প্লে-স্টোরে মুসলিমদের জন্য অনেক অ্যাপ রয়েছে। তন্মধ্যে ইসলামী যিন্দেগী আমার মতে শ্রেষ্ঠ (অন্তত বাংলা ভাষায়)। জামি`আ রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসার অর্থায়নে অ্যাপটি তৈরি এবং ডেভেলপ হয়।
প্রথমেই বলে রাখি অ্যাপটি মুসলিমদের দৈনন্দিন ব্যবহারের জন্য। এতে কোনো এড, সাবস্ক্রিপশন নেই। অ্যাপটির UI অত্যান্ত ক্লিন ও মডার্ন। এর ডিজাইন, কালার কম্বিনেশন, ফন্ট সবমিলিয়ে গর্জিয়াস। 😍
এই অ্যাপ এ প্রপার ফন্ট ব্যবহার করা হয়েছে। তাই আল-কোরআন আরবি এবং বাংলায় পড়তে কোনো সমস্যা হবে না। প্রতিটি সূরার অডিও ডাউনলোড করা যায়। 💖
রেগুলার ফিচারের পাশাপাশি নামাজ, ইফতার-সাহরি এর সময় (এলার্ম সেট করা যায়) , তসবিহ, কিবলা কম্পাস উল্লেখযোগ্য।
স্পেশাল ফিচারগুলোর কথা না বললেই নয়। বিল্টইন অনেকগুলো ইসলামিক বই রয়েছে। একটি সুন্দর Widget রয়েছে। এটি ম্যানুয়ালী রিফ্রেশ করতে হয়।


এটি অ্যানড্রয়েড ও আইওএস এ অ্যভেলেবল। বিস্তারিত জানতে ও ডাউনলোড করতেClick Here
পরিশেষে বলছি রেটিং 4.7 দেখে ইনস্টল করার সময় যতটা আশা করেছিলাম, আলহামদুলিল্লাহ তার চেয়েও অনেক বেশি কিছু পেয়েছি। 💝
Very useful app
thanks. stay with neonbati
মুস্লিম প্রো এর বাঙলা ভার্শন মনে হচ্ছে । 😌
তার চেয়েও ১০০ গুণ ভালো