ফায়ারফক্সের আরেকটি আপডেট, ভিভালদিতে সুইচ করলাম (অ্যান্ড্রয়েড)

কয়েকদিন আগে একটি পোস্ট করেছিলাম, বড় ধরণের ডাউনগ্রেড আসলো ফায়ারফক্সের অ্যান্ড্রয়েড ভার্সনে, এই পোস্টটি ধরতে পারেন তার দ্বিতীয় পর্ব। দীর্ঘদিনের ফায়ারফক্স ইউজার হিসেবে ফায়ারফক্সের সাথে আমি অভ্যস্থ, কিন্তু নতুন ভার্সন আসার পর ফায়ারফক্স চালানোর কারণ আর খুঁজে পাচ্ছিলাম না।

আমি অপেক্ষায় ছিলাম ফায়ারফক্সের পরবর্তী আপডেটগুলোতে পুরনো ফিচারগুলো ফিরে আসবে, এবং ফায়ারফক্সের একটি নতুন আপডেট এসেছে, কিন্তু উন্নতি বিশেষ হয়নি 😶 ভালো বিষয় হলো, দুটো ফিচার ফিরে এসেছে, তবে আমি যে সমস্যাগুলোর কথা বলেছি তার একটিও সমাধান হয়নি।

নতুন আপডেটের কথায় যাওয়ার আগে আগের পোস্টের ধারাবাহিকতায় আরেকটু যোগ করতে চাই। ফায়ারফক্স থেকে কিছু একটা ডাউনলোড দিয়ে সেটা ওপেন করার জন্য মেনুতে ঘুরতে গেছিলাম, এবং আমি আশ্চর্য হয়ে দেখলাম, সেখানে Downloads এর কোন অপশন নেই! শেষে ফাইল ম্যানেজার থেকে খুঁজে বের করতে হলো…

আর ট্যাব অপশনটি নিচে নেমে গেছে তা তো বলেছিলামই, বলা হয়নি যে সেই সাথে সুন্দর একটা এনিমেশনও যোগ হয়েছে। সব জায়গায় সৌন্দর্যচর্চা চলে না, ট্যাব সুইচিংকে বিরক্তিকর পর্যায়ে নিয়ে নিয়ে যেতে এটা যথেষ্ট। আর এই Downloads না থাকা, কিংবা এনিমেশনের বিড়ম্বনাগুলো নতুন আপডেটেও বহাল তবিয়তে আছে।

Picture-in-Picture মোড খুঁজে পাইনি বলেছিলাম, তো কোন ফুল স্ক্রিনে রেখে হোমে চলে আসলে সেটা অটোমেটিকলি Picture-in-Picture হয়ে যায়, এটাই হয়ত বোঝানো হয়েছে। এভাবে রেখে দিয়ে ফায়ারফক্সে অন্য ট্যাব খোলা যায় না, তবে অন্যান্য অ্যাপ চালানো যায়। কিন্তু কথা হলো এটা তো আগেও ছিলো, নতুন কিছু না 😶

আগের আপডেট পেয়ে চেক করেছিলাম ফায়ারফক্সের রেটিং ৪.৩, এরপর দেখলাম ৪.২, আজ দেখলাম ৪.০ তে নেমে গেছে, আর প্রচুর 1* রেটিং যুক্ত হচ্ছে। অর্থাৎ, আমি একা নই, ইউজারদের বড় অংশ ফায়ারফক্সের নতুন আপডেট পছন্দ করেনি।

ইউজারদের অভিযোগগুলোর একটি ছিলো ব্যাক বাটন লং প্রেসে ট্যাবের হিস্টোরি আসতো, যে ফিচারটি বাদ পড়েছিলো। আগের পোস্টটি লেখার পরে আমিও বিষয়টি খেয়াল করেছিলাম, এবং এটা আসলেই দরকারি ফিচারগুলোর একটি তো এই ভার্সনে এটি ফিরে এসেছে।

আরেকটি ফিচার ফিরে এসেছে, তা হলো মেনুতে ব্যাক অপশন। এটার কোন উপকারিতা অবশ্য আমি দেখি না, কেননা অ্যান্ড্রয়েডের ব্যাক বাটন থাকতে মেনুতে থাকা না থাকায় কী যায় আসে…

এছাড়া ওভারঅল কিছুটা রিফাইন হয়েছে, তবে আমি অবশ্যই এই আপডেটে যেমনটা আশা করছিলাম তা একদমই পাইনি। আর এড-অনসের বিষয়টি আবার উল্লেখ করতে হচ্ছে, ফায়ারফক্সের পিসি ভার্সনের এড-অনসগুলো আগে মোবাইল ভার্সনেও চলতো, ক্রোমে বা অন্য ব্রাউজারগুলোতে এমনটা দেখিনি। কিন্তু এখন মোবাইলের এড-অনস আলাদা আর সংখ্যায় নগন্য। চেক করলাম, আগের আপডেটের সাথে নতুন কিছু যোগ হয়েছে কিনা, সম্ভবত একটিও হয়নি অথবা হলেও দুয়েকটি হতে পারে…

তো যাই হোক, আপাতত ফায়ারফক্স থেকে ভিভালদি ব্রাউজারে শিফট হচ্ছি, গতকাল থেকে অল্প সময়ের অভিজ্ঞতায় বেশ চমৎকার মনে হচ্ছে। আর সেই সাথে এখনও আশা থাকছে ফায়ারফক্স আগের সব ভালো ফিচারগুলো ফিরিয়ে আনবে, কেননা কিছু জিনিস ভিভালদিতে মিস করছি যা ফায়ারফক্সে অতীতে ছিলো…

আপডেট: দুয়েকদিন পরেই ফায়ারফক্সে ফিরে এসেছ, ফায়ারফক্স ছাড়া মজা পাই না…

2 Comments

  1. Akhono firefox default browser hisebe use kori. acarao yandex browser, tor browser, via use kori. jaihok onek sundor hoyece

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *