বর্ণ: অ্যান্ড্রয়েডে বাংলা লেখার জন্য সেরা সফটওয়্যার সম্ভবত এটাই
অ্যান্ড্রয়েডে বাংলা লেখার জন্য বর্তমানে বেশ কিছু সফটওয়্যার জনপ্রিয়- তবে আমার ব্যবহারে সেরা সফটওয়্যার ছিলো বর্ণ। বর্ণের উইন্ডোজ ভার্সনও রয়েছে, তবে আমরা শুধু অ্যান্ড্রয়েড ভার্সনের দিকে ফোকাস রাখছি। এটা তুলনামূলক নতুন একটি সফটওয়্যার। নতুন বলতে আবার একদম নতুন না, প্রায় বছরতিনেক হয়ে যাচ্ছে প্লে স্টোরে প্রথম রিলিজ হওয়ার। এখন পর্যন্ত বর্ণ সম্পূর্ণ ফ্রি এবং এতে কোন বিজ্ঞাপন প্রদর্শিত হয় না। তবে এটা ওপেন সোর্স নয়। এই লেখাটা অনেক আগে শুরু করেছিলাম। প্রিসাইজলি বললে ২০২১ সালের অক্টোবরে, যখন বর্ণ আরো অনেকটা নবীন ছিলো- কিন্তু শেষ করা হয়নি আর। অবশ্য এই সময়কালে নিয়মিতই বর্ণ ব্যবহার করে আসছি। বর্ণ-ও নিয়মিত আপডেট হয়েছে এর মাঝে। হয়ে উঠেছে আরো পূর্ণাঙ্গ, আরো চমৎকার একটি সফটওয়্যার। যদি আপনি রিদ্মিক কিবোর্ড ব্যবহার করে থাকেন, তাহলে বর্ণ ব্যবহার করতে খুব অপরিচিত মনে হবে না। তবে অনেকাংশে বর্ণ বেশি প্রিফারেন্সেস ও ফ্লেক্সিবিলিটি প্রদান করে, যা এই লেখাতে উঠে আসবে। এছাড়া রিদ্মিক আগের থেকে এখন কিছুটা অন্য পথে চলছে, যেমন বর্তমানে…