This entry is part 4 of 5 in the series ক্যালকুলেটর

আগের পর্বে আমরা বিভিন্ন রকম সমীকরণের সমাধান করার পদ্ধতি দেখেছি, এই পর্বে দেখবো কীভাবে অসমতা সমাধান করতে হয়। Casio fx-991EX-এ দ্বিঘাত, ত্রিঘাত অথবা চতুর্ঘাত অসমতার সমাধান করা যায়। আমরা একটি অসমতা নিই, x3 + 4x2 + x – 6 ≥ 0

অসমতার সমাধানের জন্য MENU থেকে B: Inequality নির্বাচন করতে হবে।

আমাদের অসমতায় x এর সর্বোচ্চ ঘাত ৩, তাই Polynomial Degree 3 নির্বাচন করতে হবে।

পরের ধাপে আমাদের সমস্যাটি ax3+bx2+cx+d≥0 আকারে রয়েছে, তাই 3 নির্বাচন করতে হবে।

এরপর x বিভিন্ন ঘাতের সহগ ও ধ্রুবপদের মানের ঘরগুলো পূরণ করতে হবে।

সবশেষে ‘=’ চাপলে আমাদের উত্তর চলে আসবে।

Series Navigation<< ক্যালকুলেটর (পর্ব ৩): সাধারণ, বহুপদী ও যুগপৎ সমীকরণ সমাধানক্যালকুলেটর (পর্ব ৫): সংখ্যা পদ্ধতির রূপান্তর ও লজিকাল অপারেশন >>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *