নিয়নবাতি ব্লগে বিজ্ঞাপন প্রচারে বিশেষ অফার! (চলবে ৩ আগস্ট পর্যন্ত)

নিয়নবাতি ব্লগ পরিচালনার মূল উদ্দেশ্য এটাই যে নতুন কিছু জানা এবং নিজের মত করে লিখে অন্যদের সাথে তা শেয়ার করা বেশ চমৎকার একটা বিষয়, ব্লগিং করলে যে আনন্দ পাওয়া যায়। কিন্তু একইসাথে এটাও সত্য যে এজন্য প্রচুর সময় যেমন দিতে হয়, তেমনি এর সাথে পরিচালনাতে খরচও রয়েছে। যেকারণে এটা অব্যহত রাখতে আমরা অন্য অনেক ওয়েবসাইটের মত বিজ্ঞাপনকে আয়ের সোর্স হিসেবে বেছে নিয়েছি।

তবে এর সাথে আমরা আরো কয়েকটি বিষয় নিয়ন্ত্রণ করতে চেয়েছি। যেমন, আমাদের বিজ্ঞাপনগুলো যেন ধর্মীয় অথবা সামাজিক দৃষ্টিকোণ থেকে অগ্রহণযোগ্য না হয়, ইসলামের দৃষ্টিতে নাজায়েজ কোন বিষয় অন্তর্ভুক্ত না থাকে এবং দর্শনার্থীদের জন্য বিব্রতকর না হয়। একইসাথে পপ-আপ বা ভাসমান বিজ্ঞাপন কিংবা অনেক বেশি সংখ্যক বিজ্ঞাপন থেকেও আমাদের ব্লগটিকে মুক্ত রাখতে চেয়েছি।

এরকম বিষয়গুলো নিশ্চিত করার জন্য আমাদের একটি সিদ্ধান্ত নিতে হয়েছে, যেটা আমাদের দিক থেকে কঠিন ছিলো, আর তা হলো এডসেন্স বা এধরণের এড নেটওয়ার্কগুলো ব্যবহার না করা। আমরা একটি বিশেষ নীতিমালা প্রস্তুত করেছি বিজ্ঞাপনদাতা, দর্শনার্থী এবং আমরা সবার দিক লক্ষ্য রেখে। এছাড়া আমাদের বিজ্ঞাপন প্রদর্শনের বিশেষ পদ্ধতির জন্য AdGuard, AdBlock Plus-সহ যেকোন এডব্লকার এনাবল থাকলেও বিজ্ঞাপন সাধারণভাবে ব্লক হয় না।

বিজ্ঞাপনদাতাদের জন্য সীমিত সময়ের জন্য আমরা স্পন্সরড পোস্ট এবং ৭ দিন ও ১৫ দিনের বিজ্ঞাপন প্যাকেজগুলোতে বিশেষ মূল্যছাড় নিয়ে এসেছি। অফারটি ৩ আগস্ট ২০২১ পর্যন্ত চলবে ইন শা আল্লাহ, মূল্যছাড় পেতে হলে অবশ্যই এই সময়ের মধ্যে বিজ্ঞাপন প্রকাশ নিশ্চিত করতে হবে।

স্থান সর্বোচ্চ আকার অফার মূল্য
হেডার 728*90 ৩৫০ টাকা (১৫ দিন)
২০০ টাকা (৭ দিন)
সাইডবার 300*300 ২৫০ টাকা (১৫ দিন)
১৫০ টাকা (৭ দিন)
ফুটার 300*300 ২২০ টাকা (১৫ দিন)
১০০ টাকা (৭ দিন)
স্পন্সরড পোস্ট ১০০ টাকা

৩টি স্থানের জন্য মোট ৩টি এবং ২টি স্পন্সরড পোস্টের জন্য এই অফারটি প্রযোজ্য। বিজ্ঞাপনের বর্তমান রেগুলার রেট ও নিয়মাবলী জানতে দেখুন এখানে। বিজ্ঞাপন প্রকাশ করতে ইচ্ছুক হলে বা এ সম্পর্কে আরো জানতে চাইলে সরাসরি আমাদের সাথে ইমেইল অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করুন।

ইমেইল: neonbatiblog@gmail.com
ফেসবুক পেজ: নিয়নবাতি
টেলিগ্রাম: muttaky.neonbati

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *