১৫ হাজারে সত্যিই কি ভালো ডিল ইনফিনিক্স নোট ৮আই?
Infinix Note 8i এই ডিভাইসটি ২৫ তারিখে লঞ্চ হলো আমাদের দেশে। তবে অন্য কিছু দেশে অনেক আগে থেকেই এভেইলেবল ছিলো এটি, ভারতসহ ইনফিনিক্স বিজনেস করে, এমন দেশগুলোতে। বাংলাদেশে এর দাম রাখা হয়েছে ১৪৯৯০ টাকা। আমার কাছে এইদামে বেশ প্রমিসিং ডিভাইস মনে হয়েছে এটাকে। কেন তা আমি আলোচনা করছি আমার পোস্টে। কম্পিটিটর- এর কিন্তু বেশ কিছু শক্ত কম্পিটিটর আছে, রেডমি ৯, পোকো এম৩, নারজো ২০, পোকো এম২। তবে ইনফিনিক্স কম্পিটিটরদের জন্য যথেষ্ট চ্যালেঞ্জিং করেই Note 8i তৈরি করেছে। ডিজাইন- ডায়ামন্ড কাট প্যাটার্ন বেশ ভালোই দেখায়। ব্যাকপার্টে কিন্তু কোন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নেই, যেহেতু তা সাইড মাউন্টেড। ব্যাটারি এন্ড চার্জিং- গতানুগতিক ইনফিনিক্স ফোনের সিগনেচার বড় ব্যাটারি এতেও থাকছে স্বাভাবিক। ফোন টিকে পাওয়ার করছে ৫২০০ এমএএইচের একটা ব্যাটারি। সাথে১৮ ওয়াট চার্জিং সাপোর্টেড ডিসপ্লে- এই সেক্টর মনে হয় বলার অপেক্ষা থাকে না, ইনফিনিক্সের কী- সেলিং পয়েন্ট বড় ডিসপ্লে’র কথা। থাকছে ৬.৭৮ ইঞ্চ এইচডি+( হ্যা এইচডি+ নট ফুল এইচডি) একটি আইপিএস এলসিডি ডিসপ্লে। হ্যা, ফুল এইচডি…