অনলাইন ক্লাস হোক কিংবা অনলাইন মিটিং, বিগ ডিসপ্লে স্মার্টফোন ব্যতীত সম্পূর্ণ অভিজ্ঞতা পাওয়া বলাই বাহুল্য! বর্তমান কোভিড পরিস্থিতিতে সারাবিশ্ব সহ আমাদের দেশের এমন অবস্থা তৈরি হয়েছে যে, শিক্ষা ব্যবস্থা আগের চাইতে অনেক বেশি অংশে অনলাইন নির্ভর হয়ে পড়েছে, এমন সময় দেখা যাচ্ছে বাসার ছোটো সোনামণিদেরও অনলাইন ক্লাসের জন্য একটি স্মার্টফোন লাগছে। সুতরাং আপনি যদি অনলাইন ক্লাসের জন্য একটি স্মার্টফোন কিনতে চান, অবশ্যই মাথায় রাখবেন সেই স্মার্টফোনটি যেন বড় ডিসপ্লে সমৃদ্ধ হয়।
এরকম প্রয়োজনের খাতিরে না হলেও অনেকে ব্যক্তিগতভাবে ইউজার এক্সপেরিয়েন্সের জন্যেও বিগ ডিসপ্লে স্মার্টফোন পছন্দ করেন। এই লেখায় আমরা বাজেটের ভেতর সেরা কয়েকটি বিগ ডিসপ্লে স্মার্টফোন নিয়ে আলোচনা করব।
Primo NF5
প্রিমো এনএফ৫ ওয়ালটনের সাম্প্রতিক সময় লঞ্চ হওয়া একটি স্মার্টফোন। স্মার্টফোনটিতে পাওয়া যাবে প্রায় ৭ ইঞ্চির কাছাকাছি ডিসপ্লে! এতে দেয়া হয়েছে ৬.৮২ ইঞ্চি ইন্সেল আইপিএস প্যানেলের ২০ঃ৯ রেসিও সমৃদ্ধ একটি ডিসপ্লে। সুতরাং নিঃসন্দেহে ডিসপ্লে সাইজের দিক দিয়ে এটি স্মার্টফোন কাম ফ্যাবলেট। যারা দারুন ডিজাইন, ক্যামেরা এবং বাজেটে একটি বিগ ডিসপ্লে স্মার্টফোন চান, তাদের জন্য প্রিমো এনএফ৫ দারুন হতে পারে।
একনজরে প্রিমো এনএফ৫
- ৬.৮২ ইঞ্চি বিগ ডিসপ্লে
- ৩ জিবি র্যাম, ৩২ জিবি রম
- ২৫৬ জিবি পর্যন্ত এক্সটারনাল মেমোরি সাপোর্ট
- হেলিও এ২০ চিপসেট
- ট্রিপল ক্যামেরা সেটাপ
- 8০০০ এমএএইচ ব্যাটারি
- ৯৬৯৯ টাকা
Primo RM4
৬.৫ ইঞ্চি ইনসেল আইপিএস প্যানেল এবং ৪৫০ নিটস ব্রাইটনেস নিয়ে ওয়ালটনের আরেকটি বিগ ডিসপ্লে স্মার্টফোন হচ্ছে প্রিমো আরএম৪। ডিসপ্লেটি ১৯ঃ৫ঃ৯ এস্পেক্ট রেসিও সমৃদ্ধ। কেবল ডিসপ্লের দিক দিয়েই নয়, স্মার্টফোনটি আপনার কাছে এগিয়ে থাকবে হার্ডওয়্যারের দিক দিয়েও। এই স্মার্টফোনটি আপনি পাবেন ৪ জিবি র্যাম এবং ৩ জিবি র্যাম দুইটি ভেরিয়েন্টেই। সেলফি লাভারদের জন্য স্মার্টফোনটির ফ্রন্ট প্যানেলে রয়েছে ৮ মেগাপিক্সেল সনি ক্যামেরা সেন্সর।
একনজরে প্রিমো আরএম৪ স্মার্টফোন
- ১৯.৫ঃ৯ এস্পেক্ট রেশিও সমৃদ্ধ ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস ইনসেল আইপিএস ডিসপ্লে প্যানেল
- ১২ ন্যনোমিটার প্রযুক্তির ১.৮ গিগাহার্জ ক্লক স্পীডের অক্টা-কোর হেলিও এ২৫ চিপসেট
- ৩/৪ জিবি র্যাম, ৬৪ জিবি র্যাম
- রিয়ারে ট্রিপল ক্যামেরা সেটাপ (১৩ মেগাপিক্সেল মেইন সনি সেন্সর)
- ফ্রন্টে ৮ মেগাপিক্সেল সনি সেলফি ক্যামেরা সেন্সর
- ৫৯৫০ এমএএইচ ব্যাটারি
- ১০৫৯৯ টাকা (৪ জিবি ভার্সন)
Primo N4
৬.৫ ইঞ্চি ডিসপ্লে নিয়ে ওয়ালটনের আরেকটি বিগ ডিসপ্লে স্মার্টফোন হচ্ছে প্রিমো এন৪। ২ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর সমৃদ্ধ এই স্মার্টফোনটির ডিসপ্লে এস্পেক্ট রেসিও ১৯ঃ৯। আরএম৪ এর মত এই স্মার্টফোনটিও ৩ জিবি র্যাম এবং ৪ জিবি র্যাম ভেরিয়েন্টে পাওয়া যাবে। স্মার্টফোনটিতে দেখা মিলবে ১৬ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ একটি ট্রিপল ক্যামেরা মডিউল। আর ফ্রন্টে পাওয়া যাবে ৫পি লেন্স সমৃদ্ধ ১৩ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর।
একনজরে প্রিমো এন৪ স্মার্টফোন
- ১৯ঃ৯ রেসিও সমৃদ্ধ ৬.৫ ইঞ্চি আইপিএস ডিসপ্লে
- ১৬+৮+২ মেগাপক্সেল রিয়ার ক্যামেরা সেটাপ
- ৪ জিবি র্যাম, ৬৪ জিবি রম
- ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
- ২টি সিম+ ১টি এসডি কার্ড ট্রে (3in1)
- ডুয়াল সিম ৪জি
- ৪০০০ এমএএইচ লিথিয়াম পলিমার ব্যাটারি
- ৯৭৯৯ (৩ জিবি ভার্সন), ১৩১৯৯ টাকা (৪ জিবি ভার্সন)
গেমিং হোক কিংবা মাল্টিমিডিয়া এক্সপেরিয়েন্স, স্মার্টফোনে বিগ ডিসপ্লে থাকার প্রয়োজনীয়তা অনেক। আর অনলাইন ক্লাস কিংবা অফিসিয়াল অনলাইন মিটিং এর জন্য তো বিগ ডিসপ্লে ছাড়া প্রশ্নই আসেনা! তো বড় ডিসপ্লের প্রয়োজনীয়তা বিবেচনা করে আজকের লেখায় আলোচনা করা হয়েছে বাজেটের ভেতর বিগ ডিসপ্লে সমৃদ্ধ কয়েকটি স্মার্টফোন নিয়ে, আশা করি তালিকা থেকে আপনি বাছাই করতে পারবেন আপনার পছন্দের বিগ ডিসপ্লে স্মার্টফোনটি।