নেপাল ও কম্বোডিয়াতে অফিসিয়ালি যাচ্ছে সিম্ফনি, আসছে নতুন দুটি স্মার্টফোন

বাংলাদেশের বাজারে দেশীয় ব্র্যান্ড সিম্ফনি মোবাইল খুব পরিচিত নাম ও মার্কেট শেয়ারের একটি বড় অংশের অংশীদার হলেও দেশের বাহিরে এখন পর্যন্ত তাদের পরিচিতি প্রায় নেই। তবে জানা গেছে শীঘ্রই নেপাল ও কম্বোডিয়াতে শুরু হতে চলেছে সিম্ফনির যাত্রা। এর সাথে, শীঘ্রই বাজারে আসতে পারে তাদের নতুন দুটি স্মার্টফোন, Symphony Z18 ও Z30 Pro।

কম্বোডিয়ান একটি প্রতিষ্ঠান ‘রানটো টেকনোলজি কম্বোডিয়া’-র ফেসবুক পেজ থেকে জানা যায় কম্বোডিয়াতে Symphony Z18 এর মাধ্যমে শুরু হচ্ছে সিম্ফনির যাত্রা। অন্যদিকে একটি নেপালি টেক ব্লগ, TechLech থেকে জানা গেছে নেপালে অন্তত চারটি ফোন আনছে সিম্ফনি, Z16, Z18, Z28 ও Z30 Pro। বাংলাদেশের বাজারেও খুব দ্রুতই Z18 ও Z30 Pro চলে আসার কথা।

আপডেট: ইতোমধ্যেই কম্বোডিয়াতে Z18 এবং নেপালে Z18, Z28 ও Z30 Pro রিলিজ হয়েছে।

Symphony Z18


(ছবি রানটো টেকনোলজি কম্বোডিয়া থেকে নেয়া)
Symphony Z16 থেকে নামে এগিয়ে থাকলেও আসলে এটা স্পেকে Z16 থেকে একটু কম, তবে Z15 থেকে এগিয়ে। ডিজাইন এই ফোনটির সবচেয়ে আকর্ষণীয় দিকগুলোর একটি, যেমনটা ছবিতে দেখা যাচ্ছে। গ্র্যাডিয়েন্ট কালারের সাথে একটা সূর্যকিরণ ধরণের ইফেক্ট থাকছে। এবার ক্যামেরা হাউজিংয়ে বর্তমান ট্রেন্ডকে ফলো করেছে, আর আসতে পারে অন্তত তিনটি কালারে।

তবে ক্যামেরা সেটআপ অবশ্য Z15-এর মতই, অর্থাৎ রেয়ারে 13MP+2MP, সেলফি 5MP। চিপসেটও Z15-এর অনুরূপ Unisoc SC9863A, যেটা Z16-এর A25 থেকে ওভারঅল একটু পিছিয়ে, সাথে 28nm হওয়ায় ব্যাটারী কনজ্যুম খানিকটা বেশি। তবে ব্যাটারীর কথা আসলে এখানে 5000 mAh ব্যাটারী দেয়া আছে, তাই দিনশেষে ব্যাকআপ নিয়ে চিন্তা নেই।

২ জিবি র‌্যাম ও ৩২ জিবি ইন্টার্নাল স্টোরেজ থাকছে Z18-এ। দাম হতে পারে ৭৫০০ থেকে ৮০০০ টাকার মধ্যে।

Symphony Z30 Pro

(ছবি টেকলেখ থেকে নেয়া)

নামের শেষে Pro আছে, কিন্তু আসলে এটা সিম্পলি Z30-র 4/64 ভার্সন। আরেকটা তফাৎ হলো Z30-তে 32 বিট অ্যান্ড্রয়েড ছিলো, এটাতে 64 বিট। বাদবাকি আগের মতই বিল্ড, ডিজাইন, 6.52″ HD+ ডিসপ্লে, Helio A25, 13+5+2 MP রেয়ার, 5 MP সেলফি ক্যামেরা, 5000 mAh ব্যাটারী থাকছে এখানে। এমনকি কালার ভ্যারিয়েন্টও Z30-র মতই পার্সিয়ান ব্লু, ইনডিগো ব্লু ও আমাজন গ্রিন। ১০৫০০ বা আশেপাশে থাকতে পারে এর দাম।

3 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *