্টোর ওয়ালটন ই-প্লাজা থেকে এই নতুন স্মার্টফোনটি প্রি-বুকিং দিলে স্মার্টফোনের দামের ওপর পেয়ে যাবেন ফ্ল্যাট ১০০০ টাকা ডিসকাউন্ট! প্রিমো এইচএম৬ এর প্রি সেলে ৮৮৯৯ টাকার এই স্মার্টফোন পাবেন ৭৮৯৯ টাকায়! নতুন এই প্রিমো এইচএম৬ স্মার্টফোনে থাকছে বাজেট ক্রেতাদের জন্য ওয়ালটন কিছু আকর্ষণীয় ফিচার, প্রধান একটি ফিচার হিসেবে বলা যায় ফোনটির ৬০০০ এমএএইচ ব্যাটারি। করোনা ভাইরাসের প্রকোপে যেখানে সারা দেশের শিক্ষাব্যবস্থা গৃহবন্দী এবং অনলাইন নির্ভর; সেখানে এই প্রিমো এইচএম৬ এর ২০ঃ৯ এস্পেক্ট রেসিও সমৃদ্ধ ৬.৫২ ইঞ্চি সাইজের আইপিএস ডিসপ্লে এবং বিগ ব্যাটারি শিক্ষার্থীদের দারুন সুবিধা দিবে!‘গুগল অ্যাসিস্ট্যান্ট’ ব্যবহার করাকে আরও উৎসাহিত করবার জন্য স্মার্টফোনটিতে পাওয়া যাবে একটি ডেডিকেটেড গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন! তো চলুন একনজরে দেখে নেই প্রিমো এইচএম৬ স্মার্টফোনে যা যা থাকছেঃ ২০ঃ৯ এস্পেক্ট রেসিও সমৃদ্ধ ৬.৫২ ইঞ্চি ভি-নচ আইপিএস ডিসপ্লে এআরএম করটেক্স এ-৫৫ ভিত্তিক, ১.৬ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর ২ জিবি র্যাম এবং ৩২ জিবি…
JingOS খুব সম্ভবত অনেকের কাছেই অপরিচিত হয়ে থাকবে এবং খুব সম্ভবত লিনাক্স স্মার্টফোন বিষয়টিও কারো কারো কাছে নতুন। ওয়েল, যারা লিনাক্সের সাথে তেমন পরিচিত নন, তাদের জন্য আমার বিশেষ সাজেশন থাকবে এই লেখাটি। আর আমরা যদি লিনাক্স ফোনের কথা বলি, এখনো লিনাক্স ফোন ততটা জনপ্রিয় হয়নি। তবে দুটো ডিভাইস কিন্তু ইতোমধ্যে অনেকটা অগ্রসর হয়েছে- PinePhone, যেখানে ডিফল্ট ওএস হিসেবে Plasma Mobile-কে বেছে নেয়া হয়েছে এবং Librem 5, যেখানে তারা নিজেদের ডেভেলোপকৃত PureOS ব্যবহার করছে। এদের নিয়ে আরো জানতে সিম্পলি অনলাইনে সার্চ করুন, আমরা JingOS-এর প্রসঙ্গে আসি। JingOS ট্যাবলেটের জন্য বিশেষায়িত প্রথম লিনাক্স ওএস এবং এটি সিক্রেট নয় যে, তারা আইপ্যাড থেকে ইন্সপিরেশন নিয়ে JingOS তৈরি করেছেন। এখানে KDE Plasma ডেস্কটপের কাস্টমাইজড ভার্সন ব্যবহার হয়। এখন পর্যন্ত এটি আর্লি ডেভেলোপমেন্টে আছে, অবশ্যই দৈনন্দিন ব্যবহারের জন্য মোটেও তৈরি নয়। এর সর্বশেষ ভার্সনটি হলো v0.8। তো যাই হোক, সম্প্রতি তারা তাদের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে একটি স্মার্টফোনে JingOS v0.6 ডেমো…
অনলাইন ক্লাস হোক কিংবা অনলাইন মিটিং, বিগ ডিসপ্লে স্মার্টফোন ব্যতীত সম্পূর্ণ অভিজ্ঞতা পাওয়া বলাই বাহুল্য! বর্তমান কোভিড পরিস্থিতিতে সারাবিশ্ব সহ আমাদের দেশের এমন অবস্থা তৈরি হয়েছে যে, শিক্ষা ব্যবস্থা আগের চাইতে অনেক বেশি অংশে অনলাইন নির্ভর হয়ে পড়েছে, এমন সময় দেখা যাচ্ছে বাসার ছোটো সোনামণিদেরও অনলাইন ক্লাসের জন্য একটি স্মার্টফোন লাগছে। সুতরাং আপনি যদি অনলাইন ক্লাসের জন্য একটি স্মার্টফোন কিনতে চান, অবশ্যই মাথায় রাখবেন সেই স্মার্টফোনটি যেন বড় ডিসপ্লে সমৃদ্ধ হয়। এরকম প্রয়োজনের খাতিরে না হলেও অনেকে ব্যক্তিগতভাবে ইউজার এক্সপেরিয়েন্সের জন্যেও বিগ ডিসপ্লে স্মার্টফোন পছন্দ করেন। এই লেখায় আমরা বাজেটের ভেতর সেরা কয়েকটি বিগ ডিসপ্লে স্মার্টফোন নিয়ে আলোচনা করব। Primo NF5 প্রিমো এনএফ৫ ওয়ালটনের সাম্প্রতিক সময় লঞ্চ হওয়া একটি স্মার্টফোন। স্মার্টফোনটিতে পাওয়া যাবে প্রায় ৭ ইঞ্চির কাছাকাছি ডিসপ্লে! এতে দেয়া হয়েছে ৬.৮২ ইঞ্চি ইন্সেল আইপিএস প্যানেলের ২০ঃ৯ রেসিও সমৃদ্ধ একটি ডিসপ্লে। সুতরাং নিঃসন্দেহে ডিসপ্লে সাইজের দিক দিয়ে এটি স্মার্টফোন কাম ফ্যাবলেট। যারা দারুন ডিজাইন, ক্যামেরা এবং বাজেটে একটি বিগ ডিসপ্লে…
ফোল্ডেবল ইনোভেশনে স্যামসাং এবং হুয়াওয়ে’র হাতছানি হয়েছিলো অনেক আগেই। এখন তো অন্যান্য ব্র্যান্ড ও ফোল্ডেবল ফোন নিয়েই কাজ করছে, তবে সবচেয়ে ইনোভেটিভ এবং সবচেয়ে বেটার ফোল্ডেবল ম্যাকানিজাম কিন্তু স্যামসাং আর হুয়াওয়ে’রই থাকে। প্রায় ১.৫ বছর আগে ম্যাট এক্স নিয়ে বাজারে স্যামসাংয়ের ফোল্ডেবল ফোনের প্রতিদ্বন্দ্বী গড়ে উঠেছিলো তারা। এবার তারই সাক্সেসর আসছে ২২ফেব্রুয়ারী ২০২১ তারিখে, যা অফিসিয়ালি জানানো হয়েছে। হুয়াওয়ের মত ব্র্যান্ড থেকে ইনোভেটিভ কিছু আসবে, নতুনত্ব থাকবে এমনটাই আশা করা যায়। কী থাকতে পারে এখানে? কয়েকটি ব্লগারের লিক অনুযায়ী এতেও থাকবে হুয়াওয়ে ম্যাট ৪০ প্রো’র কিরিন ৯০০০ চিপ্সেট। তাছাড়া, ডিসপ্লে এবং ডিজাইনেও থাকতে পারে পরিবর্তন। অবশ্য এখনো নিশ্চিত বিস্তারিত জানা যায়নি। আমেরিকার ব্যানের পর গুগল সার্ভিস ছাড়াই স্মার্টফোন নিয়ে কাজ করতে হচ্ছে হুয়াওয়েকে। বর্তমানে গ্লোবালি হুয়াওয়ে’র মারকেট শেয়ার কমে গেলেও, চীনে তারা খুন ভালোভাবেই মারকেট ডমিনেট করে যাচ্ছে। দেখা যাক, হুয়াওয়ে’র মতো ব্র্যান্ড কি নিয়ে আসতে পারে তাদের কাস্টোমারদের প্রতি। ছবি: Huawei China
গ্যালাক্সী ‘এস’ এবং ‘নোট’ সিরিজের পরই স্যামসাংয়ের সবচেয়ে হিট বা সবচেয়ে পরিচিত ‘এ’ সিরিজ। মূলত, ‘এ’ সিরিজে স্যামসাংয়ের মূল ফোকাস মিড্রেঞ্জ বাজেট রেঞ্জে তাদের মারকেট ধরে রাখা। লাস্ট ইয়ার গ্যালাক্সী এ৫১ বেশ পপুলার ছিলো উভয় বাংলাদেশ এবং বিশ্বের প্রায় সকল দেশেই। TENNA সার্টিফিকেশনে তারই সাক্সেসর গ্যালাক্সী এ৫২ স্পটেড হয়েছে তাহলে কী থাকছে এই ফোনে? আসলেও কি মিড্রেঞ্জ বাজেট রেঞ্জে আবারো বাজার দখল করবে এটি? লিকড স্পেক্স- – ৬.৪ইঞ্চ সুপার এমোলেড পাঞ্চহোল এমোলেড স্ক্রিন, যেটি আগের গ্যালাক্সী এ৫১ এর থেকে ছোট হলেও বেশ কম্প্যাক্ট সাইজের – ব্যাটারি হিসেবে 4500mAh ব্যাটারি রয়েছে, যা আগের তুুলনায় ৫০০mah বেশী বড় অপারেটিং সিস্টেম হিসেবে থাকতে পারে এন্ড্রয়েড ১১ এবং One u.i 3.0 থাকতে পারে ফোন টিতে। তবে, চিপ্সেট হিসেবে কি ব্যবহৃত হবে তা এখনো জানা যায়নি ছবি-TENNA
ফাইন্ড এক্স ৩ প্রো নামে কয়েকদিন আগেই একটি ফোন স্পটেড হয়েছে অনলাইনে। অপো’র মতো ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ ফোনে কি থাকতে পারে? অন্যান্য ব্র্যান্ডের মতোই কি তারা তাদের ফ্ল্যাগশিপ ফোনে ভালো কিছু অফার করছে? জানতে হলে পড়ুন এই ব্লগটি। সমপ্রতি একটি স্ক্রিনশট প্রকাশিত হয়েছে ফাইন্ড এক্স ৩ প্রো’র স্পেসিফিকেশন্স সম্পর্কে। যেটি কিনা সেই ডিভাইসেই তোলা- স্পেক্স দেখে মনে হচ্ছে, এটিও অন্যান্য ব্র্যান্ডের মতোই ফ্ল্যাগশিপ ফিচার্স এবং এক্সপেরিয়েন্স দিতে পারবে সাধারণভাবেই। কি থাকছে এই ফাইন্ড এক্স ৩ প্রো তে? লিকড স্পেসিফিকেশন্স- – কোডনেম- Lahaina – চিপ্সেট- Snapdragon 888 – অপারেটিিং সিস্টেম- Android 11 আরো থাকছে কালার ওএস ১১.২ যেটি এই ফোনের সাথেই দেখতে পাওয়া যাবে সর্বপ্রথম – এছাড়া কোয়াড এইচডি+ ডিসপ্লে এবং ১২জিবি এলপিডিডি আর ৫ র্যাম আরো কিছু ফোনের স্ক্ররিনশট নিচে দেওয়া হয়েছে সোর্স: DoT (টেলিগ্রাম)
উবুন্টুর বর্তমান ইন্সটলার, আমাদের অতি পরিচিত ‘Ubiquity’ প্রথম আনা হয়েছিলো উবুন্টু ১০.০৪-এ, এবং এখন, প্রায় ১১ বছর পর, উবুন্টু কাজ করছে সম্পূর্ণ নতুন, আরো আধুনিক একটি ইন্সটলার নিয়ে। অক্টোবরে প্রকাশিতব্য উবুন্টু ২১.১০-তে একটি প্রাথমিক সংস্করণ পরীক্ষামূলকভাবে আনার এবং এরপর পরবর্তী এলটিএস ২২.০৪-এ নতুন ইন্সটলার নিয়ে আসার পরিকল্পনা রয়েছে। উবুন্টু ডিসকোর্সে নতুন ইন্সটলার নিয়ে কিছু পরিকল্পনা ও তথ্য শেয়ার করেছে উবুন্টু ডেস্কটপ লিড মার্টিন উইনপ্রেস। নতুন ইন্সটলার নিয়ে আসার মূল কারণ হলো Ubiquity সময়ের বিবেচনায় এখন পুরনো হয়ে গেছে, এবং বলা হচ্ছে, এর আদিকালের কোডবেজের জন্য একে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যাচ্ছে। উবুন্টু ডেস্কটপ টিম ও ক্যানোনিকেল ডিজাইন টিম এখানে কাজ করছে, নতুন এই ইন্সটলারে ফ্লাটার (Flutter) ও কার্টিন (Curtin) ব্যবহারের পরিকল্পনা রয়েছে। তাছাড়া উবুন্টু সার্ভারের জন্য তৈরি Subiquity ইন্সটলার থেকে এটি সহায়তা নিতে পারে। Ubiquity বেশ চমৎকার একটি ইন্সটলার, তবে আরো আধুনিক কিছু দিয়ে এটিকে রিপ্লেস করাটা সম্ভবত প্রয়োজন ছিলো। এক্ষেত্রে আরো বেশ কিছু ইন্সটলার ইতোমধ্যেই আছে, যেমন, মানজারোর Calamares…
২০২০ সাল, ওয়ানপ্লাসের জন্য ফ্ল্যাগশিপ কিলার থেকে টুরু ফ্ল্যাগশিপ হয়ে ওঠার বছর, কেননা এবছর প্রথমবারের মতো ওয়ানপ্লাস ৮ প্রো দিয়ে ফ্ল্যাগশিপ মারকেটে এসেছিলো তারা। ২০২১ সালের কি কি পরিকল্পনা আছে ওয়ানপ্লাসের? নতুন লিক অনুসারে ২০২১ সালের প্রথম কোয়ার্টারে আসতে পারে নতুন এবং কাঙ্খিত ওয়ানপ্লাস ৯ সিরিজ। আগের বারের মতো এবারো সিরিজে থাকছে একটি ‘প্রো’ ভেরিয়েন্ট, আর একটি সাধারণ। তবে, প্রথমবারের মতো এন্ট্রি ঘটতে পারে ‘ওয়ানপ্লাস ৯এস.ই’ অথবা ‘ওয়ানপ্লাস ৯ই’ এর। এখন পর্যন্ত এটি কেবল একটি লিক, তাই শিউরভাবে কিছু বলা সম্ভব না। আমাদের কাছে এখনো ‘ওয়ানপ্লাস ৯ই’ বা ‘ওয়ানপ্লাস ৯এস.ই’ এর স্পেসিফিকেশন্স স্পষ্ট নয়। তবে ওয়ানপ্লাস ৯ এবং ওয়ানপ্লাস ৯ প্রো’র মোটামুটি কনফার্ম লিক এসেছে বিভিন্ন টিপস্টার থেকে। তাহলে কি থাকছে এই দুটি ফোনে? আদৌ কি এক জেনারেশন থেকে আপডেটেড? নাকি শুধু নাম্বারেই আসবে আপগ্রেড? লিক স্পেসিফিকেশন অনুযায়ী ওয়ানপ্লাস ৯ এর স্পেসিফিকেশন হতে পারে: ডিসপ্লে: ৬.৫৫ইঞ্চ এমোলেড ডিসপ্লে, যেটি এর আগের ওয়ানপ্লাস ৮ এর মতোই কার্ভড। তবে আপগ্রেড থাকবে এর…
Republic of Gamers তথা ROG সিরিজটি গেমিং স্মার্টফোনের জগতে সবচেয়ে পরিচিত একটি নাম। মাসছয়েক আগে এই সিরিজের তৃতীয় ফোন ROG Phone 3 রিলিজ করেছিলো এসুস। এবং এখন এই তাইওয়ানিজ ব্র্যান্ডটি কাজ করছে ROG Phone 5 নিয়ে, যা ইতোমধ্যেই চীনের TENAA (Telecommunication Equipment Certification Center)-তে দেখা গিয়েছে। প্রকাশ হয়েছে এর প্রধান কিছু স্পেক্স ও ছবি। এটি অবশ্য এখনো পুরোপুরি নিশ্চিত নয়, তবে সম্ভবত এবার তারা 4 না এনে সরাসরি ROG Phone 5 নিয়েই হাজির হবে। আসলে চীনে 4 একটি অশুভ সংখ্যা ধরা হয়, আর তাইওয়ান চীনের একটি অঙ্গরাজ্য হিসেবে এসুস নাম্বারটি স্কিপ করতে পারে। আরো কিছু কোম্পানি, যেমন ওয়ানপ্লাসও কিন্তু কখনোই OnePlus 4 আনেনি। যাইহোক, ROG Phone 5 এর মডেল নাম্বার হলো I005DA। রগে রগে যাদের গেমিং বইছে, ROG সিরিজের ফোনগুলো তাদের জন্য সর্বোচ্চ পারফর্মেন্স ও হাই এন্ড স্পেক্সের সমন্বয়ে তৈরি হয়। এবারও ROG 5-এ তেমনটিই হচ্ছে, এখানে থাকছে দি লেটেস্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮। ডিসপ্লে সেকশনে রেজ্যুলেশন FHD+ নাকি QHD+ যদিও…
এর আগে উবুন্টু ১৭.১০-তে উবুন্টু ডিসপ্লে সার্ভার হিসেবে X.Org থেকে Wayland-এ সুইচ করে। তবে তখনও সবকিছু ওয়েল্যান্ডের জন্য যথেষ্ট প্রস্তুত না হওয়ায় পরবর্তী এডিশনে পুনরায় ডিফল্ট হিসেবে X.Org-এ ফিরে আসে উবুন্টু। তবে এবার তারা আবারো ওয়েল্যান্ডে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, অর্থাৎ, পরবর্তী উবুন্টু ২১.০৪ সংস্করণে ডিফল্ট ডিসপ্লে ম্যানেজার থাকার কথা ওয়েল্যান্ড। ওয়েল্যান্ড একটি ডিসপ্লে সার্ভার প্রটোকল, যা এতদিন ব্যবহৃত এক্স.অর্গের একটি সিম্পল ও মডার্ন রিপ্লেসমেন্ট। যদি কারো তাত্ত্বিকভাবে এ বিষয়ে বিস্তারিত জানার ইচ্ছে থাকে, সেক্ষেত্রে উইকিপিডিয়া আপনাকে সাহায্য করতে পারে। তুলনামূলক নতুন হওয়ায় শুরুতে ওয়েল্যান্ড নিয়ে কিছু সীমাবদ্ধতার মুখোমুখি অবশ্যই হতে হয়েছে, যেমন উবুন্টু ১৭.১০-তে জিপার্টেডসহ বিভিন্ন জনপ্রিয় অ্যাপ ব্যবহারের জন্য এক্স.অর্গ সেশনে সুইচ করে নিতে হত। তবে ওয়েল্যান্ড খুব দ্রুত ডেভেলোপ হচ্ছে এবং সামনের দিনে লিনাক্সের জগতে হয়ত এটাই সবচেয়ে প্রচলিত ডিসপ্লে সার্ভার হিসেবে জায়গা করে নিতে পারে। ফিডোরাসহ কিছু ডিস্ট্রো আরো আগে থেকেই ডিফল্ট ওয়েল্যান্ড ব্যবহার করে আসছে। এক্স.অর্গ সময়ের সাথে যে ওয়েল্যান্ড দিয়ে রিপ্লেস হয়ে যাবে, এটা…
স্মার্টফোন ব্র্যান্ডগুলোর মধ্যে আমি সবসময়ই দেশীয় ব্র্যান্ডগুলো নিয়ে বেশি আগ্রহ বোধ করি, হয়ত এদিক দিয়ে আর অনেকের থেকে আমি ব্যতিক্রম। তো, দেশীয় ব্র্যান্ডগুলোর আপকামিং স্মার্টফোনগুলো নিয়ে জানার জন্য গীকবেঞ্চ প্রায়সময়ই ভালো একটি সোর্স এবং গীকবেঞ্চে ওয়ালটনের কিছু স্মার্টফোন দেখে আমি সত্যি খুবই এক্সাইটেড। ১. আসছে Walton Primo RX8 ও RX8 Mini এই ডিভাইসদুটো নিয়ে আমি আগেই একটি পোস্ট করেছিলাম, দেখে নিতে পারেন এখান থেকে। RX8 Mini-তে SD660 প্রসেসর থাকছে। এখন কিন্তু আর SD660 ব্যবহার হয় না, পরবর্তীতে এর রিপ্লেসমেন্ট হিসেবে SD665 ও আরো পরে SD662 এসেছে। আপনি হয়ত জানেন, RX7 Mini ছিলো Nokia 5.1 Plus (X5) এর রিব্র্যান্ড। কাজেই এটা RX7 Mini-র মতই একটি রিব্র্যান্ডিং হবে তা সহজেই বোধগম্য। সে হিসেবে হয়ত এটা Nokia 7 Plus বা 7.2 এর রিব্র্যান্ড হওয়ার সম্ভাবনা থাকে। দেখা যাক! কিছুদিন আগে RX7 ২২% ডিসকাউন্টে উইন্টার সেলে দেয়া হয়েছিলো, যেটা আমার কাছে একটা ক্লিয়ারেন্স সেলের মত মনে হয়েছে, অর্থাৎ, RX8 হয়ত তুলনামূলক আগেই আসবে, হয়ত…
