এক মিনিট টিউটোরিয়াল

ফায়ারফক্সে হোমপেজে ওয়েবসাইট পিন করার পদ্ধতি (১ মিনিট টিউটোরিয়াল)

খুব সহজ কিছু জিনিস কখনো একদম চোখের সামনে থেকেও দৃষ্টি এড়িয়ে যায়। আমারও সেই অবস্থা হয়েছিলো ফায়ারফক্সের হোমপেজে কিছু সাইট পিন করতে গিয়ে। আমি জাস্ট খুঁজে পাচ্ছিলাম না নতুন সাইট পিন করার অপশন কোথায় আছে। ওয়েব সার্চ করেও যথাযথ রেজাল্ট পাচ্ছিলাম। তাই ফাইনালি যখন এটা ফাইন্ড আউট করলাম, তখন মনে হলো একটা ছোট্ট টিউটোরিয়াল লিখে ফেলা-ই যায়। টিউটোরিয়ালটি অ্যাপ্লিকেবল হবে যদি হোমপেজ বা নিউ ট্যাব হিসেবে Firefox Home সিলেক্ট করা থাকে, যেটা ফায়ারফক্সে ডিফল্ট। পেজের ওপরে ডান কোণে গিয়ার আইকন অথবা Settings > Home থেকে হোমপেজ কাস্টমাইজেশনের কিছু অপশন আছে। এর মধ্যে Shortcut সেকশনটিতে বিভিন্ন সাইটের কুইক একসেস আইকন থাকে। এমনিতে বেশি ভিজিট হওয়া সাইটগুলো থাকে এখানে। কোন আইকনের এডিট বাটনে ক্লিক করে সেটি পরিবর্তন করে কাঙ্ক্ষিত ওয়েবসাইটের URL প্রদান করতে হবে। সাথে টাইটেল ও ইমেজও পরিবর্তন করা যেতে পারে। রিঅ্যারেঞ্জ বা এডিট করা আইকনগুলো পিন হয়ে থাকবে। ডিফল্ট অবস্থায় ফেরাতে চাইলে আনপিন করতে হবে। শর্টকাট সেকশন থেকে বাদ দিতে…

আরো পড়ুনফায়ারফক্সে হোমপেজে ওয়েবসাইট পিন করার পদ্ধতি (১ মিনিট টিউটোরিয়াল)

ফিডোরাতে ফ্র্যাকশনাল স্কেলিং (১ মিনিট টিউটোরিয়াল)

এর আগে আমি 1366*768 রেজ্যুলেশনে 18.5″ HD মনিটর ব্যবহারকারী ছিলাম, আমার নতুন ল্যাপটপ-এর মনিটরটি 15.6″ FHD, যেখানে অপটিমাল রেজ্যুলেশন 1920*1080। এখানে কনটেন্টগুলো ডিফল্ট স্কেলিংয়ে আমার অভ্যস্থতার তুলনায় বেশ ছোট বোধ হয়। কিন্তু এখন অবধি ফিডোরাতে ফ্র্যাকশনাল স্কেলিং বাই ডিফল্ট সাপোর্ট নেই দেখে কিছুটা হতাশই হলাম, সেটিংসে শুধু ১০০% ও ২০০% স্কেলিং অপশন রয়েছে, ১২৫% বা ১৫০% নয়। সমাধান সহজ। টার্মিনালে কমান্ড দিন- gsettings set org.gnome.mutter experimental-features “[‘scale-monitor-framebuffer’]” এরপর লগ আউট-লগইন করলে Settings > Display > Scale – এ ফ্র্যাকশনাল স্কেলিং অপশনগুলো চলে আসার কথা, না পেলে রিস্টার্ট করে দেখতে পারেন। আমার ক্ষেত্রে প্রথমে অপশনগুলো আসেনি, যদ্দুর মনে পড়ে লগ আউট-লগইনের পরেও, একারণে রিস্টার্টের কথাটা বললাম।   বাট ব্যাপারটা হলো এইটা আমার পছন্দের সল অনলাইনে আরো কিছু সমাধান পেলেও কাজ হয়নি আমার ক্ষেত্রে। যেটাতে সমাধান হলো (কোথায় পেয়েছিলাম খুঁজে পাচ্ছিনা) তা হলো Gnome Tweaks (Gnome Tweak Tool) ব্যবহার করে Fonts > Scaling Factor > 1.25 বা প্রিফার্ড ভ্যালু সেট করে দিতে…

আরো পড়ুনফিডোরাতে ফ্র্যাকশনাল স্কেলিং (১ মিনিট টিউটোরিয়াল)

পপ ওএস বা উবুন্টু ডকে আইকনে ক্লিক একশন হিসেবে মিনিমাইজ-সহ আরো ৮টি বিকল্প এনাবল করা (১ মিনিট টিউটোরিয়াল)

পপ ওএস ২১.০৪-এ তারা নতুন একটি ডক যুক্ত করেছে এবং উবুন্টুতে ডক আগে থেকেই ছিলো। উবুন্টুর ডকে কোন আইকনে ক্লিক করলে যদি একটি উইন্ডো ওপেন থাকে, তবে সেটি একটিভ হয়, একাধিক উইন্ডো ওপেন থাকলে উইন্ডোগুলো প্রদর্শিত হয়, যেখান থেকে প্রয়োজনীয়টি একটিভ করা যায়। পপ ওএসের ডকে একটি উইন্ডোর ক্ষেত্রে একটিভ হয়, একাধিক উইন্ডো হলে উইন্ডোগুলোর মধ্যে সাইকেল করে অর্থাৎ প্রতি ক্লিকে চক্রাকারে একেকটি উইন্ডো একটিভ করে। আমরা অনেকেই সাধারণত ফোকাসে থাকা উইন্ডো ক্লিক করে মিনিমাইজ করতে অভ্যস্থ, সেটা এখানে বাই ডিফল্ট হয় না। সেটিংসেও এটা পরিবর্তনের অপশন নেই। তবে উভয় ওএসের ডক-ই আসলে ড্যাশ টু ডক এক্সটেনশনের মডিফাইড ভার্সন, তাই একটা সিম্পল কমান্ডে ক্লিক একশন পরিবর্তন করে নেয়া যায়। আপনি যেটি চাইছেন, সেই কমান্ড ব্যবহার করুন: ক্লিক করলে ক্লিককৃত অ্যাপটি- ১. ফোকাস হবে, ফোকাসে থাকলে মিনিমাইজ হবে: gsettings set org.gnome.shell.extensions.dash-to-dock click-action ‘minimize’ ২. একটি উইন্ডো থাকলে ফোকাস/মিনিমাইজ হবে, একাধিক উইন্ডো থাকলে সবগুলো প্রিভিউ দেখাবে: gsettings set org.gnome.shell.extensions.dash-to-dock click-action ‘minimize-or-previews’ ৩.…

আরো পড়ুনপপ ওএস বা উবুন্টু ডকে আইকনে ক্লিক একশন হিসেবে মিনিমাইজ-সহ আরো ৮টি বিকল্প এনাবল করা (১ মিনিট টিউটোরিয়াল)

গ্নোম ডেস্কটপে স্ক্রিনশট নেয়া (১ মিনিট টিউটোরিয়াল)

উবুন্টু, জরিন, পপ ওএস সহ সাধারণভাবে সব গ্নোম ডেস্কটপযুক্ত ওএসেই খুব সহজে স্ক্রিনশট নেয়া যায়, আর স্ক্রিন রেকর্ড করাও খুবই সহজ। স্ক্রিন রেকর্ডের ১ মিনিট টিউটোরিয়াল আগেই লিখেছি, আজকে স্ক্রিনশট নেয়ার পদ্ধতি দেখাচ্ছি। গ্নোম ডেস্কটপে “Screenshot” নামের অ্যাপ ইনক্লুড করা-ই থাকে, ব্যবহার করা একদমই সহজ। তবে সুবিধাজনক হলো কীবোর্ড শর্টকাট ব্যবহার করা। পুরো স্ক্রিনের স্ক্রিনশট নেয়ার জন্য PrintScreen কী, বর্তমান উইন্ডোর স্ক্রিনশটের জন্য Alt+PrintScreen কী, আর সিলেকশনের স্ক্রিনশট নেয়ার জন্য Shift+PrintScreen কী। স্ক্রিনশট সরাসরি Pictures ফোল্ডারে সেভ হবে। যদি আপনি চান সেভ না হয়ে ক্লিপবোর্ডে কপি হয়ে থাকুক, তাহলে সাথে Ctrl প্রেস করুন। অর্থাৎ, পুরো স্ক্রিনের স্ক্রিনশট কপি করতে Ctrl+PrintScreen, বর্তমান উইন্ডোর জন্য Ctrl+Alt+PrintScreen, সিলেকশনের জন্য Ctrl+Shift+PrintScreen। শর্টকাটগুলো আপনি নিজের মত পরিবর্তন করে নিতে পারেন। Settings 🡲 Keyboard Shortcuts থেকে।

আরো পড়ুনগ্নোম ডেস্কটপে স্ক্রিনশট নেয়া (১ মিনিট টিউটোরিয়াল)

গিম্পে লেখাকে ৩০ সেকেন্ডে দিন দারুণ ইফেক্ট (১ মিনিট টিউটোরিয়াল)

হঠাৎই এটা আবিষ্কার করলাম, ফিচার ছবির মত টেক্সট ইফেক্ট গিম্পে মাত্র ৩০ সেকেন্ডে দেয়া যায়। জাস্ট প্রয়োজনীয় টেক্সট লিখতে হবে, দুবার লং শ্যাডো ফিল্টার অ্যাপ্লাই করতে হবে। প্রথমবার Length 0, Composition: Shadow minus image, দ্বিতীয়বার Composition: Shadow plus image, Length পছন্দমত এডজাস্ট করে নিতে হবে। ব্যাকগ্রাউন্ড লেয়ার ডার্ক, আর শ্যাডো কালার লাইট হলে ভালো দেখায়। গিম্প নিয়ে যাদের কিছুটা পরিচিতি আছে, তারা মনে হয় ওপরের প্যারা থেকেই চেষ্টা করলে পারবেন। আর যদি সবকিছু কানের সাথে ১৩ ডিগ্রি কোণ করে মাথার দু’আঙ্গুল ওপর দিয়ে চলে যায়, তাহলেও চিন্তা নেই, ভিডিও দিয়ে দিচ্ছি।   আর তারপর অ্যালাইনমেন্ট করার জন্য প্রথমে টেক্সট লেয়ারে Layer > Crop to Content, তারপর Alignment Tool সিলেক্ট করে টেক্সটের ওপর ক্লিক করে অ্যালাইন করে নিতে পারেন। সবশেষে সেভ করুন।

আরো পড়ুনগিম্পে লেখাকে ৩০ সেকেন্ডে দিন দারুণ ইফেক্ট (১ মিনিট টিউটোরিয়াল)

লিনাক্স টার্মিনালে একসাথে একাধিক কমান্ড দেওয়া (১+ মিনিট টিউটোরিয়াল)

লিনাক্স ব্যবহার করলে অবশ্যই কমান্ড লাইন নিয়ে নাড়াচাড়া করে থাকবেন। গ্রাফিকাল পদ্ধতিতে বেশ সময় প্রয়োজন এরকম একটা কাজ অনেক সময়ই ছোট্ট একটা কমান্ড দিয়ে টার্মিনালে খুব সহজে করা যায়। বিষয়টা আরেকটু মজার আর আরো সহজ করতে আমরা কিন্তু একাধিক কমান্ড একসাথে এক্সিকিউট করতে পারি। এটা খুবই সহজ, এজন্য কমান্ডগুলোর মাঝে & অথবা ; অথবা && অথবা || ব্যবহার করতে হবে। তো এদের ব্যবহারিক পার্থক্য কী? ধরা যাক, আমার পিসিতে Blender ইন্সটল নেই, GIMP আর Inkscape ইন্সটল আছে। এখন কোন কমান্ড দিলে কী হয় দেখে নিই: &: কমান্ডগুলো একসাথে এক্সিকিউট হবে। gimp & blender & inkscape কমান্ড দিলে GIMP আর Inkscape একসাথে ওপেন হবে, Blender যেহেতু নেই, Command ‘blender’ not found দেখাবে। ;: একটি শেষ হলে পরেরটি, এভাবে সবগুলো কমান্ড এক্সিকিউট হবে। gimp ; blender ; inkscape কমান্ড দিলে GIMP ওপেন হবে। GIMP ক্লোজ করলে Command ‘blender’ not found দেখাবে এবং তারপর Inscape ওপেন হবে। &&: কোন কমান্ড সফলভাবে সমাপ্ত (রিটার্ন…

আরো পড়ুনলিনাক্স টার্মিনালে একসাথে একাধিক কমান্ড দেওয়া (১+ মিনিট টিউটোরিয়াল)

সয়াপ ফাইল যোগ করার সবচেয়ে সহজ উপায় (১ মিনিট টিউটোরিয়াল)

সয়াপ হলো ভার্চুয়াল র‍্যাম। এটা হার্ডডিস্কের একটা অংশ যেটা র‍্যামের মত ব্যবহার হয়। পারফর্মেন্স অবশ্যই আসল র‍্যামের আশেপাশে না, তারপরও যদি র‍্যাম কম হয়, সয়াপ সত্যিই পারফর্মেন্সে বড় ইম্প্রুভমেন্ট আনতে পারে। বিশেষ করে র‍্যাম ৪ জিবির কম হলে এটা খুবই প্রয়োজন। বেশি র‌্যাম থাকলে অবশ্য জরুরী না। আগে সয়াপ  ব্যবহারের জন্য আলাদাভাবে একটি পার্টিশন করতে হত। তবে এখন মেজর মোটামুটি সব ডিস্ট্রোই সয়াপ ফাইল সমর্থন করে। আগে র‌্যামের দেড় থেকে দ্বিগুণ সয়াপ দিতে পরামর্শ দেয়া হত। তবে বেশি র‌্যাম হলে ৪ জিবি সয়াপ পর্যাপ্ত হবে বোধ করি। স্টোরেজ সংকট থাকলে আরো কম দিতে পারেন। free -h কমান্ড দিয়ে দেখতে পারেন সয়াপ স্পেস আছে কিনা। ৪ জিবি সাইজের একটি সয়াপফাইল তৈরির জন্য সিম্পলি নিচের কমান্ড কপি করে টার্মিনালে পেস্ট (ctrl+shift+v) করুন। আর অন্য সাইজের জন্য 4G এর পরিবর্তে প্রয়োজনীয় সাইজ দিয়ে রিপ্লেস করে দিন। আশা করি ১০ সেকেন্ডের বেশি লাগবে না। sudo fallocate -l 4G /swapfile && sudo chmod 600 /swapfile…

আরো পড়ুনসয়াপ ফাইল যোগ করার সবচেয়ে সহজ উপায় (১ মিনিট টিউটোরিয়াল)

গ্নোম ডেস্কটপে স্ক্রিন রেকর্ডের সবচেয়ে সহজ উপায় (১ মিনিট টিউটোরিয়াল)

গ্নোম ডেস্কটপে স্ক্রিন রেকর্ডের সবচেয়ে সহজ উপায় (১ মিনিট টিউটোরিয়াল) গ্নোম ডেস্কটপ সবচেয়ে জনপ্রিয় ডেস্কটপ ইন্টারফেসগুলোর একটি। উবুন্টু, পপ ওএস, ফিডোরাসহ বেশ কিছু ডিস্ট্রিবিউশনের ফ্ল্যাগশিপ হলো গ্নোম এডিশন এবং আরো অনেক ডিস্ট্রিবিউশন গ্নোম এডিশন প্রদান করে। গ্নোমে স্ক্রিন রেকর্ড করার জন্য বাড়তি কোন ইউটিলিটি প্রয়োজন নেই, শুধু প্রেস করুন shift+alt+ctrl+r আর রেকর্ড শুরু হয়ে যাবে। বন্ধ করতে একই কম্বিনেশন আবার প্রেস করতে হবে। বাই দা ওয়ে, super মানে উইন্ডোজ কী আরকি! নোটিফিকেশন বারে একটি বৃত্ত দেখে রেকর্ড হচ্ছে কিনা বোঝা যায়। কিন্তু একটি সমস্যা, বন্ধ না করলেও ৩০ সেকেন্ড পর আপনাআপনি বন্ধও হয়ে যাবে। এটার সমাধান একদমই সহজ, নিচের কমান্ড ব্যবহার করুন, শেষের 3600 বোঝায় ৩৬০০ সেকেন্ড বা এক ঘন্টা, অন্য কোন ভ্যালুও ব্যবহার করতে পারেন, অর্থাৎ সর্বোচ্চ দৈর্ঘ্য যত সেকেন্ড সেট করতে চাইছেন। gsettings set org.gnome.settings-daemon.plugins.media-keys max-screencast-length 3600 আর শর্টকাটটি পরিবর্তন করতে Settings > Keyboard Shortcuts > Record a short screencast অপশন থেকে পছন্দের কম্বিনেশন সেট করে নিন। আশা…

আরো পড়ুনগ্নোম ডেস্কটপে স্ক্রিন রেকর্ডের সবচেয়ে সহজ উপায় (১ মিনিট টিউটোরিয়াল)