- লোকালহোস্টে বিনা খরচে ওয়ার্ডপ্রেস সাইট তৈরি (ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল – পর্ব ১)
- ওয়ার্ডপ্রেস.কম ব্যবহার করে ওয়েবসাইট তৈরি (ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল – পর্ব ২)
- নিজের হোস্টিংয়ে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি (ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল – পর্ব ৩)
- ম্যানুয়ালি ওয়ার্ডপ্রেস ইন্সটলেশন (ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল – পর্ব ৪)
- ওয়ার্ডপ্রেসে একটি পোস্ট লেখা (ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল – পর্ব ৫)
এর আগের আমরা দেখিয়েছি কীভাবে লোকালহোস্টে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করা যায়। তবে সেটি শুধুমাত্র চর্চার জন্যই প্রযোজ্য, যদি সত্যিকারের একটি ওয়েবসাইট তৈরি করতে হয়, তাহলে আসলে লোকালহোস্ট ব্যবহার করা সমাধান নয়। একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরিতে সাধারণভাবে আমাদের ডোমেইন ও হোস্টিং প্রয়োজন, যা সাধারণত কিনে নিতে হয়।
কিছু প্রোভাইডার বিনামূল্যে ডোমেইন বা হোস্টিং প্রোভাইড করে থাকে, তবে সেটা আসলে কোন কনভিনিয়েন্ট সমাধান হয় না সাধারণত, কেননা এই ফ্রি সার্ভিসগুলোতে প্রচুর লিমিটেশন থেকে থাকে। তবে আপনি যদি একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বিনামূল্যে করতে চান, সেক্ষেত্রে ওয়ার্ডপ্রেস.কম-এর সেবা গ্রহণ করা একটা সমাধান হতে পারে, যদিও এখানেও যথেষ্ট লিমিটেশন আছে।
এখানে একটা কনফিউশন পরিষ্কার করে নেয়া ভালো, তা হলো ওয়ার্ডপ্রেসের মূল ওয়েবসাইটটি হলো ওয়ার্ডপ্রেস.অর্গ (wordpress.org)। ওয়ার্ডপ্রেস.কম (wordpress.com) তাদের হোস্টিংয়ে ওয়ার্ডপ্রেস ব্যবহার করে, তবে এটা অফিসিয়ালি ওয়ার্ডপ্রেসের কোন প্রকল্প না বা সরাসরি সংযোগ নেই (যদিও পরোক্ষ কিছু সংযোগ আছে)। আরো জানতে এখানে দেখে নিতে পারেন।
ওয়ার্ডপ্রেস.কম তাদের হোস্টিং ও সাবডোমেইনে একটি ওয়েবসাইট বিনামূল্যে করার সুযোগ দেয়। তাদের বিনামূল্যের প্লানটিতে বড় লিমিটেশনগুলোর মধ্যে আছে- এখানে আপনি একটি টপলেভেল ডোমেইন পাবেন না, থিম বা প্লাগইনস আপলোড করতে পারবেন না প্রভৃতি। তবে সবচেয়ে বড় সমস্যা আমার যেটা মনে হয়, সাইটের ওপর তারা তাদের ব্যানার প্রদর্শন করে থাকে।
সত্যি বলতে আমি পার্সোনালি সাজেস্ট করব ফ্রিতে ওয়েবসাইট করতে হলে ওয়ার্ডপ্রেসের পরিবর্তে গুগলে সার্ভিস ব্লগস্পট একটা বেটার অপশন। তবে যেহেতু এই সিরিজটা ওয়ার্ডপ্রেস নিয়ে, তাই আমরা এটাই আলোচনা করছি।
প্রথমেই আমাদের ওয়ার্ডপ্রেস.কমে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। পরের ধাপে আপনাকে ডোমেইন চুজ করতে বলা হবে। এখানে বিভিন্ন টপ লেভেল ডোমেইন বিনামূল্যে প্রথম বছরের জন্য অফার করা হচ্ছে দেখে খুশি হবেন না, কেননা ওটা শুধু পেইড অ্যানুয়াল প্লানের সাথে ফ্রি। তাই আমরা অবশ্যই .wordpress.com সাবডোমেইনটি নির্বাচন করছি, যেটা সত্যিকার অর্থেই ফ্রি।
পরের ধাপে তারা তাদের বিভিন্ন প্লান অফার করছে। যদি আপনি ফ্রিতে ওয়েবসাইটটি করতে চান, তবে start with a free site নির্বাচন করুন।
আমাদের সাইট তৈরির প্রাথমিক কাজ অনেকটা সম্পন্ন হয়েছে এবং এখন সাইটের ড্যাশবোর্ডে দেখা যাচ্ছে। এখানে কিছু প্রাথমিক সাইট সেটআপ প্রদর্শন করা হচ্ছে। কোনটি সম্পন্ন করলে সেখানে টিক দেয়া থাকে এবং সবগুলো এখনই করতে হবে এমন না। প্রয়োজনমত প্রাথমিক সেটআপগুলো করে নিয়ে Launch your site থেকে সাইটটি লঞ্চ করে নিন।
Name your site অপশনে Site icon-টি মূলত ফেভিকন, যা ব্রাউজারে প্রদর্শিত হয়। তাই এটি বর্গাকার হওয়া উচিৎ। Update your homepage অপশনে আপনি ওয়ার্ডপ্রেসের ব্লক এডিটর ব্যবহার করে হোমপেজ এডিট করতে পারেন। তবে ডিফল্ট থিম পরিবর্তনের চিন্তা থাকলে আপাতত যেভাবে আছে রেখে দিতে পারেন।
লঞ্চ করার সময় আরেকবার আপনাকে কোন একটি পেইড প্লান বা ডোমেইনের জন্য বলা হতে পারে। সবার নিচে Skip Purchase অপশনটি রয়েছে।
সাইট লঞ্চ করার পর, অভিনন্দন! সবকিছু ঠিকঠাক থাকলে নির্ধারিত ঠিকানাটি থেকে এখন আপনার ওয়েবসাইটটি অন্যরা দেখতে পাবে। আমাদের পরবর্তী পোস্টগুলোতে মূলত সেল্ফ হোস্টেড ওয়ার্ডপ্রেস সাইটকে ফোকাসড রাখা হতে পারে, তবে বেসিক কিছু ব্যাপার ওয়ার্ডপ্রেস.কম ব্যবহার করে তৈরি সাইটেও অভিন্ন।