আসসালামু আলাইকুম।
লোকালহোস্ট- মানে কম্পিউটারে লোকালি হোস্ট হবে, কোন ক্লাউড হোস্টিংয়ে না। একটা ওয়েবসাইট পাবলিশ করার জন্য যখন হোস্টিং প্রয়োজন হয়, যদি ওয়ার্ডপ্রেস শেখা বা চর্চার জন্য বা টেস্টিংয়ের প্রয়োজন হয়, তাহলে লোকালহোস্ট ব্যবহার করাটা সুবিধাজনক পদ্ধতি।
তো অনেককাল আগে এইজন্য XAMPP ব্যবহার করতাম। অনেকদিন পর সম্প্রতি আবার লোকালহোস্টে কিছু জিনিস দেখার প্রয়োজন হচ্ছিলো। তো তার মধ্যে XAMPP এর থেকে অনেকগুণ সহজ এবং আরো ইউজফুল একটা টুলের সন্ধান পেয়ে গেলাম- Local।
Local অবশ্য স্পেসিফিকালি ওয়ার্ডপ্রেসের জন্য। XAMPP-এর মত জেনারেল পারপোজ না। তবে XAMPP শুরুতে একটু হলেও শেখার ব্যাপার আছে। সেখানে Local খুবই মডার্ন ও ইনটুইটিভ একটা টুল। ওয়ার্ডপ্রেস সাইট তৈরি করা জাস্ট তিন-চার ক্লিকের ব্যাপার। এমনকি লাইভ লিঙ্ক শেয়ারের একটা ফিচার আছে, ক্লায়েন্টকে সরাসরি সাইটটি লাইভ করে দেখাতে পারবেন।
ইন্সটলেশন
ওয়েবসাইট থেকে আপনার অপারেটিং সিস্টেমের জন্য ডাউনলোড করে সাধারণ সফটওয়্যারের মত ইন্সটল করে নিতে হবে, কোন জটিলতা নেই। লিনাক্সের জন্য তারা deb (উবুন্টু, মিন্ট প্রভৃতি) ও rpm (ফিডোরা, রেডহ্যাট প্রভৃতি) ফরমেট অফার করে। সাথে উইন্ডোজ ও ম্যাক ওএস সমর্থন তো আছেই। এটা ফ্রি, তবে ডাউনলোডের সময় ইমেইল প্রদান করতে হয় (ভুল ইমেইল দিলেও ডাউনলোড হয় যদিও…)।
নতুন সাইট তৈরি
নতুন একটা সাইট তৈরি করা ঠিক এতটাই সিম্পল-




তারপর Local নিজেই ওয়ার্ডপ্রেস ইন্সটলেশন, ডাটাবেজসহ বাদবাকি সেটআপ করে নিবে।
ওয়ার্ডপ্রেস প্রাক্টিস
সাইট তৈরির পর Local থেকে সাইটটি Start বা Stop করতে পারবেন। Open site থেকে সাইটটি দেখতে পারবেন। WP Admin থেকে সাইট তৈরির সময় দেয়া ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে ওয়ার্ডপ্রেসের এডমিন প্যানেল এক্সেস করতে পারবেন। ভার্সন ম্যানেজমেন্ট সহ আরো ফিচার আছে এখানে।



লাইভ লিঙ্ক
লোকালহোস্ট এমনিতে প্রাক্টিসের জন্য, এটা অনলাইনে লাইভ হবে না, আপনার কম্পিউটারেই শুধু দেখা যাবে। কিন্তু ক্লায়েন্টকে দেখানোর জন্য সাময়িকভাবে লাইভ করার জন্য Live Link একটা অসাধারণ ফিচার আছে। এটার জন্য অবশ্য ফ্রি অ্যাকাউন্ট করে লগইন করে নিতে হবে। Live Link এনাবল করলে একটা লিঙ্ক তৈরি হবে, যেখানে একটা ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে অনলাইনে সাইটটা দেখা যাবে। মূলত আপনার কম্পিউটারই এখানে সার্ভার হিসেবে ব্যবহার হবে, কাজেই কম্পিউটার বন্ধ করে দিলে বা নেট সংযোগ ব্যাঘাত ঘটলে লাইভ থাকবে না। তবে ক্লায়েন্টের ডেমো দেখানোর জন্য এটা গেমচেঞ্জিং।

বিজ্ঞাপন: গ্রাফিক্স ডিজাইন, ওয়েবসাইট তৈরি, কনটেন্ট রাইটিং প্রভৃতি ধরণের প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার দক্ষতা সম্পর্কে ও বিভিন্ন কাজগুলো এখানে আছে: মুত্তাকীর ডায়েরি। যোগাযোগের জন্য: টেলিগ্রাম | ফেসবুক | হোয়াটসঅ্যাপ








