কেন গেম এখন শুধু বিনোদনের মধ্যে সীমাবদ্ধ নয়? গেমের আসক্তি থেকে মুক্তির উপায়…
মানুষ কেন গেম খেলে? উত্তরটা হওয়া উচিৎ ছিলো বিনোদনের একটি মাধ্যম হিসেবে। একটা সময় আমরা নোকিয়া মোবাইলে যখন স্নেক গেম খেলতাম, তখনকার প্রেক্ষিতে এই সংজ্ঞা সঠিক হলেও হতে পারে, কিন্তু এখন নিশ্চিতভাবেই বলা যায় শুধু এটুকুর মধ্যেই গেম সীমাবদ্ধ নেই। গেম নিয়ে আমরা হয়ে পড়ছি খুব বেশি সিরিয়াস, পরিণতিও হচ্ছে ভয়াবহ। পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি কিংবা সর্বশেষ Among Us-এর মত গেমগুলো রীতিমত আসক্তি পর্যায়ে পৌছে যাচ্ছে, এমনকি গেম খেলতে না দেয়ায় আত্মহত্যা [১] বা নিজের বাবাকে হত্যা করে মাথা-পা বিচ্ছিন্ন করে ফেলার [২] মত গা শিউরে ওঠা ঘটনা আমরা দেখেছি সংবাদপত্রে। এই ঘটনাগুলোকে বিচ্ছিন্ন ঘটনা বলে হয়ত গেমিংকে জাস্টিফাই করা যেতে পারে, হয়ত গেম খেলার পক্ষে শতশত যুক্তির ফিরিস্তি দেয়া যেতেই পারে, কিন্তু সর্বোপরি বর্তমানে গেমের প্রভাব যে আমাদের জীবনে অধিকাংশে নেতিবাচক এটা সম্ভবত অস্বীকার করার সুযোগ নেই। গেমের জন্য প্রচুর অর্থব্যয়, সময়ের অপচয়, নিজের কাজে অমনোযোগ, পরিবার ও সমাজ থেকে বিচ্ছিন্নতাসহ সামাজিক জীবনে যে প্রভাব পড়ছে, তাকে…