লোকালহোস্টে বিনা খরচে ওয়ার্ডপ্রেস সাইট তৈরি (ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল – পর্ব ১)
ওয়ার্ডপ্রেসের সাথে নতুন করে পরিচয় করিয়ে দেয়ার কিছু নেই। কেতাবি ভাষায় বললে ওয়ার্ডপ্রেস একটি জনপ্রিয় এবং বহুল ব্যাবহৃত কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (সিএমএস); যা পিএইচপি এবং মাইএসকিউএল দ্বারা তৈরি। এটি জিপিএল এর অধীনে লাইসেন্সকৃত, অর্থাৎ এটি ওপেনসোর্স, কিছু শর্তাধীনে যে কেউ এটি মডিফিকেশন করতে পারে। বর্তমানে ওয়ার্ডপ্রেস ব্যবহার করে বিজনেস ওয়েবসাইট, ই-কমার্স ষ্টোর, ব্লগ, পোর্টফোলিও, সোশ্যাল মিডিয়া, অনলাইন ফেরাম সহ বিভিন্ন ধরণের ওয়েবসাইট তৈরি করা হচ্ছে। বিশ্বের প্রায় ৪০ ভাগ ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি। অর্থাৎ মোটামুটি নিশ্চিত করে বলা যায় গড়ে আপনার ভিজিট করা প্রতি ৩ টি ওয়েবসাইট এর ১ টি ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি। আপনি এই লেখাটি যে ওয়েবসাইটে পড়ছেন সেই নিয়নবাতি ব্লগটিও ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি। প্রশ্ন আসতেই পারে কেন ওয়ার্ডপ্রেস এত জনপ্রিয়। অনেকগুলো কারণ আছে, এটা ফ্রি, ব্যবহার করা সহজ, প্রায় সব ধরণের ওয়েবসাইট বানানো যায়, বিভিন্ন থিমস, প্লাগইনস প্রভৃতি এভেইলেবল, অনলাইনে প্রচুর টিউটোরিয়াল পাওয়া যায় এবং আরো অনেক। কোন পূর্ব অভিজ্ঞতা ছাড়াও আসলে ওয়ার্ডপ্রেসে অনেকক্ষেত্রেই খুব চমৎকার ওয়েবসাইট বানানো…