গ্নোম ডেস্কটপে স্ক্রিনশট নেয়া (১ মিনিট টিউটোরিয়াল)

উবুন্টু, জরিন, পপ ওএস সহ সাধারণভাবে সব গ্নোম ডেস্কটপযুক্ত ওএসেই খুব সহজে স্ক্রিনশট নেয়া যায়, আর স্ক্রিন রেকর্ড করাও খুবই সহজ। স্ক্রিন রেকর্ডের ১ মিনিট টিউটোরিয়াল আগেই লিখেছি, আজকে স্ক্রিনশট নেয়ার পদ্ধতি দেখাচ্ছি। গ্নোম ডেস্কটপে “Screenshot” নামের অ্যাপ ইনক্লুড করা-ই থাকে, ব্যবহার করা একদমই সহজ।

তবে সুবিধাজনক হলো কীবোর্ড শর্টকাট ব্যবহার করা। পুরো স্ক্রিনের স্ক্রিনশট নেয়ার জন্য PrintScreen কী, বর্তমান উইন্ডোর স্ক্রিনশটের জন্য Alt+PrintScreen কী, আর সিলেকশনের স্ক্রিনশট নেয়ার জন্য Shift+PrintScreen কী। স্ক্রিনশট সরাসরি Pictures ফোল্ডারে সেভ হবে।

যদি আপনি চান সেভ না হয়ে ক্লিপবোর্ডে কপি হয়ে থাকুক, তাহলে সাথে Ctrl প্রেস করুন। অর্থাৎ, পুরো স্ক্রিনের স্ক্রিনশট কপি করতে Ctrl+PrintScreen, বর্তমান উইন্ডোর জন্য Ctrl+Alt+PrintScreen, সিলেকশনের জন্য Ctrl+Shift+PrintScreen।

শর্টকাটগুলো আপনি নিজের মত পরিবর্তন করে নিতে পারেন। Settings 🡲 Keyboard Shortcuts থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *