ডাউনলোড করে নিন এড ফ্রি ইমো! (নিয়নবাতির নীতিবিরুদ্ধ একটি পোস্ট…)

একটা ওয়েবসাইট বা অ্যাপের আয়ের প্রধান উৎস প্রায়সই হয়ে থাকে বিজ্ঞাপন। কোন একটা সার্ভিস আমি ব্যবহার করছি, অথচ তাদের আয়ের রাস্তা, তথা বিজ্ঞাপন বন্ধ করে রাখছি, এই ব্যাপারটা আমার এমনিতে পছন্দ না। কিছু ওয়েবসাইট খুব বেশি বিজ্ঞাপন প্রদর্শন করে থাকে যা প্রায়সই বিরক্তির সৃষ্টি করে, তারপরও সেটা যদিওবা মেনে নেয়া হয়, অনেক ক্ষেত্রে বিজ্ঞাপনগুলো আসলে ঠিক সভ্যতার সীমারেখায় থাকে না, বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করে। যেকারণে বর্তমানে ফায়ারফক্সে অনেকটা বাধ্য হয়েই AdblockPlus এড-অনটি ব্যবহার করি।

অ্যান্ড্রয়েড অ্যাপের মধ্যে ইমো একটি উৎকৃষ্ট উদাহরণ, যেখানে বিজ্ঞাপনগুলো প্রায় সময়ই খুব বেশি বিব্রতকর। আবার দেখা যায় অনেক মানুষ এটা ব্যবহার করায় সম্পূর্ণ এভয়েড করা সবার জন্য সম্ভব হয় না। এক্ষেত্রে একটা সমাধান হতে পারে ইমো এড ফ্রি মডিফায়েড ভার্সন ব্যবহার করা। খুব সম্ভবত এটা পাইরেসির মধ্যে পড়ে। নিয়নবাতি সাধারণভাবে একটি পাইরেসিমুক্ত ব্লগ, যা আমরা শক্তভাবেই মেইনটেন করার চেষ্টা করি, তবে এই পোস্টে এর ব্যতিক্রম হচ্ছে, কেননা এটা হয়ত অনেককে সাহায্য করবে এবং সত্যি বলতে এক্ষেত্রে পাইরেসি করাটাই আমার মতে একটা বেটার অপশন।

জানিয়ে রাখি, Muslim Technician টেলিগ্রাম গ্রুপ হতে এই মড ভার্সন অ্যাপটি সংগৃহ করেছি এবং এটির মূল ক্রেডিট TELEDROID 🇧🇩 টেলিগ্রাম চ্যানেল, পরবর্তীতে আরো লেটেস্ট ভার্সন সম্ভবত তাদের চ্যানেলে পেতে পারেন। এই অ্যাপটি কতটুকু বিশ্বস্ত বা নির্ভরযোগ্য এবিষয়ে আমি কোন নিশ্চয়তা দিতে পারছি না। তবে এটি ব্যবহার করার অভিজ্ঞতায় শুধু এটুকু বলতে পারি, এটা ঠিকঠাক কাজ করে এবং বিজ্ঞাপন প্রদর্শন করে না।

ডাউনলোড

আর সবশেষে, নিয়নবাতি ব্লগেরও মূলত আয়ের একমাত্র উৎস বিজ্ঞাপন, তবে বিজ্ঞাপনের ক্ষেত্রে আমরা বিশেষ কিছু নীতিমালা অনুসরণ করে থাকি এবং এডসেন্সসহ তৃতীয় পক্ষের কোন নেটওয়ার্ক ব্যবহার করি না। এর মাধ্যমে আমরা অডিয়েন্সের জন্য সুন্দর একটি পরিবেশ নিশ্চিত করার চেষ্টা করছি, তবে একইসাথে তা আমাদের জন্য বিজ্ঞাপনপ্রাপ্তি অনেক কঠিন করে দিয়েছে। যাইহোক, নিয়নবাতি ব্লগে বিজ্ঞাপন প্রদানে ইচ্ছুক হলে বিস্তারিত দেখে নিতে পারেন এখানে। নিয়নবাতিতে বিজ্ঞাপন প্রকাশের একটা সুবিধা হলো এডব্লকারে সচারচর তা বিজ্ঞাপন হিসেবে চিহ্নিত হয় না, তাই এডব্লকার ব্যবহারকারীরাও প্রকাশিত বিজ্ঞাপন দেখতে পান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *