মেমরি কার্ড কেনার আগে যে বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখা প্রয়োজন
সময়ের সাথে সাথে মোবাইল ফোন যেমন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে, তেমনি তথ্য সংরক্ষণের জন্য নিত্যপ্রয়োজনীয় বস্তুতে পরিণত হয়েছে মেমরি কার্ড। একসময় যে মেমরি কার্ড অল্প কিছু ইলেক্ট্রনিক্স দোকানে পাওয়া যেত, সেখানে আজ পাওয়া যাচ্ছে সিডি- ডিভিডি, ফ্লেক্সি-লোড এর দোকানে; আর সাথে সাথে কমেছে দাম ও। তাই প্রশ্ন উঠছে এর গুনগত মান নিয়ে। লাইফটাইম গ্যারান্টি- মেমরি কার্ড নিয়ে সর্বপ্রথম যে বিষয়টি জানা প্রয়োজন, তা হলো লাইফ টাইম গ্যারান্টি। প্রায় সকল ব্রান্ডের মেমরির ব্যাপারে বলা হয় লাইফটাইম গ্যারান্টি। আপনাদের অনেকের মনে হতে পারে হয়ত লাইফ-টাইম গ্যারান্টি মানে আজীবন যে কোনো সময় সমস্যা হলেই গ্যারান্টি পাওয়া যাবে, যেহেতু লাইফটাইম কথাটি দ্বারা সেকথাই বুঝানো হয়। কিন্ত এ জীবন যে সে জীবন নয়, তা মেমোরি কার্ডের প্যাকেজিং পড়লেই বোঝা সম্ভব! মেমোরি কার্ড তৈরিতে ব্যবহার করা হয় ফ্ল্যাশ মেমোরি সার্কিট। এসব সার্কিট থেকে কতবার ডাটা পড়া যাবে ও ডাটা লেখা যাবে সেটির একটি নির্দিষ্ট পরিমাণ রয়েছে। কম দামী মেমোরি কার্ডের ক্ষেত্রে হয়ত ১০,০০০ বার আর…