শুরু হয়েছিলো স্বপ্নবাজ কিছু কিশোরদের টিম হাই ড্রিমার্সের হাত ধরে ২০১৪ সালে গড়ে ওঠা ব্লগ Game Reviews Plus Bangladesh-এর সাথে। তারপর যখন লেখার পরিধি গেম ছাড়াও অন্য টপিকগুলোতে বিস্তৃত হয়, তখন নামটা বদলে রাখা হয় Green Ranzers Plus Bangladesh। নামের সংক্ষেপ অবশ্য রাখা হয় অপরিবর্তিত, GR+ BD।
GR+ BD ছিলো আমাদের স্বপ্নরাজ্য। কিন্তু বাস্তব কখনো একটু কঠিন হয়। কোয়ালিটি কনটেন্টের সাথে একটা ব্লগ ম্যানেজ করার জন্য কিছু চ্যালেঞ্জ থাকে। দরকার হয় সময়, অর্থ, এবং অবশ্যই কঠোর পরিশ্রম- কেননা ভালো কিছু লিখতে হলে আগে নিজেকে জানতে হয়। আমাদের জন্য সবকিছু ম্যানেজ করা খুব সহজ ছিলো না। সময়ের সাথে মানুষেরও পরিবর্তন আসে। টিমের কারো কারো ব্লগ লেখার থেকে অন্য কিছু দিকে আগ্রহ জন্মাতে থাকে। GR+ BD সব মিলিয়ে হয়ে যায় অনিয়মিত, তারপর আরো অনিয়মিত। শেষ পর্যন্ত ২০১৮ সালের শুরুতে এসে আমাদের সেই সিদ্ধান্তটা নিতে হয়, যেটা খুব কষ্টকর ছিলো, অন্তত আমার জন্য- হার মেনে নেয়া।
কিন্তু ব্লগিংয়ের প্রতি আবেগগুলো আমার কখনো হারায়নি, GR+ BD এর শেষ পর্যন্তও না, আর তার পরেও না। প্রতিটি পতন নাকি আরেকবার উঠে দাঁড়ানোর সুযোগ দেয়। GR+ BD-র ডিসকন্টিনিউয়েশনের পর বছরখানেক পর টিম হাই ড্রিমার্সের সুলভ ভাইয়ের অনুপ্রেরণায় আবারো ফিরে আসা হয় হযবরল.বাংলা-র সাথে, আর তার দু’বছর পর ডোমেইন পরিবর্তন করে নতুনভাবে গড়ে তোলা হয় নিয়নবাতি।
ভাবতে অবাক লাগে ৫ বছর চলে গেছে GR+ BD-এর সমাপ্তির পর। কিন্তু GR+ BD এই নামটার প্রতি আমার অনুভূতিগুলো মলিন হয়নি কখনো। বাস্তব থেকে স্বপ্নগুলো অনেক দূরে চলে গেলেও, স্বপ্নগুলোই যে মানুষকে এগিয়ে চলার প্রেরণা দেয়- যার সাথে দেখা শত স্বপ্ন, মনের মাঝে খুব বিশেষ কোন স্থানে সে তো জায়গা নিয়ে রাখবেই। তাই ফিরে আসা, নতুন দৃষ্টিতে আবারো পুরনো স্বপ্নগুলো আরো একবার দেখার জন্য।
GR+ BD আমরা নতুনভাবে গড়ে তুলছি। আগের মতই প্রযুক্তি ব্লগ হিসেবে। তবে নিয়নবাতি যেহেতু বাংলায় আছে এখন, তাই GR+ BD-র ভাষা থাকছে ইংরেজি। আশা করি এটা আমাদের একটা বৃহত্তর অডিয়েন্সের কাছে পৌঁছে দিবে। এখন সময় আবারো স্বপ্ন দেখার- ইন শা আল্লাহ, প্রত্যাশা ভালো কিছুর।