SoC

Snapdragon 480 5G (স্ন্যাপড্রাগন ৪৮০): এন্ট্রি লেভেলে 5G-র সূচনা?

আমি জানতাম 400 হলো স্ন্যাপড্রাগনের এন্ট্রি লেভেল একটি সিরিজ, 600 হলো মিডরেঞ্জ, 700 হায়ার মিডরেঞ্জ, 800 ফ্ল্যাগশিপ সিরিজ। কিন্তু এখন দেখছি তারা 800 বাদে বাকি সিরিজগুলো মিক্সআপ করে ফেলছে, এর আগে 400 সিরিজে SD460 আনা হয়েছিলো, যেটা  বলা যায় SD665 এর লোয়ার ক্লক ভার্সন, তারপর এখন SD480 তে এসে আমরা 400 সিরিজেও 5G দেখতে পাচ্ছি। যখন দেখলাম স্ন্যাপড্রাগন তাদের 400 সিরিজে একটি 5G SoC এনেছে, তখন প্রথমে ভাবলাম তাহলে কি এখন সময় আসছে এন্ট্রি লেভেলেই 5G-র সূচনা হওয়ার? তবে বাদবাকি স্পেক দেখে আর এমনটা মনে হলো না, কেননা, SD480, 400 সিরিজে আসলেও এটি একটি মিডরেঞ্জ চিপসেট, আর আমার মনে হয় না, ২০-২২ হাজারের নিচের ডিভাইসে খুব দ্রুত এই চিপসেট দেখা যাবে। শুধু 5G-ই এর বিশেষত্ব নয়, এটা অনেকটা SD720G, SD730G এর কাছাকাছি। এখানে থাকছে দুটি Kryo 460 Gold (A76) @ 2.0 GHz আর ৬টি Kryo 460 Silver (A55) @ 1.8GHz। GPU হিসেবে থাকছে Adreno 619, যা একটি হাই এন্ড জিপিইউ।…

আরো পড়ুনSnapdragon 480 5G (স্ন্যাপড্রাগন ৪৮০): এন্ট্রি লেভেলে 5G-র সূচনা?