ফাইন্ড এক্স ৩ প্রো নামে কয়েকদিন আগেই একটি ফোন স্পটেড হয়েছে অনলাইনে। অপো’র মতো ব্র‍্যান্ডের ফ্ল্যাগশিপ ফোনে কি থাকতে পারে? অন্যান্য ব্র‍্যান্ডের মতোই কি তারা তাদের ফ্ল্যাগশিপ ফোনে ভালো কিছু অফার করছে? জানতে হলে পড়ুন এই ব্লগটি।

সমপ্রতি একটি স্ক্রিনশট প্রকাশিত হয়েছে ফাইন্ড এক্স ৩ প্রো’র স্পেসিফিকেশন্স সম্পর্কে। যেটি কিনা সেই ডিভাইসেই তোলা-

স্পেক্স দেখে মনে হচ্ছে, এটিও অন্যান্য ব্র‍্যান্ডের মতোই ফ্ল্যাগশিপ ফিচার্স এবং এক্সপেরিয়েন্স দিতে পারবে সাধারণভাবেই। কি থাকছে এই ফাইন্ড এক্স ৩ প্রো তে?

লিকড স্পেসিফিকেশন্স-

– কোডনেম- Lahaina
– চিপ্সেট- Snapdragon 888
– অপারেটিিং সিস্টেম- Android 11 আরো থাকছে কালার ওএস ১১.২ যেটি এই ফোনের সাথেই দেখতে পাওয়া যাবে সর্বপ্রথম
– এছাড়া কোয়াড এইচডি+ ডিসপ্লে এবং ১২জিবি এলপিডিডি আর ৫ র‍্যাম আরো কিছু ফোনের স্ক্ররিনশট নিচে দেওয়া হয়েছে

সোর্স: DoT (টেলিগ্রাম)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *