আসসালামু আলাইকুম।
নোট নেয়ার জন্য Obsidian একটি চমৎকার অ্যাপ। এখানে আপনি আলাদা আলাদা Vault তৈরি করতে পারবেন এবং Vault-গুলোর মধ্যে বিভিন্ন ফোল্ডার, সাবফোল্ডার প্রভৃতির মধ্যে নোট তৈরি করতে পারবেন এবং বিভিন্ন নোটগুলোর মধ্যে লিঙ্ক তৈরি করতে পারবেন। বিভিন্ন নোটের মধ্যে লিঙ্ক তৈরি করা বা লেখা, ছবি ও বিভিন্ন নোট নিয়ে ক্যানভাস তৈরি এরকম বিভিন্ন ফিচার এখানে আছে। আবার প্লাগইন সমর্থনও আছে।
কোন কিছু নিয়ে পড়াশোনার সময়, বা কোন বিষয়ে খন্ড খন্ড চিন্তাগুলোকে গুছিয়ে রাখতে Obsidian বেশ ইউজফুল হতে পারে। যেমন একটা গল্প লেখার সময় বিভিন্ন চরিত্র, জায়গা, তাদের মধ্যে সম্পর্ক, গল্পের বিভিন্ন অধ্যায় এই ব্যাপারগুলো সুন্দরভাবে বিন্যস্ত করে রাখতে Obsidian সাহায্য করতে পারে।
তবে Obsidian এর মজার ব্যাপার যেটা, এখানে একটা ভল্ট মূলত আপনার ডিভাইসে একটা ফোল্ডার (ও তার ভেতরে থাকা সাবফোল্ডার ও ফাইল) ছাড়া আর কিছুই না। নোটগুলো এখানে মার্কডাউন (.md) ফর্মেটে থাকে, যেটা টেক্সট ফরমেটিংয়ের জন্য অনেক জায়গাতে ব্যবহৃত স্ট্যান্ডার্ড একটি ফর্মেট। যেকারণে Obsidian-এ তৈরি নোটগুলোর ওপর ব্যবহারকারীর পূর্ণ নিয়ন্ত্রণ থাকে, Obsidian-এর ওপর কোন নির্ভরতা থাকে না। একইসাথে এই ব্যাপারটা অনেক ভার্সেটাইল ইউজকেসের সুযোগ তৈরি করে।
যেমন, আমাদের পড়াশোনা বিষয়ক ওয়েবসাইট পরাবৃত্ত Hugo-তে তৈরি, যেখানে মার্কডাউন হিসেবে পোস্টগুলো লিখতে হয়। মার্কডাউনে লাইনের শুরুতে # দিয়ে হেডিং, ** ** এর মধ্যে রেখে বোল্ড করা, একরম কিছু ফর্মেটিং ব্যবহার হয়, যেটা যেকোন টেক্সট বা কোড এডিটর দিয়ে লেখা সম্ভব। তবে Obsidian-এ সরাসরি ভিজুয়ালি মার্কডাউন এডিট করা যায়, যেটা অনেক সুবিধাজনক। আবার বিভিন্ন ক্লাস, আর বিষয়গুলো ওখানে জাস্ট আলাদা আলাদা ফোল্ডার ও সাবফোল্ডার, যেকারণে Obsidian খুবই সুবিধাজনক এই জায়গাতে।

Obsidian-এর আরো অনেকরকম ফিচার আছে। যেমন গ্রাফ ভিউ-এ বিভিন্ন ফাইলের সাথে অন্য ফাইলগুলো কীভাবে লিঙ্ক করা ওভারভিউ দেখা যায়। Canvas ব্যবহার করে নিজের মত ছবি, নোট, ওয়েবপেজ প্রভৃতি যুক্ত করে ভিউ তৈরি করা যায়। এর বাইরে Obsidian এর জন্য কমিউনিটির তৈরি প্লাগইনসের হিউজ কালেকশন রয়েছে, যেগুলো বিভিন্ন প্রয়োজনে সাহায্য করতে পারে।


Obsidian-এ বাংলা লেখায় দুয়েকসময় একটু সমস্যা হয়। যেমন শব্দের মাঝখানে যুক্তবর্ণ লিখতে গেলে সমস্যা হওয়া বা এরকম কিছু দিক। তবে বাদবাকি লেখা যায় বাংলা।
Obsidian-এর সাধারণ সব ফিচার ফ্রি। তবে একাধিক ডিভাইসের মধ্যে ভল্টগুলো Synchronized রাখতে চাইলে মাসে $4 (বাৎসরিক প্লান) এর Sync প্যাকেজ প্রয়োজন হবে। ওয়েবে উইকি-স্টাইলে নোট পাবলিশ করার জন্য Publish আরেকটি প্লান আছে- মাসে $8। কমার্শিয়াল ইউসেজের জন্যও Obsidian ফ্রি, তবে তাদের সাপোর্ট করতে চাইলে $25 এর আর্লি অ্যাকসেস ও $50 এর কমার্শিয়াল লাইসেন্স আছে।








