29 views

কালো পর্দার জাদু: টার্মিনালের মজার কিছু কমান্ড
লিনাক্সের জগতে টার্মিনালের কালো পর্দাটারই আকর্ষণ যেন সবচেয়ে বেশি। কী আছে এই জাদুময়ী পর্দায়? কেন এত কদর এর? চলুন দেখে নিই এই জাদুময়ী কালো পর্দার কিছু জাদু। আজকে খুব মজার কিছু কমান্ড শেয়ার করব। কিছু করার না পেয়ে যদি রাদারফোর্ডনেসের সীমা পার করে বোর হয়ে যেতে থাকেন, তাহলে কমান্ডগুলো কাজে আসতে পারে। যেখানে ইন্সটলের কোন নির্দেশিকা নেই, সেখানে সাধারণভাবে, অর্থাৎ সফটওয়্যার ম্যানেজার বা apt, pacman, dnf কমান্ড ব্যবহার করে ইন্সটল করতে পারবেন। আর যেখানে নির্দেশনা আছে, ইন্সটলের জন্য তা অনুসরণ করুন।
espeak
espeak, ব্যবহারের দিক দিয়ে খুব সিম্পল একটি কমান্ড, যা লিখবেন, সেটাই বলবে। উচ্চারণের স্টাইলটা সেই! espeak প্যাকেজটি ইন্সটল করে এরকম কমান্ড লিখতে হবে: espeak text-to-speak, খেয়াল রাখতে হবে, যে টেক্সট উচ্চারণ করবে তার মাঝে স্পেস থাকবে না, – ব্যবহার করা যেতে পারে।
sl
sl অর্থ steam locomotive। তো এই কমান্ডের কাজ কী? বিশেষ কিছু না, এটা দিয়ে টার্মিনালে এট্টু ট্রেন চালিয়ে নিতে পারেন… 🙄 পুঁউউ, ঝিকঝিক ঝিকঝিক…
asciiquarium
তে.কি.না, টার্মিনালে মাছ চাষ… পরিবেশবান্ধব জিনিস… উবুন্টুতে ইন্সটল করতে PPA লাগবে, এজন্য জাস্ট কমান্ডটা কপি পেস্ট করুন,
sudo add-apt-repository -y ppa:ytvwld/asciiquarium && sudo apt install -y asciiquarium
cowsay
গরু একটি গৃহপালিত প্রাণী। এই নিরীহ প্রাণীকে যা বলতে বলবেন, তাই বলবে … cowsay text অথবা cowthink text এভাবে লিখতে হবে…
telnet towel.blinkenlights.nl
কোন ইন্সটলেশন প্রয়োজন নেই, অবশ্য সক্রিয় ইন্টারনেট কানেকশন লাগবে। এই কমান্ড দিয়ে কী করে তা নাহয় ভিড্যুতে দেখে নিন 🙄
সামনে আরো জাদু দেখানোর ইচ্ছে আছে। আর সবশেষে যেটা বলতে চাই,
(কমেন্ট ও সাবস্ক্রাইব ফর্ম পেতে নিচের দিকে স্ক্রল করুন)