MH Murshed

MH Murshed

এই প্রশ্নগুলোর উত্তর সঠিক জানা আছে তো?

সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? না, এতদিন আপনি ভুল জেনে আসেননি। এটা সঠিক যে, মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। তবে, সেটা তখনই যখন আমরা সমুদ্রপৃষ্ঠ থেকে মাপবো। সমুদ্রপৃষ্ঠ থেকে মাউন্ট এভারেস্টের চূড়ার উচ্চতা ৮,৮৫০ মিটার। অন্যদিকে মাওনা কেয়া (Mauna Kea) নামে একটি পর্বত আছে, যার সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা এভারেস্টের অর্ধেকেরও কম, মাত্র ৪,২০৫ মিটার। কিন্তু সমুদ্র তলদেশে যেখানে পর্বতের সূচনা হয়েছে, সেখান থেকে মাপলে মাওনা কেয়ার উচ্চতা ১০,০০০ মিটারের বেশি, যা এভারেস্টকে ছাড়িয়ে যায়। আবার, পৃথিবী যেহেতু পুরোপুরি সুষম গোলক না, তাই পৃথিবীর কেন্দ্র থেকে মাপলে আমরা আরেকটি পর্বতকে সর্বোচ্চ পর্বত হিসেবে পাবো। সেক্ষেত্রে সর্বোচ্চ পর্বত চিম্বরাজো (Mount Chimborazo)। সমুদ্রপৃষ্ঠ থেকে চূড়ার উচ্চতা ৬,৩১০ মি, তবে পৃথিবীর কেন্দ্র থেকে উচ্চতা ৬,৩৮৪ কিমি, যা মাউন্ট এভারেস্ট থেকে ২ কিমি বেশি। সোর্স: স্বপ্নের স্থায়িত্ব কতক্ষণ? আমরা কতক্ষণ স্বপ্ন দেখি এই প্রশ্ন করা হলে অনেকরকম উত্তর আসতে পারে। কেউ হয়ত বলবেন সেকেন্ডের ভগ্নাংশ, কেউ বলবেন দুই-তিন সেকেন্ড, কেউ দশ সেকেন্ড। আমি জানি না, কেন…

আরো পড়ুনএই প্রশ্নগুলোর উত্তর সঠিক জানা আছে তো?