২০২০ সালের ডিসেম্বরে টেলিগ্রামের প্রতিষ্ঠাতা সিইও ডুরভ পাভেল টেলিগ্রামের পরবর্তী পথ পরিকল্পনা তুলে ধরেছিলেন, যেখানে প্রিমিয়াম সাবস্ক্রিপশন মডেল ও পাবলিক চ্যানেলে বিজ্ঞাপন প্রদর্শনের বিষয়টি উঠে আসে। এরপর ২০২১-এর শেষের দিকে এখানে এডভার্টাইজেশন চালু হয়। বর্তমানে টেলিগ্রামের মাসিক ইউজার সংখ্যা ৭০ কোটি ছাড়িয়েছে এবং এর সাথে ২১ জুন, solstice এর দিন থেকে যুক্ত হয়েছে প্রিমিয়াম সাবস্ক্রিপশন ফিচার।
টেলিগ্রামের পূর্বের সব ফিচার আগের মতই ফ্রি থাকছে। প্রিমিয়াম ইউজারদের জন্য অধিকাংশ লিমিট দ্বিগুন করা হয়েছে, যেমন ২ জিবির পরিবর্তে ৪ জিবি পর্যন্ত ফাইল শেয়ারিং, বায়ো ও ক্যাপশনে দ্বিগুন ক্যারেক্টার লিমিট প্রভৃতি। পাশাপাশি প্রিমিয়াম ইউজাররা ভয়েস টু টেক্সট কনভার্সন, চ্যাট লিস্ট ও চ্যাট পেজে এনিমেটেড প্রোফাইল পিকচার, লিমিটহীন ডাউনলোড স্পিড, এডভান্সড চ্যাট ম্যানেজমেন্ট, প্রিমিয়াম রিয়েকশন ও স্টিকার্স প্রভৃতি ফিচারগুলো পাবেন।
টেলিগ্রামের নতুন আপডেটের বিস্তারিত: 700 Million Users and Telegram Premium