শাওমির স্বাধীন সাবব্র্যান্ড পোকো এবার অফিসিয়ালভাবে বাংলাদেশে আসতে চলেছে। শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী ও শাওমি বাংলাদেশের কমিউনিটি ম্যানেজার এমএন নাহিদ তাদের ফেসবুক স্ট্যাটাস আপডেটে এই অ্যানাউন্সমেন্ট জানিয়েছেন। জিয়াউদ্দীন চৌধুরী তার পোস্টে একটি নয় বরং কয়েকটি সারপ্রাইজ আসার কথা উল্লেখ করেন এবং ছবিতে তাদের হাতে দুটি করে স্মার্টফোন দেখা যায়।


MN Nahid এর পোস্টে সংযুক্ত ছবি দেখে অনুমান করা যাচ্ছে স্মার্টফোন দুটো হলো Poco C3 ও Poco M2। তবে পোস্টদুটোতে #TheGameChang3r#ExactlyWhatYouNeed হ্যাশট্যাগ যুক্ত আছে যেগুলো যথাক্রমে Poco C3 ও Poco X3 এর সাথে ইতোপূর্বে পোকো ইন্ডিয়া ব্যবহার করেছিলো। সব মিলিয়ে পোকোর কতগুলো কী কী ফোন বাংলাদেশে প্রারম্ভিকভাবে রিলিজ হয়, তা এখন দেখার অপেক্ষা।

2 Comments

  1. এমন নিউজ পেলে আরকি লাগে আমাদের !!!!!
    নিয়ন বাতি আমার খুব ভালো লাগছে প্রতিনিয়ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *