স্বাধীনতা এবং তারপর…
আসসালামু আলাইকুম। স্বাধীনতাকে কিছুদিন ধরে নতুনভাবে উপলদ্ধি করছি। সত্য বলতে কি, মানুষ যখন সত্য বলতে কিংবা ন্যায়ের পথে চলতে আর জালিমের ভয় পায় না, তখনই সে স্বাধীন। তাতে যদি চরম কোন পরিণতি ভোগ করতে হয়, তবু যতদিন বাঁচবো ততদিন যদি সিংহের মত বাঁচা যায়, যদি জীবনের থেকে বড় কিছুর জন্য মৃত্যুকে বরণ করা যায়, তবেই কি জীবন আর মৃত্যুর সার্থকতা না? আলহামদুলিল্লাহ। লিখতে গিয়ে আর অজানা একটা আতঙ্ক ঘিরে ধরছে না। রাস্তায় যখন চলছি, সবার মধ্যে একটা স্বতঃস্ফুর্ত ভাব। যেন এক অদৃশ্য চাপ চলে গেছে সবার ওপর থেকে। চিন্তা করি, প্রাণ দিয়ে যাদের এই স্বাধীনতার মূল্য দিতে হয়েছে, তারাও কি স্বাধীনতার উজ্জল এক সূর্যোদয় দেখতে চাননি? নিশ্চয়ই চেয়েছিলেন, সম্ভবত আমাদের সবার চেয়ে বেশি চেয়েছিলেন, তাই প্রাণ দিয়ে তার দাম দিতে দ্বিধা করেননি। প্রার্থনা করি আল্লাহ তাদেরকে এমন শান্তির জায়গায় রাখুন, যার সাথে পৃথিবীর কোন কিছুর তুলনা হয় না। পঙ্গুত্ববরণ করেছেন অনেকে, গুরুতর আহত হয়ে হাসপাতালে আছেন। দুয়া করি আহতদের সবাইকে…