গ্যালাক্সী ‘এস’ এবং ‘নোট’ সিরিজের পরই স্যামসাংয়ের সবচেয়ে হিট বা সবচেয়ে পরিচিত ‘এ’ সিরিজ। মূলত, ‘এ’ সিরিজে স্যামসাংয়ের মূল ফোকাস মিড্রেঞ্জ বাজেট রেঞ্জে তাদের মারকেট ধরে রাখা। লাস্ট ইয়ার গ্যালাক্সী এ৫১ বেশ পপুলার ছিলো উভয় বাংলাদেশ এবং বিশ্বের প্রায় সকল দেশেই। TENNA সার্টিফিকেশনে তারই সাক্সেসর গ্যালাক্সী এ৫২ স্পটেড হয়েছে
তাহলে কী থাকছে এই ফোনে? আসলেও কি মিড্রেঞ্জ বাজেট রেঞ্জে আবারো বাজার দখল করবে এটি?
লিকড স্পেক্স-
– ৬.৪ইঞ্চ সুপার এমোলেড পাঞ্চহোল এমোলেড স্ক্রিন, যেটি আগের গ্যালাক্সী এ৫১ এর থেকে ছোট হলেও বেশ কম্প্যাক্ট সাইজের
– ব্যাটারি হিসেবে 4500mAh ব্যাটারি রয়েছে, যা আগের তুুলনায় ৫০০mah বেশী বড়
অপারেটিং সিস্টেম হিসেবে থাকতে পারে এন্ড্রয়েড ১১ এবং One u.i 3.0 থাকতে পারে ফোন টিতে। তবে, চিপ্সেট হিসেবে কি ব্যবহৃত হবে তা এখনো জানা যায়নি
ছবি-TENNA