
ঈদ মানে আনন্দ।ঈদ মানে একে অপরের সাথে আনন্দ ভাগাভাগি করে নেওয়া।কিন্তু এই আনন্দের সীমারেখা কতটুকু,তা আমাদের আল্লাহ তায়ালা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শিখিয়ে দিয়েছেন।এর বাইরে যাওয়াটা হবে সীমালঙ্ঘন।আর আল্লাহ তায়ালা সীমালঙ্ঘনকারীকে ও উদ্ধুতপূর্ণ চলাচলকারীকে পছন্দ করেন না।
আমরা যেন ঈদের মতো পবিত্র দিনকে গান-বাজনা,মোজ-ফুর্তি,জিনা-ব্যাভিচারের মতো খারাপ কাজে ব্যয় না করি।হালাল কাজের মধ্যেও কাপড় কেনাকাটা,গলা পর্যন্ত খাওয়া,এসব ক্ষেত্রেও সীমার মধ্যে থাকা উচিত।
আল্লাহ আমাদের সকলকে পরিপূর্ণ দ্বীনের পথে চলার তাওফিক দান করুক, আমিন ইয়া রহমানুর রহিম।
রোজার ঈদের দিন কি কি করা উচিত?
প্রিয়বক্তা মিজানুর রহমান আজহারী শেখাচ্ছেন আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর দেখানো পথে যেভাবে ঈদ উদযাপন করতে হবে👇