প্রযুক্তি
Helio 30: ১৫ হাজার টাকা বাজেটে হেলিওর নতুন স্মার্টফোন এলো চমকের সাথে!
৭০ কোটি মাসিক ইউজারের সাথে টেলিগ্রামে যুক্ত হলো প্রিমিয়াম সাবস্ক্রিপশন ফিচার
২০২০ সালের ডিসেম্বরে টেলিগ্রামের প্রতিষ্ঠাতা সিইও ডুরভ পাভেল টেলিগ্রামের পরবর্তী পথ পরিকল্পনা তুলে ধরেছিলেন, যেখানে প্রিমিয়াম সাবস্ক্রিপশন মডেল ও পাবলিক চ্যানেলে বিজ্ঞাপন প্রদর্শনের বিষয়টি উঠে আসে। এরপর ২০২১-এর শেষের দিকে এখানে এডভার্টাইজেশন চালু হয়। বর্তমানে টেলিগ্রামের মাসিক ইউজার সংখ্যা ৭০ কোটি ছাড়িয়েছে এবং এর সাথে ২১ জুন, solstice এর দিন থেকে যুক্ত হয়েছে প্রিমিয়াম সাবস্ক্রিপশন ফিচার। টেলিগ্রামের পূর্বের সব ফিচার আগের মতই ফ্রি থাকছে। প্রিমিয়াম ইউজারদের জন্য অধিকাংশ লিমিট দ্বিগুন করা হয়েছে, যেমন ২ জিবির পরিবর্তে ৪ জিবি পর্যন্ত ফাইল শেয়ারিং, বায়ো ও ক্যাপশনে দ্বিগুন ক্যারেক্টার লিমিট প্রভৃতি। পাশাপাশি প্রিমিয়াম ইউজাররা ভয়েস টু টেক্সট কনভার্সন, চ্যাট লিস্ট ও চ্যাট পেজে এনিমেটেড প্রোফাইল পিকচার, লিমিটহীন ডাউনলোড স্পিড, এডভান্সড চ্যাট ম্যানেজমেন্ট, প্রিমিয়াম রিয়েকশন ও স্টিকার্স প্রভৃতি ফিচারগুলো পাবেন। টেলিগ্রামের নতুন আপডেটের বিস্তারিত: 700 Million Users and Telegram Premium
লিব্রাঅফিস – ফ্রি ও ওপেন সোর্স অফিস সফটওয়্যার
বিগত দীর্ঘ সময় ধরেই অফিস সফটওয়্যারের নিত্যদিনের ব্যবহারে লিব্রাঅফিস ব্যবহার করছি। আমার সাধারণ ব্যবহারের মধ্যে আছে অ্যাসাইনমেন্ট তৈরি, প্রেজেন্টেশন স্লাইড তৈরি প্রভৃতি। আমার ব্যবহারের দিক থেকে লিব্রাঅফিসকে একটি চমৎকার সফটওয়্যার হিসেবে পেয়েছি। লিব্রাঅফিস একটি পূর্ণাঙ্গ অফিস স্যুট। এই প্যাকেজে মোট ৬টি সফটওয়্যার আছে। ওয়ার্ড প্রসেসর হিসেবে রাইটার (LibreOffice Writer), স্প্রেডশিট প্রোগ্রাম হিসেবে ক্যাল্ক (LibreOffice Calc), প্রেজেন্টেশন সফটওয়্যার হিসেবে ইমপ্রেস (LibreOffice Impress), ইকুয়েশন ও ফরমুলা এডিটিংয়ের জন্য ম্যাথ (LibreOffice Math), ডেটাবেজ ম্যানেজমেন্টের জন্য ফ্রন্টএন্ড বেজ (LibreOffice Base) এবং ডায়াগ্রাম, ফ্লোচার্ট প্রভৃতি তৈরির জন্য ড্র (LibreOffice Draw)। আরেকটি অফিস সফটওয়্যার, WPS অফিস নিয়ে আমরা এর আগে লিখেছি। WPS অফিস ব্যবহারের জন্য ফ্রি, তবে এটি প্রপারইটরী সফটওয়্যার। অন্যদিকে লিব্রাঅফিস লিব্রাঅফিস ফ্রি ও ওপেন সোর্স। লিনাক্স, উইন্ডোজ ও ম্যাকের জন্য লিব্রাঅফিস এভেইলেবল। অ্যান্ড্রয়েড, আইওএস ও ক্রোমবুকে লিব্রাঅফিস এভেইলেবল নেই, তবে তাদের স্বীকৃত লিব্রাঅফিসভিত্তিক একটি সফটওয়্যার রয়েছে- কোলাবোরা অফিস (Collabora Office)। লিব্রাঅফিস তৈরি ও পরিচালনা হয় The Document Foundation-এর মাধ্যমে, যা গড়ে তুলেছে OpenOffice.org কমিউনিটিরর…
ফিরে আসছে স্মার্টফোন ব্র্যান্ড হেলিও?
হেলিও ব্র্যান্ডটি দেশীয় ব্র্যান্ড সিম্ফনির একটি সিস্টার ব্র্যান্ড, সিম্ফনির প্যারেন্ট গ্রুপ এডিসনের অধীনে আরেকটি ব্র্যান্ড ছিলো এটি। ২০১৭-১৮ এর দিকে একদম লো বাজেটে লাইট টেল, আরেকটু হায়ার রেঞ্জে সিম্ফনি এবং মিড বাজেটে হেলিও ব্র্যান্ডিংয়ে তারা তাদের মোবাইলগুলো আনতো। তবে পরবর্তীতে হেলিও বা লাইট টেল কোনটিই কন্টিনিউ করেনি। হেলিও ব্র্যান্ডের স্মার্টফোনগুলো ছিলো কিছুটা প্রিমিয়াম, ১৫ হাজার থেকে ২৫ হাজার টাকা সেগমেন্টে। হেলিও ব্র্যান্ডিংয়ে মোট ৭টি স্মার্টফোন এসেছিলো, ২০১৮ সালের আগস্টে সর্বশেষ Helio S60 ও Helio S5 রিলিজ হওয়ার পর নতুন কোন স্মার্টফোন আর আসেনি হেলিও-র পক্ষ থেকে। অবশ্য এর কারণটাও অনুমেয়। এন্ট্রি লেভেল থেকে মিড বাজেটের কম্পিটিশনটা ভিন্ন। এই মার্কেটে কম্পিট করার ক্ষেত্রে ভালো কিছু স্মার্টফোন যদিও এনেছে, তবে মিড বাজেটে গ্লোবাল ব্র্যান্ডগুলোর অবস্থান অনেক শক্ত। পাশাপাশি রেগুলার আপডেট প্রদান না করা ও রিপেয়ার স্পেয়ার পার্টসের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত না করা ছিলো হেলিও-র দুর্বলতার অন্যতম। যাইহোক, গত বছর বিশ্বস্ত মাধ্যমে জানতে পেরেছিলাম হেলিও ফিরে আসবে, তবে এরপর এ নিয়ে আরো কোন…
WPS অফিস: দারুণ একটি ফ্রি অফিস সফটওয়্যার (লিনাক্স/উইন্ডোজ/ম্যাক)
WPS অফিস জনপ্রিয় একটি অফিস সফটওয়্যার। চীনের বেইজিংভিত্তিক প্রতিষ্ঠান Kingsoft কতৃক ডেভেলোপকৃত এই সফটওয়্যারটির নাম একসময় ছিলো Kingsoft Office। এটা ক্রস প্লাটফর্ম সফটওয়্যার- উইন্ডোজ, লিনাক্স, ম্যাক, আইওএস ও অ্যান্ড্রয়েডের জন্য এভেইলেবল, একটি অনলাইন ক্লাউড সংস্করণও রয়েছে। তবে এই লেখাতে স্মার্টফোন ও ওয়েব ভার্সন আলোচ্য নয়। WPS অফিস প্যাকেজে রয়েছে- Writer, Presentation, Spreadsheet এবং PDF। ফ্রি অফিস সফটওয়্যার হিসেবে WPS অফিস জনপ্রিয়। এটির প্রিমিয়াম সংস্করণ রয়েছে, যেখানে পিডিএফ এডিটিং ও ম্যানেজমেন্ট, ক্লাউডভিত্তিক বিভিন্ন ফিচার ও আরো কিছু সুবিধা রয়েছে। তবে অফিস স্যুট হিসেবে ফ্রি ভার্সনে কোন সীমাবদ্ধতা রাখা হয়নি। প্রসঙ্গত, এটা একটা প্রপারইটরী সফটওয়্যার, ওপেন সোর্স নয়। এমনকি এর উইন্ডোজ ভার্সনে বিজ্ঞাপন সমর্থিত, যদিও কোন কারণে WPS অফিসের প্রিমিয়াম সংস্করণ বা রেফারালের ব্যানার ছাড়া কোন বিজ্ঞাপন আমার চোখে পড়েনি। WPS অফিস সম্পর্কে এক কথায় বললে এটা বলা চলে মাইক্রোসফট অফিসের একটি ক্লোন। মাইক্রোসফট অফিস ব্যবহারকারীদের জন্য WPS অফিস একদমই অপরিচিত মনে হবে না। যেন মাইক্রোসফট অফিসেরই আরেকটি ভার্সন এটা। বেসিক থেকে…
ক্যালকুলেটর (পর্ব ৫): সংখ্যা পদ্ধতির রূপান্তর ও লজিকাল অপারেশন
Casio fx-991EX-এ সংখ্যা পদ্ধতি সংক্রান্ত অঙ্ক করার MENU থেকে 3: Base-N মোড নির্বাচন করতে হবে। এই মোডে একটা সীমাবদ্ধতা হলো এখানে ভগ্নাংশ সংখ্যা নিয়ে কাজ করা করা যায় না। এটা MS, ES ও EX সিরিজের সমর্থিত সব ক্যালকুলেটরের ক্ষেত্রেই প্রযোজ্য। পূর্ণসংখ্যার বিভিন্ন সংখ্যা পদ্ধতির পূর্ণ সংখ্যার রূপান্তর ও অঙ্ক এই মোডে খুব সহজে করা যায়। এখানে নীল রঙে DEC, HEX, BIN ও OCT চিহ্নিত বাটনগুলো ডেসিমাল, হেক্সাডেসিমাল, বাইনারি ও অক্টাল সংখ্যা পদ্ধতিতে পরিবর্তন করার জন্য। Base-N মোডে বাটনগুলো সরাসরি এই কাজে ব্যবহার হবে, SHIFT বা ALPHA ব্যবহার করার প্রয়োজন নেই। হেক্সাডেসিমাল মোডে গোলাপি চিহ্নিত A, B, C, D, E, F ব্যবহার করা যাবে। এখানেও শুধু বাটনগুলো প্রেস করতে হবে, তার আগে SHIFT বা ALPHA প্রেস করতে হবে না। অক্টাল সংখ্যা 77-কে ডেসিমালে রূপান্তরের জন্য- OCT সিলেক্ট করে 77 লিখে = প্রেস করতে হবে। এরপর ডেসিমাল সিলেক্ট করতে হবে। অথবা আরেকটি উপায় আছে। OPTN থেকে একবার ডাউন অ্যারো কী চাপলে d,…
ক্যালকুলেটর (পর্ব ৪): অসমতার সমাধান নিমিষেই!
আগের পর্বে আমরা বিভিন্ন রকম সমীকরণের সমাধান করার পদ্ধতি দেখেছি, এই পর্বে দেখবো কীভাবে অসমতা সমাধান করতে হয়। Casio fx-991EX-এ দ্বিঘাত, ত্রিঘাত অথবা চতুর্ঘাত অসমতার সমাধান করা যায়। আমরা একটি অসমতা নিই, x3 + 4×2 + x – 6 ≥ 0 অসমতার সমাধানের জন্য MENU থেকে B: Inequality নির্বাচন করতে হবে। আমাদের অসমতায় x এর সর্বোচ্চ ঘাত ৩, তাই Polynomial Degree 3 নির্বাচন করতে হবে। পরের ধাপে আমাদের সমস্যাটি ax3+bx2+cx+d≥0 আকারে রয়েছে, তাই 3 নির্বাচন করতে হবে। এরপর x বিভিন্ন ঘাতের সহগ ও ধ্রুবপদের মানের ঘরগুলো পূরণ করতে হবে। সবশেষে ‘=’ চাপলে আমাদের উত্তর চলে আসবে।
কৃত্রিম বুদ্ধিমত্তার আদ্যোপান্ত
নতুন দুটি ফোন রিলিজ ও রিয়েলমির পক্ষ থেকে হতাশা!
আজ(২২/০৫/২০২২)দুপুর ১২টায় লঞ্চ হলো রিয়ালমি দুইটি মডেল,রিয়ালমি সি৩৫ আর রিয়ালমি ৯ নাম্বার সিরিজ।প্রথম বাজেট রেঞ্জ আর দ্বিতীয়টা লো মিডরেঞ্জের স্মার্টফোন। সি৩৫ যেমন-ই হোক না কেন, অন্তত রিয়ালমি ৯ নম্বর সিরিজের মেইন স্মার্টফোনটা খুব ভালো স্পেক আর সেই অনুযায়ী দূর্দান্ত প্রাইজিং-এ আসবে এটা আসা ছিল।আর তারা লঞ্চিং-এর মোটামুটি ১০দিনেরও বেশি আগে থেকে স্পেক নিয়ে যে পরিমাণ মার্কেটিং করেছে,তাতে এক্সপেকটেশন-টা আরো বেড়ে গিয়েছিল।তবে রিয়ালমি নামের সাথে পুরোপুরি সামঞ্জস্য রাখতে পারেনি বলেই আমার মনে হচ্ছে। রিয়ালমি ৯ তাদের সবচেয়ে হাইলাইটেড ফিচার এই ফোনের ক্ষেত্রে,সেইটা হচ্ছে ১০৮ এম.পি স্যামসাং আইসোসেল এই.এম৬ মডেলের প্রো-লাইট ক্যামেরা,যেটা নাকি রাতের ছবির ক্ষেত্রে দারুন দক্ষতা দেখাবে।এটা অবশ্যই তাদের আগের জেনারেশন(রিয়ালমি ৮) থেকে আপগেডেড।তবে অভারল একটা আপগ্রেডেশন আশা ছিল,রিয়ালমি ৯সিরিজের মেইন মডেলটি থেকে।যদিও ক্যামেরা বাদে ৯০হার্জের ডিসপ্লে ছাড়া কিছু এড করা হয়েছে বলে আমার জানা নেই। তাছাড়া চিপসেটের ক্ষেত্রে দামের সাথে করা হয়নি সুবিচার।২৬৯৯০ টাকা রেগুলার প্রাইজে দিয়েছে স্নাপড্রাগন ৬৮০।এখানে অন্তত স্নাপড্রাগন ৬৯৫ দিলে ভালো হতো।আর তা না হলে এই…
Symphony G50 ও Symphony i71, সিম্ফনির নতুন দুটি লো বাজেট স্মার্টফোন
সম্প্রতি কোন পূর্ব ও পরবর্তী ঘোষণা ছাড়া-ই অনেকটা নীরবে নতুন দুটি স্মার্টফোন তালিকাভুক্ত হয়েছে সিম্ফনির ওয়েবসাইটে। অবশ্য এই নীরবতা থেকে অনুমেয় যে স্মার্টফোনদুটো ঠিক হইচই ফেলে দেয়ার মত কিছুও নিয়ে আসেনি। বেশ সাধারণ দুটো লো বাজেট স্মার্টফোন। স্মার্টফোনদুটোর মডেল হলো Symphony G50 ও Symphony i71। Symphony G50 স্মার্টফোনটির নির্ধারিত মূল্য ৬০০০ টাকা (৫৯৯০ টাকা)। গ্রামীণফোনের সাথে পার্টনারশিপে এসেছে, যেকারণে স্মার্টফোনটির ব্যাকপার্টে গ্রামীণফোনের লোগো দেখা যাবে। সিম্ফনি ইতোপূর্বে এরকম দামের ফোনেও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেয়ার একটি ধারাবাহিকতা দেখালেও এই স্মার্টফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অনুপস্থিত। শুধু গ্রাভিটি সেন্সর থাকছে, থাকছে না প্রক্সিমিটি সেন্সর ও লাইট সেন্সর এবং হতাশাজনকভাবে, OTG ফিচারটিও এখানে অনুপস্থিত। স্মার্টফোনটির ডিসপ্লে রয়েছে 5.7″ এবং এর রেজ্যুলেশন 480 x 960 এবং পিক্সেল ডেনসিটি 188 PPI। এর এক্সটেরিয়র ডাইমেনশন 154 mm x 75 mm x 9.8 mm এবং ওজন 189.2 g। ব্যাটারী দেয়া হয়েছে 3000 mAh। এর রেয়ার ক্যামেরা 5 MP ও সেলফি ক্যামেরা 2 MP। চিপসেট হিসেবে এখানে থাকছে Unisoc SC9832E, যার…
ফিড রিডার বট: পছন্দের ব্লগের আপডেটগুলো সরাসরি পেয়ে যান টেলিগ্রামে!
ফিড হলো আপডেটেড কনটেন্টের তথ্য প্রদান করার জন্য এক ধরণের ডাটা ফর্মেট। আমরা অনেকে ব্লগ পড়তে পছন্দ করি। পছন্দ ব্লগগুলোর আপডেট পেতে ফিড রিডার ব্যবহার করা বেশ কার্যকর একটি পদ্ধতি। এজন্য বিভিন্ন সফটওয়্যার, ওয়েব অ্যাপ, ব্রাউজার এক্সটেনশন রয়েছে। যদি আপনি টেলিগ্রাম ব্যবহারকারী হয়ে থাকেন, তাহলে চমৎকার একটি টেলিগ্রাম বট রয়েছে টেলিগ্রামেই পছন্দের ব্লগ/ওয়েবসাইটগুলোর আপডেট পাওয়ার জন্য। মেজর সিএমএসগুলো বাই ডিফল্ট ফিড প্রদান করে। ফিডের প্রযুক্তি হিসেবে Atom আর RSS জনপ্রিয়। Atom তৈরি হয়েছে RSS-এর সীমাবদ্ধতাগুলো সমাধান করতে, তবে এখন পর্যন্ত RSS বেশি জনপ্রিয়, এখানে কম্পারিজন রয়েছে। একজন সাধারণ পাঠকের জায়গা থেকে যেকোনটি ব্যবহার করতে পারেন। ওয়ার্ডপ্রেস সাইটের ক্ষেত্রে নামের শেষে /feed যুক্ত করে RSS ফিড ও /atom যুক্ত করে Atom ফিড পাওয়া যায় (যেমন- )। অন্যান্য ওয়েবসাইটের ক্ষেত্রে RSS ফিড অনুসন্ধানর উপায় এখানে দেখতে পারেন। Feed Reader Bot ফিড রিডার বট (@TheFeedReaderBot) RSS ও Atom ফিড এবং পাশাপাশি Twitter, Instagram ও YouTube চ্যানেলের ফিড সমর্থন করে। ফ্রি ভার্সনে এখানে কিছু…
মেমরি কার্ড কেনার আগে যে বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখা প্রয়োজন
সময়ের সাথে সাথে মোবাইল ফোন যেমন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে, তেমনি তথ্য সংরক্ষণের জন্য নিত্যপ্রয়োজনীয় বস্তুতে পরিণত হয়েছে মেমরি কার্ড। একসময় যে মেমরি কার্ড অল্প কিছু ইলেক্ট্রনিক্স দোকানে পাওয়া যেত, সেখানে আজ পাওয়া যাচ্ছে সিডি- ডিভিডি, ফ্লেক্সি-লোড এর দোকানে; আর সাথে সাথে কমেছে দাম ও। তাই প্রশ্ন উঠছে এর গুনগত মান নিয়ে। লাইফটাইম গ্যারান্টি- মেমরি কার্ড নিয়ে সর্বপ্রথম যে বিষয়টি জানা প্রয়োজন, তা হলো লাইফ টাইম গ্যারান্টি। প্রায় সকল ব্রান্ডের মেমরির ব্যাপারে বলা হয় লাইফটাইম গ্যারান্টি। আপনাদের অনেকের মনে হতে পারে হয়ত লাইফ-টাইম গ্যারান্টি মানে আজীবন যে কোনো সময় সমস্যা হলেই গ্যারান্টি পাওয়া যাবে, যেহেতু লাইফটাইম কথাটি দ্বারা সেকথাই বুঝানো হয়। কিন্ত এ জীবন যে সে জীবন নয়, তা মেমোরি কার্ডের প্যাকেজিং পড়লেই বোঝা সম্ভব! মেমোরি কার্ড তৈরিতে ব্যবহার করা হয় ফ্ল্যাশ মেমোরি সার্কিট। এসব সার্কিট থেকে কতবার ডাটা পড়া যাবে ও ডাটা লেখা যাবে সেটির একটি নির্দিষ্ট পরিমাণ রয়েছে। কম দামী মেমোরি কার্ডের ক্ষেত্রে হয়ত ১০,০০০ বার আর…
প্রয়োজনীয় কিছু ফ্রি সফটওয়্যার লিনাক্সের জন্য
ডেস্কটপ অপারেটিং সিস্টেমের মধ্যে লিনাক্সের জগতের নানাবিধ বৈচিত্রতা অনেকের কাছে একে আকর্ষণীয় করে তোলে। লিনাক্সের কথা বললে একটি বিষয় নিয়ে অনেকেরই জিজ্ঞাসা থাকে, সফটওয়্যার। কেননা উইন্ডোজের সব সফটওয়্যার লিনাক্সে সরাসরি এভেইলেবল নয়। তবে এর অর্থ কিন্তু এই নয় যে লিনাক্সের জন্য সফটওয়্যারের কমতি রয়েছে। আজ এমনই কিছু সফটওয়্যারের সাথে পরিচিত হয়ে নেয়া যাক। লিনাক্সে সফটওয়্যার ইন্সটলের জন্য সাধারণত কোন এক্সিকিউটেবল ফাইল ডাউনলোড করে ইন্সটল করতে হয় না, কিছু সফটওয়্যার ব্যতীত। হোম ইউজারদের জন্য তৈরি ডিস্ট্রোগুলোতে সাধারণত একটা গ্রাফিকাল সফটওয়্যার ম্যানেজার থাকে, যেখানে সরাসরি সফটওয়্যারগুলো ইন্সটল করা যায়। অনেক সফটওয়্যার Flatpak বা Snap হিসেবে ইন্সটলযোগ্য, আর অনেক গ্রাফিকাল সফটওয়্যার ম্যানেজারে-ই সরাসরি এই সার্ভিসগুলো ইন্টিগ্রেটেড। ওয়েব ব্রাউজার পরিচিত প্রায় সব ওয়েব ব্রাউজার-ই লিনাক্সে এভেইলেবল রয়েছে। এর মধ্যে আছে ফায়ারফক্স, গুগল ক্রোম, ক্রোমিয়াম, ভিভালদি, ব্রেভ, অপেরা এমনকি মাইক্রোসফট এজ এবং আরো, যেমন- Falkon, Gnome Web, Konqueror প্রভৃতি। Google Chrome Google Chrome গুগল দ্বারা ডেভেলপকৃত একটি চমৎকার ওয়েব ব্রাউজার। Google ক্রোম পারফর্মেন্স ও সিক্যুরিটির…
ক্যালকুলেটর (পর্ব ৩): সাধারণ, বহুপদী ও যুগপৎ সমীকরণ সমাধান
এই পর্বে ক্যালকুলেটরে বিভিন্ন ধরণের সমীকরণ সমাধানের পদ্ধতি দেখানো হবে। এই সিরিজের জন্য বরাবরের মতই আমরা Casio fx-991EX ব্যবহার করছি। SOLVE ফাংশন ব্যবহার আমরা একটা সমীকরণ নিলাম- সমীকরণটা দেখতে যেমনই হোক, এটা একটা একঘাত সমীকরণ, এবং একটা মাত্র সমাধান আছে, যেটা বাস্তব সংখ্যা। এরকম ক্ষেত্রে SOLVE ফাংশনটি বেশ কাজের। ক্যালকুলেটরটি যদি অন্য কোন মোডে থাকে তবে প্রথমে MENU থেকে 1:Calculate নির্বাচন করে নিতে হবে। এরপর সাধারণভাবে সমীকরণটি ক্যালকুলেটরে লিখতে হবে, ‘=’ লেখার জন্য ALPHA + CALC ব্যবহার করতে হবে। তারপর SHIFT + SOLVE চাপতে হবে। পরের ধাপে x এর একটা মান দিতে হবে, বাই ডিফল্ট সর্বশেষ x এর সংরক্ষিত মান দেয়া থাকবে। CASIO-র প্রচলিত সায়েন্টিফিক ক্যালকুলেটরগুলো মূলত এক্ষেত্রে নিউটন-রাফসন পদ্ধতিতে সমাধান করে। যে মানটি এই ধাপে দেয়া হবে তা একটা স্টার্টিং পয়েন্ট হিসেবে ব্যবহার হবে। এখানে আনুমানিক কাছাকাছি মান দেয়া গেলে ক্যালকুলেটর দ্রুত হিসেব করতে পারবে, নাহলে সময় তুলনামূলক বেশি লাগতে পারে। মান দেয়ার পর অথবা ডিফল্ট অবস্থায় রেখে দিয়ে…
উবুন্টু ২২.০৪: উবুন্টু কি আগের থেকে বেটার?
বছরখানেক হয়ে গেছে উবুন্টুর সাথে শেষবার দেখা হওয়ার। এই সময়ের মধ্যে দুটো মেজর রিলিজ এসেছে উবুন্টুর এবং বেশ বড় কিছু পরিবর্তন এসেছে। উবুন্টু ২১.১০ নিয়ে যদিও আগ্রহবোধ করিনি, উবুন্টু ২২.০৪-এ কিছু ইন্টেরেস্টিং ব্যাপার ছিলো। সব মিলিয়ে ভাবলাম কেন না ভার্চুয়ালবক্সে একবার ট্রাই করে দেখা যাক! আমার প্রাইমারী মানজারো ইন্সটলেশনের মধ্যে ভার্চুয়ালবক্সে উবুন্টু ২২.০৪ ইন্সটল করেছি। ভার্চুয়ালবক্স সম্পর্কে যারা জানেন না, এটা একটা অপারেটিং সিস্টেমের মধ্যে আরেকটা অপারেটিং সিস্টেম চালানোর একটা পদ্ধতি। এতে মূল অপারেটিং সিস্টেমে সমস্যা কিংবা ডাটা হারানোর ভয় থাকে না। ভার্চুয়ালবক্সে উবুন্টু ইন্সটলেশনের টিউটোরিয়াল রয়েছে এখানে। উবুন্টুরর নতুন ইন্সটলার নিয়ে কাজ করার কথা জানা গিয়েছিলো আগের বছরের শুরুর দিকেই। তবে ২২.০৪-এ এসেও এর দেখা মিলেনি। ইন্সটলার আগের মত থাকলেও পরিবর্তন হয়েছে উবুন্টুর লোগো। বুট স্ক্রিন থেকেই তাই থাকছে নতুনত্বের ছোঁয়া। উবুন্টু ২২.০৪-এর কোডনেম Jammy Jellyfish। এখানে থাকছে গ্নোম ৪২ ডেস্কটপ উবুন্টু ২১.১০-তে সর্বপ্রথম গ্নোম ৪০ ডেস্কটপ ব্যবহার হয়েছিলো, যেটা গ্নোম ৩.৩৮ থেকে ছিলো একটা হিউজ জাম্প। এর মধ্যে…
ল্যাপটপে লিনাক্স ব্যবহার করছেন? যেকোন ডিই-র জন্য যুক্ত করে নিন টাচপ্যাড জেসচার সমর্থন (X11)
যদি আপনার লিনাক্স সেটআপে ব্যবহৃত ডেস্কটপ এনভায়রনমেন্টে যথেষ্ট ভালো টাচপ্যাড জেসচার সমর্থন না থাকে এবং আপনি X11 বা X.org ডেস্কটপ ইউজার হোন, তবে আপনার জন্য ভালো খবর হলো touchegg ব্যবহার করে যেকোন লিনাক্স ডেস্কটপের জন্য জেসচার সমর্থন যুক্ত করে নিতে পারেন। তবে এটা শুধু X11 সার্ভারে কাজ করবে, ওয়েল্যান্ডের জন্য এটা নয়। আমি কেডিই প্লাজমা ব্যবহার করছি, বর্তমানে এতে জেসচার সাপোর্ট না থাকার মত, পরবর্তী 5.25 সংস্করণে এখানে বড় রকম ইমপ্রুভমেন্ট আসছে, তবে তা শুধু ওয়েল্যান্ডের জন্য। তো একারণে খুঁজছিলাম এখানে জেসচার যুক্ত করার কোন উপায় আছে কিনা এবং touchegg এর সন্ধান পেয়ে গেলাম। touchegg শুধু কেডিই প্লাজমা না, অন্য ডেস্কটপের সাথেও ব্যবহারযোগ্য। এখানে three finger ও four finger এর জন্য swipe ও pinch এবং two finger এর জন্য pinch জেসচার সমর্থন আছে। পাশাপাশি টাচ স্ক্রিনের জন্য মাল্টি ফিঙ্গার টাচ জেসচার রয়েছে। আরো চমৎকার হলো ওয়েব ব্রাউজার বা ভিন্ন ভিন্ন অ্যাপে থাকলে আলাদা জেসচার সেট করা যায়। অ্যাপটার ড্র-ব্যাক বলা…
শততম ভার্সনে পদার্পন করলো ফায়ারফক্স
ফায়ারফক্স অনুরাগীদের জন্য আনন্দের সংবাদ হলো মঙ্গলবার উন্মুক্ত হয়েছে একসময়ে মার্কেটে আধিপত্য করে বেড়ানো ব্রাউজার ফায়ারফক্সের শততম ভার্সন। যদিও বড় রকম কোন চমক শততম ভার্সন নিয়ে আসেনি, তবে ১৭ বছরের ডেভেলোপমেন্টের ধারাবাহিকতায় বেশ কিছু ‘কোয়ালিটি অফ লাইফ’ ইমপ্রুভমেন্ট থাকছে এই ভার্সনে। নতুন ফিচারগুলোর মধ্যে আকর্ষণীয় একটি হলো Picture-in-Picture মোডে সাবটাইটেল সমর্থন যুক্ত হয়েছে। YouTube, Prime Video, Netflix-এর ভিডিওতে এই সমর্থন পাওয়া যাবে, পাশাপাশি Coursera.org-সহ যে ওয়েবসাইটগুলো ভিডিও ক্যাপশনে WebVTT প্রযুক্তি ব্যবহার করে সেখানেও PiP মোডে সাবটাইটেল সমর্থন করবে। লিনাক্স ও উইন্ডোজ ১১-তে বাই ডিফল্ট এখন থেকে স্ক্রলবার কোন জায়গা নিবে না। স্ক্রলিংয়ের সময় ওভারলে হিসেবে প্রদর্শিত হবে। যদি ওয়েবসাইট সমর্থন করে, তবে ওয়েবসাইটের জন্য প্রিফার্ড কালার স্কিম ডার্ক/লাইট অথবা সিস্টেম বা ফায়ারফক্স থিমকে ফলো করবে হিসেবে সেট করা যাবে। আরো বেশ কিছু ইমপ্রুভমেন্ট এসেছে ফায়ারফক্সের এই ভার্সনে। বিস্তারিত দেখুন: রিলিজ নোটস
স্লিম,স্টাইলিশ ডিজাইন নিয়ে ইনফিনিক্স নোট ১২-র আগমন! বাজেটে কেমন এটা?
