স্নাপড্রাগন ৬৬৫ এর সাথে দারুণ একটি স্মার্টফোন আসলো ‘ওয়ালটন এস৮ মিনি’ নামে!
৫০০০ এম.এ.এইচ-এর এই ফোনটিতে প্রথমবারের মতো আসছে ওয়ালটনের নিজস্ব ইউ.আই ‘ভিস্মার্ট’
পিছনে চারটি ক্যামেরা ও সামনে ১৩ এম.পি ক্যামেরা নিয়ে এসেছে ফোনটি।
ফুল এইচডি+ রেজুলেশনের এই ফোনটি ৩টি কালারে পাওয়া যাবে
এর র্যাম ভ্যারিয়েন্ট রয়েছে দুইটি, ৪/৬৪ এবং ৬/৬৪। র্যাম এক্সপান্ড করা যাবে ২৫৬ জিবি পর্যন্ত।তবে একইসাথে দুইটি সিম ও মেমোরি ব্যবহার করতে পারা যাবে,যা খুব-ই ভালো ব্যাপার।
এপ্রিল ২০১৯ এ রিলিজ হওয়া চিপসেট স্নাপড্রাগন ৬৬৫ এর সাথে আসায় অনেকে একটু হতাশ হয়েছেন হয়তো।তবে চিপসেট পুরাতন হওয়ায় ভালো অপটিমাইড ও কমদামে পাওয়ার সম্ভাবনা থাকে।তাছাড়া এই চিপসেটটি বাজেট অনুযায়ী ভালো পারফরম্যান্স ও ব্যাটারি ব্যাকআপ দিয়ে প্রশংসা কুড়িয়েছে আরো আগেই…