যদি সূত্রগুলো কীভাবে এসেছে তা না বোঝো, তাহলে তোমার কনসেপ্টে বড় ঘাটতি যেমন থেকে যাবে, তেমনি পদার্থবিজ্ঞান পড়ায় যে আনন্দ থাকতে পারে, তা তুমি উপলদ্ধি করতে পারবে না।
কাজের একটা সুন্দর সংজ্ঞা হিসেবে আমরা বলতে পারি, বল প্রয়োগের মাধ্যমে বস্তুতে শক্তির স্থানান্তর ঘটানোই কাজ। এখন প্রশ্ন হলো শক্তি কী? শক্তি হলো কাজ করার সমার্থ্য।
চাপ হলো একক ক্ষেত্রফলে কোন তলের ওপর লম্বভাবে প্রযুক্ত বল। চাপকে P দ্বারা প্রকাশ করা হয়। মনে করো A ক্ষেত্রফলে F বল লম্বভাবে প্রযুক্ত হচ্ছে। তাহলে চাপ, P = F/A