টেকলাভারদের Walton RX7 Mini-র কথা কোনভাবেই ভুলে যাওয়ার কথা না। শুরুতে ৭৮০০ টাকার মধ্যে Helio P60 দিয়ে এন্ট্রি লেভেল স্মার্টফোন দুনিয়ায় তুফান লাগিয়ে দিয়েছিলো এই ডিভাইস। RX7 অবশ্য সে তুলনায় তত চমকপ্রদও ছিলো না, কেননা, ১৪০০০ টাকায় Helio P23 দেয়া হয়েছিলো সেখানে, অবশ্য বাদবাকি ভালোই ছিলো। এবং প্রায় বছরদেড়েক হয়ে গেছে তারপর, আর এবার ওয়ালটন সম্ভবত আবারো তুফান বইয়ে দিতে আনতে চলেছে Walton Primo RX8 Mini, আর হতে পারে এটা এমনকি RX7 Mini-কেও ছাড়িয়ে যাবে! অবশ্য বিপরীতে RX8 মনে হচ্ছে RX7 থেকেও পিছিয়ে থাকবে। অবশ্যই অফিসিয়াল কোন অ্যানাউন্সমেন্ট এই ডিভাইসগুলোর হয়নি, তবে গীকবেঞ্চে তালিকাভুক্ত হয়েছে। Walton Primo RX8-এ Helio P22 চিপসেট নিয়ে এসেছে। RX7-এ FHD+ ডিসপ্লে ছিলো, কিন্তু RX8-এ থাকা সম্ভব না, কেননা Helio P22 HD+ পর্যন্তই সমর্থন করে। র্যাম থাকছে ৪ জিবি। গীকবেঞ্চে সিঙ্গেল কোর স্কোর প্রায় ১৫০ ও মাল্টিকোরে ৯০০-র কাছাকাছি। অ্যান্ড্রয়েড ভার্সন 10.0। বাদবাকি জানিনা। RX7-এর দাম ইনিশিয়ালি ছিলো ১৪০০০ টাকা। এরপর দাম হয় ১৩০০০। খুব সম্ভবত…
আমি জানতাম 400 হলো স্ন্যাপড্রাগনের এন্ট্রি লেভেল একটি সিরিজ, 600 হলো মিডরেঞ্জ, 700 হায়ার মিডরেঞ্জ, 800 ফ্ল্যাগশিপ সিরিজ। কিন্তু এখন দেখছি তারা 800 বাদে বাকি সিরিজগুলো মিক্সআপ করে ফেলছে, এর আগে 400 সিরিজে SD460 আনা হয়েছিলো, যেটা বলা যায় SD665 এর লোয়ার ক্লক ভার্সন, তারপর এখন SD480 তে এসে আমরা 400 সিরিজেও 5G দেখতে পাচ্ছি। যখন দেখলাম স্ন্যাপড্রাগন তাদের 400 সিরিজে একটি 5G SoC এনেছে, তখন প্রথমে ভাবলাম তাহলে কি এখন সময় আসছে এন্ট্রি লেভেলেই 5G-র সূচনা হওয়ার? তবে বাদবাকি স্পেক দেখে আর এমনটা মনে হলো না, কেননা, SD480, 400 সিরিজে আসলেও এটি একটি মিডরেঞ্জ চিপসেট, আর আমার মনে হয় না, ২০-২২ হাজারের নিচের ডিভাইসে খুব দ্রুত এই চিপসেট দেখা যাবে। শুধু 5G-ই এর বিশেষত্ব নয়, এটা অনেকটা SD720G, SD730G এর কাছাকাছি। এখানে থাকছে দুটি Kryo 460 Gold (A76) @ 2.0 GHz আর ৬টি Kryo 460 Silver (A55) @ 1.8GHz। GPU হিসেবে থাকছে Adreno 619, যা একটি হাই এন্ড জিপিইউ।…