Ryans × Lenovo ওয়ারেন্টি এক্সপ্রেরিয়েন্স (IdeaPad Slim 3i 15ITL)
সমস্যা ছিলো চার্জিং ইস্যু ও ডাউন অ্যারো কী কাজ না করা। আমি ভেবেছিলাম দুই বছর ওয়ারেন্টির সময়কাল বোধহয় শেষ হয়ে গেছে, চেক করে দেখলাম জানুয়ারীর ৭ তারিখ পর্যন্ত আছে। যেকারণে একদম শেষ সময়ে এসে ওয়ারেন্টির সুবিধা নিতে পারলাম। এবং আলহামদুলিল্লাহ, দুটো সমস্যাই সমাধান হয়েছে। ডিসেম্বরের ২৫ তারিখে সার্ভিসিংয়ে দিয়েছিলাম, আজকে ৬ জানুয়ারী রিসিভ করলাম। ল্যাপটপের কন্ডিশন ও প্রাসঙ্গিকভাবে নিজের অগোছালো স্বভাবের কিছু কথা বলে নিতে হচ্ছে কনটেক্সটের জন্য। সত্যি বলতে আমি ল্যাপটপের সবচেয়ে যত্নশীল ব্যবহারকারীদের একজন না। যেহেতু একাডেমিক ও নন-একাডেমিক বিভিন্ন এক্টিভিটির জন্য ল্যাপটপ ব্যবহার করি, তাই আমার ল্যাপটপ খুব বেশি বিশ্রামও পায় না। এছাড়া প্রচুর টাইপ করা হয়, এবং আমি বিল্টইন কীবোর্ড ও মাউস ব্যবহার করি। আলাদা কুলার ব্যবহার করি না, তাই বেশি প্রেসার পড়লে মোটামুটি হিটও হয়। সব মিলিয়ে দুই বছর পর হিটিং ও রাফ ইউসেজ মিলিয়ে স্টিকার উঠে গেছিলো, বডিতে বিশেষ করে টাচপ্যাড ও কীবোর্ডের আশেপাশে রং উঠে গেছিলো অনেকাংশে (হু, ল্যাপটপেরও রং উঠে)। এছাড়া একটা…