
AI কি গল্প লিখতে পারে? ৭টি AI-কে দিয়ে একই গল্প লেখানো ও বিশ্লেষণ
AI কি সৃষ্টিশীল কিছু করতে পারে? যদি কোন সত্যিকারের হৃদয় তার পেছনে না থাকে, তবে কি কোন শিল্পকে শিল্প বলা যায়? কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতির সাথে এই প্রশ্নটা বারবার আসছে। অঙ্ক করা, প্রোগ্রামিং সমস্যা সমাধান করা, অ্যাসাইনমেন্ট করে দেয়া, বা তথ্য সাজিয়ে দেয়া এগুলো একটা দিক, কিন্তু সৃষ্টিশীলতা- এটা সম্পূর্ণ আলাদা একটা বিষয়। মানুষ গল্প কেন লিখে? উত্তরটা একটু কঠিন। হয়ত আপনি নিজেও কখনো আপনমনে খাতার কিছু পৃষ্ঠায় কিছু খসড়া লিখেছেন। কেন? পৃথিবীতে কোটি কোটি গল্প থাকার পরও কেন নতুন একটা গল্প লেখার কথা মনে হলো? বোধহয় এটা মানুষের নিজেকে প্রকাশের একটা মাধ্যম। একটা ভাষা, যেখানে শুধু কথায় যে কথাগুলো বলা যায় না, সেরকম জমানো কিছু আবেগ প্রকাশ করা যায়। এজন্য গল্প লিখে না যে সেটা পৃথিবীর শ্রেষ্ঠ গল্প হবে- বরং এজন্য লিখে যে সেটা তার নিজের গল্প হবে। আর আমি ভেবেছিলাম, এই জায়গাটা কখনো হয়ত AI নিতে পারবে না। কিন্তু, এখানে আরো প্রশ্ন আছে। AI-এর আবেগ নেই। গল্প লেখার কথা…