নিয়নবাতি-ফ্রেশলাইফ লেখো কনটেস্ট, চলবে ১ মার্চ থেকে ১৫ মার্চ, থাকছে অনেক আকর্ষণীয় পুরস্কার

আসসালামু আলাইকুম। নিয়নবাতির পক্ষ থেকে আমরা নিয়ে এলাম চমৎকার একটি কনটেস্ট, আর আমাদের পার্টনার হিসেবে রয়েছে Freshlife এবং ইন্সপায়ার বুকশপ। এই কনটেস্টে বিজয়ীদের জন্য রয়েছে বেশ কয়েকটি আকর্ষণীয় পুরস্কার এবং অংশ নেয়াও সহজ, শুধু অল্প কিছু নিয়ম মেনে লিখতে হবে পছন্দের বিষয়ে। আমাদের ফেসবুক গ্রুপে অ্যানাউন্সমেন্ট পোস্টে বিস্তারিত নিয়ম দেয়া আছে। অংশ নিতে হলে অবশ্যই আপনাকে গ্রুপে যুক্ত হয়ে নিতে হবে।
আর হ্যা, কনটেস্ট কিন্তু শুরু হচ্ছে ১ মার্চ থেকে, মানে ইতোমধ্যেই শুরু হয়ে গেছে! আর এটা চলবে ১৫ মার্চ পর্যন্ত, তো ১৫ দিন সময় আছে হাতে, এর মধ্যেই সুন্দর করে লেখা প্রস্তুত করে প্রকাশ করতে হবে নিয়নবাতি ফেসবুক গ্রুপে। আর এখানে কিন্তু খুব আকর্ষণীয় পুরস্কার থাকছে। বিজয়ী ৫ জনের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার, প্রত্যেকের জন্য থাকছে-
  • করজে হাসানা প্রকাশিত শ্রেষ্ঠমানব
  • শব্দতরু প্রকাশিত কল্পিত কারাবাস
  • ইনস্ট্যান্ট কফি
  • মোবাইল রিচার্জ
আর এখানেই শেষ নয়, মধু, রিচার্জসহ আরো আকর্ষণীয় পুরস্কার কিন্তু কনটেস্টে থাকছে, যার বিস্তারিত আছে ফেসবুক গ্রুপের অ্যানাউন্সমেন্ট পোস্টে!

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *