ইসলামী যিন্দেগী: মুসলিমদের দৈনন্দিন জীবনে অতি প্রয়োজনীয় একটি অ্যাপ

প্লে-স্টোরে মুসলিমদের জন্য অনেক অ্যাপ রয়েছে। তন্মধ্যে ইসলামী যিন্দেগী আমার মতে শ্রেষ্ঠ (অন্তত বাংলা ভাষায়)। জামি`আ রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসার অর্থায়নে অ্যাপটি তৈরি এবং ডেভেলপ হয়।

প্রথমেই বলে রাখি অ্যাপটি মুসলিমদের দৈনন্দিন ব্যবহারের জন্য। এতে কোনো এড, সাবস্ক্রিপশন নেই। অ্যাপটির UI অত্যান্ত ক্লিন ও মডার্ন। এর ডিজাইন, কালার কম্বিনেশন, ফন্ট সবমিলিয়ে গর্জিয়াস। 😍

এই অ্যাপ এ প্রপার ফন্ট ব্যবহার করা হয়েছে। তাই আল-কোরআন আরবি এবং বাংলায় পড়তে কোনো সমস্যা হবে না। প্রতিটি সূরার অডিও ডাউনলোড করা যায়।  💖

রেগুলার ফিচারের পাশাপাশি নামাজ, ইফতার-সাহরি এর সময় (এলার্ম সেট করা যায়) , তসবিহ, কিবলা কম্পাস উল্লেখযোগ্য।

স্পেশাল ফিচারগুলোর কথা না বললেই নয়। বিল্টইন অনেকগুলো ইসলামিক বই রয়েছে। একটি সুন্দর Widget রয়েছে। এটি ম্যানুয়ালী রিফ্রেশ করতে হয়।

অ্যাপটি অনেক অপটিমাইজড। তাই গত রমজান থেকে ব্যাবহারের ফলেও মাত্র ৬৩ Mb storage দখল করেছে 🤗 ‌।

এটি অ্যানড্রয়েড ও আইওএস এ অ্যভেলেবল। বিস্তারিত জানতে ও ডাউনলোড করতেClick Here

পরিশেষে বলছি রেটিং 4.7 দেখে ইনস্টল করার সময় যতটা আশা করেছিলাম, আলহামদুলিল্লাহ তার চেয়েও অনেক বেশি কিছু পেয়েছি। 💝

4 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *