শাওমির স্বাধীন সাবব্র্যান্ড পোকো এবার অফিসিয়ালভাবে বাংলাদেশে আসতে চলেছে। শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী ও শাওমি বাংলাদেশের কমিউনিটি ম্যানেজার এমএন নাহিদ তাদের ফেসবুক স্ট্যাটাস আপডেটে এই অ্যানাউন্সমেন্ট জানিয়েছেন। জিয়াউদ্দীন চৌধুরী তার পোস্টে একটি নয় বরং কয়েকটি সারপ্রাইজ আসার কথা উল্লেখ করেন এবং ছবিতে তাদের হাতে দুটি করে স্মার্টফোন দেখা যায়।
এমন নিউজ পেলে আরকি লাগে আমাদের !!!!!
নিয়ন বাতি আমার খুব ভালো লাগছে প্রতিনিয়ত
😊