দানবেরা দেখতে ঠিক মানুষেরই মত। পার্থক্যটা কী জানেন? সহমর্মিতা। আরেকজনকে উপলদ্ধি করতে পারা, আরেকজনের জায়গা থেকে ভাবতে পারা। সহমর্মিতা যাদের আছে তারা মানুষ। যাদের নেই, তারা যন্ত্র অথবা দানব।

এই উপলদ্ধিটুকু যখন আপনি করতে পারবেন না, আরেজনের গায়ে আঘাত লাগলেও তার সেই যন্ত্রণা-ই হয়, যেমনটা আপনার হয়- তখন আপনি অমানুষ। যখন কিছু ইট-পাথর হারানোর শোক আপনার চোখে পানি এনে দিবে, অথচ শত শত মানুষের জীবনকে কিছু মনে হবে না- তখন আপনি অমানুষ।

সব পার্থক্যের মাঝেও দিনশেষে কখনো একটা জায়গাতে আমরা সবাই ঠিকই এক হতে পারি- কারণ সবকিছুর পরেও, আমরা তো মানুষই।

এই দিনগুলো বিভীষিকাময়। কিন্তু এর মাঝে কিছু শিক্ষা নতুন করে নেয়ার রয়েছে। যদি আপনার চারপাশের সবকিছুর মাঝেই আপনি জুলুম-অবিচার খুঁজে পান, তবে আপনি প্রথমজন হোন, যে সবার থেকে নিজেকে আলাদা করবে। যার জন্য আরেকজন দুর্ভোগের শিকার হবে না। যে সিস্টেম অথবা ওপরমহলের আদেশে অন্ধভাবে না চলে সেই ন্যায়-অন্যায়বোধ আর বিবেকবোধ থেকে কাজ করবে, যা সৃষ্টিকর্তা মানুষকে দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *