নিয়নবাতি একটি বাংলা ব্লগ যেখানে ইসলাম, বিজ্ঞান, প্রযুক্তি, ফ্যাক্টস, বই প্রভৃতি বিষয়ে আর্টিকেল প্রকাশ করা হয়। এছাড়া এখানে নিয়মিত টেক নিউজ পাবলিশ করা হয়। আমরা সবসময়ই সচেষ্ট যেন আমাদের আর্টিকেলগুলো মানসম্মত হয়। সংখ্যা বৃদ্ধির তুলনায় মান বৃদ্ধির দিকে সচেতন থাকতে, ভিউবৃদ্ধির জন্য প্রতারণাপূর্ণ বা বিভ্রান্তিকর শিরোনাম দেওয়া বা এধরণের কোন পদ্ধতিগুলো পরিহার করতে আমরা চেষ্টা করি।
বর্তমানে ইউটিউবিংয়ের জনপ্রিয়তা বেশ, তবে বাংলা ভাষায় মানসম্মত ব্লগের সংখ্যা এখন খুব বেশি নয়। যারা ভিডিও দেখার তুলনায় লেখা আকারে পড়তে স্বচ্ছন্দ্যবোধ করেন, আমাদের আর্টিকেলগুলো তাদের বিশেষভাবে ভালো লাগবে ইন শা আল্লাহ।
নিয়নবাতিতে ইচ্ছাকৃতভাবে কোন ভুল তথ্য না প্রকাশের বিষয়ে সচেতন থাকা হয়। তবে মানুষ হিসেবে অবশ্যই আমাদের ভুল হয়। কোন তথ্য, অনুবাদ, ব্যাকরণ যেকোন ধরণের ত্রুটি চোখে পড়লে সংশ্লিষ্ট আর্টিকেলের কমেন্টবক্স অথবা ইমেইল (neonbatiblog@gmail.com) অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের অবহিত করলে আমরা তা সমাধানে সচেষ্ট হব ইন শা আল্লাহ।
নিয়নবাতি ব্লগে ইসলামের দৃষ্টিতে অননুমোদিত, অসামাজিক এবং অশোভন কনটেন্ট পরিহার করা হয়। এটি একটি পাইরেসিমুক্ত ব্লগ (প্রায়)।