নিয়নবাতি স্পেশাল

৮০০০ শব্দে লিনাক্স পরিচিতি

লিনাক্স কী তা নিয়ে অনেকেরই ধারণা একটু অস্পষ্ট। তারপর লিনাক্স, গ্নু/লিনাক্স, কার্নেল, ডিস্ট্রো, উবুন্টু, লিনাক্স মিন্ট, ফিডোরা, মানজারো, জুবুন্টু, লুবুন্টু এত এত শব্দ শুনলে কোনটা কী সব প্যাচিয়ে যায়। চলুন চেষ্টা করি, আজকে প্যাচ আরেকটু বাড়িয়ে দেওয়া যায় কিনা। লেখাটা কিন্তু একটু বড়, পড়তে কিছুটা সময় নিতে হবে। লিনাক্স কী? হয়ত আপনি শুনেছেন, লিনাক্স একটা অপারেটিং সিস্টেম।  কথাটা যে পুরোপুরি ভুল, তা নয়। আবার একদম ঠিকও নয়। এমনিতে লিনাক্স একটা কার্ণেল। তো এই কার্নেল আবার কী? এটা কি খাওয়া যায়? না, কার্নেল আসলে খাওয়ার জিনিস না, এটা একটি অপারেটিং সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ। কার্ণেলের কাজ হলো, হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাঝে সম্পর্ক স্থাপন করা। উইন্ডোজেরও একটা কার্নেল আছে, যার নাম NT, ম্যাক ওএসের কার্নেল হলো XNU। তবে এই কার্নেলগুলো ক্লোজড সোর্স। লিনাক্স কার্ণেলটি ওপেন সোর্স। ওপেন সোর্সের সুবিধা কি? ব্যাখ্যায় এখন না যাই, সহজ একটি উত্তর হলো, XNU আর NT অথবা Mac OS বা Windows এর উপর ভিত্তি করে কেউ…

আরো পড়ুন৮০০০ শব্দে লিনাক্স পরিচিতি