আমি জানতাম 400 হলো স্ন্যাপড্রাগনের এন্ট্রি লেভেল একটি সিরিজ, 600 হলো মিডরেঞ্জ, 700 হায়ার মিডরেঞ্জ, 800 ফ্ল্যাগশিপ সিরিজ। কিন্তু এখন দেখছি তারা 800 বাদে বাকি সিরিজগুলো মিক্সআপ করে ফেলছে, এর আগে 400 সিরিজে SD460 আনা হয়েছিলো, যেটা বলা যায় SD665 এর লোয়ার ক্লক ভার্সন, তারপর এখন SD480 তে এসে আমরা 400 সিরিজেও 5G দেখতে পাচ্ছি।
যখন দেখলাম স্ন্যাপড্রাগন তাদের 400 সিরিজে একটি 5G SoC এনেছে, তখন প্রথমে ভাবলাম তাহলে কি এখন সময় আসছে এন্ট্রি লেভেলেই 5G-র সূচনা হওয়ার? তবে বাদবাকি স্পেক দেখে আর এমনটা মনে হলো না, কেননা, SD480, 400 সিরিজে আসলেও এটি একটি মিডরেঞ্জ চিপসেট, আর আমার মনে হয় না, ২০-২২ হাজারের নিচের ডিভাইসে খুব দ্রুত এই চিপসেট দেখা যাবে।
শুধু 5G-ই এর বিশেষত্ব নয়, এটা অনেকটা SD720G, SD730G এর কাছাকাছি। এখানে থাকছে দুটি Kryo 460 Gold (A76) @ 2.0 GHz আর ৬টি Kryo 460 Silver (A55) @ 1.8GHz। GPU হিসেবে থাকছে Adreno 619, যা একটি হাই এন্ড জিপিইউ। এটি 8nm ট্রানজিস্টর সাইজের কোরে তৈরি, তো পাওয়ার ইফিশিয়েন্সিও খুব ভালো হবে বলেই এক্সপেক্টেড।
5G-র কথা বললে mmWave এবং Sub-6 GHz উভয় প্রকার সমর্থন থাকছে, ব্যবহৃত হয়েছে X51 মডেম। এখানে UFS 2.2, Bluetooth 5.1 সমর্থিত। আর থাকছে FHD+ 120Hz ডিসপ্লে সমর্থন! Qualcomm Spectra 345 ISP ব্যবহার হয়েছে, যা সর্বোচ্চ 64MP ছবি ক্যাপচার করতে পারে, ডুয়াল ক্যামেরা 25MP+13MP অবধি সমর্থিত। ভিডিও করতে পারে 1080@60FPS পর্যন্ত।
অফিসিয়াল স্পেকশিটের স্ক্রিনশট যুক্ত করে দিলাম, অরিজিনাল পিডিএফ আছে এখানে।
SD450 থেকে SD460 একটা হিউজ আপগ্রেড ছিলো, এবং SD480তে আপগ্রেড আরো ম্যাসিভ। তাই, 400 সিরিজ থেকে আসলেও এটা কোন লো বাজেট চিপসেট নয়, বা হয়ত 400 সিরিজটিকেও আর লো বাজেট সিরিজ বলা যায় না। তো না, আমার মনে হয় না এই চিপসেট এন্ট্রি লেভেলের কোন ফোনে দেখা মিলবে, তবে ২০২১ এর মধ্যেই ১৫ হাজারের মধ্যে 5G দেখা যাবে বলে আমার ধারণা।
4G প্রভৃতি একসময় দামি ফোনগুলোর বৈশিষ্ট্য ছিলো, কিন্তু এখন এসে ৫০০০ টাকার ফোনেও 4G একটা মাস্ট হ্যাভ ফিচার। তেমনি 5G এখন একটি বিশেষ ফিচার, যা বর্তমানে হাই এন্ড ও হায়ার মিডরেঞ্জের বৈশিষ্ট্য। তবে স্বাভাবিকভাবেই, সামনে হয়ত 5G আমরা এন্ট্রি লেভেলসহ প্রায় সব ডিভাইসেই দেখতে পাব। তবে এজন্য আরো কিছুটা অপেক্ষা করতে হতে পারে।