গতকাল (২৫/০৪/২০২২) ইনফিনিক্স নোট ১২ ফোনটি লঞ্চ হয়েছে। লঞ্চের সময়ে এর দাম ১৮,২৯৯ টাকা (জুন ২০২২ আপডেট: বর্তমান মূল্য ১৮,৪৯৯ টাকা)। ইনফিনিক্স বরাবরই ভালো স্পেকের সাথে ভালো দামে ফোন লঞ্চ করছে। বিশেষ করে ১৫ হাজারের আশেপাশের বাজেটটাকে তারা বোধহয় বেশ ভালোভাবেই টার্গেট করেছে,কারণ এই বাজেটেই তাদের ফোনগুলোর স্পেক বেশ কম্পিটিটিভ। গত দুবছর ধরে এমন চিত্র-ই দেখে আসছি আমরা। তবে এবারের নোট ১২ নিয়ে আশাবাদী থাকলেও কিছুটা হলেও ডিজাপয়েন্টমেন্ট থাকছে। কারণ ১৮ হাজার রেঞ্জ আরো কয়েকটি কম্পটিটরের সাথে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাচ্ছে না। এমনকি তাদের প্রিভিয়াস মডেল ১১এস(৬/১২৮,১৫১৯০টাকা)ও বেটার প্রাইজে আরেকটু বেটার কনফিগারেশন অফার করছে। ইনফিনিক্স নোট ১২ যে ফিচারগুলো হাইলাইট করেছে তা হলো এর অ্যামোলেড ডিসপ্লে, Helio G88 প্রসেসর, স্লিম বডির সাথে সুন্দর ডিজাইন এবং সবশেষে 5000 mAh ব্যাটারীর সাথে 33W ফাস্ট চার্জিং। তবে সত্যি বলতে কী, এখন এমন একটা সময়ে আমরা চলে এসেছি, প্রতিটা কোম্পানি-ই তাদের মত করে মার্কেট ধরে রাখার জন্য লড়াই করছে এবং এখানে খুব একটা ইউনিক…
সি প্রোগ্রাম ব্যবহার করে কুইজ গেম তৈরি (সোর্স কোড)
প্রোগ্রামিংয়ে আমার দক্ষতা একদমই নেই, জাস্ট একাডেমিক প্রয়োজনে যেটুকু শেখা হয়েছে সেটুকু বাদে। এখানে যে প্রোগ্রামটা শেয়ার করছি, এটাও আসলে একাডেমিক উদ্দেশ্যে করা, আমাদের সিএসই কোর্সের একটা প্রজেক্ট, যেখানে আমাদের কোর্সে শেখানো টপিকগুলো সবকিছু সমন্বয়ে প্রোগ্রাম তৈরি করতে বলা হয়েছিলো। প্রজেক্টটা যখন দেয়া হয়েছিলো তখন ব্যাপারটা ঠিক আনন্দদায়ক লাগেনি, তবে যখন এটার কাজ করেছি, তখন বেশ আগ্রহ পেয়েছি। আসলে নতুন কিছু একটা তৈরি করা সবসময়ই মজার। তো এটা হলো একটা কুইজ গেম, যেটা বেসিক সি প্রোগ্রাম ব্যবহার করে তৈরি। ফিচারের দিক থেকেও বিশেষ কিছু নেই এখানে, পছন্দকৃত ক্যাটাগরী থেকে র্যান্ডমলি কিছু প্রশ্ন করা হবে, সঠিক উত্তরের জন্য ১ পয়েন্ট, ভুল উত্তরের জন্য আধা পয়েন্ট মাইনাস এবং স্কিপ করলে পয়েন্টের কোন পরিবর্তন হবে না। এছাড়া স্কোরগুলো রেকর্ড হিসেবে ফাইলে সংরক্ষণের ফিচার থাকবে, যা ইন-গেম দেখার সুবিধা আছে। স্ক্রিনশট কোড প্রজেক্টের জন্য করা কোডটাতে শর্ত পূরণ করতে struct, user-defined function ব্যবহার করেছিলাম, যার মূলত কোন প্রয়োজন ছিলো না, তাই এখানে মডিফাই করে…