থিমফরেস্ট থেকে প্রতি মাসে তিনটি করে প্রিমিয়াম থিম ফ্রি দেয়া হয়ে থাকে, যা নির্দিষ্ট সময়ের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করে নেয়া যায়, এজন্য তেমন কিছুই প্রয়োজন নেই, শুধু Envato মার্কেটে একটি অ্যাকাউন্ট দরকার, যা মোটামুটি রেগুলার সব ওয়েবসাইটে সাইন আপের মতই।
ডেভেলোপার যারা আছেন, এই থিমগুলো রেগুলার সংগ্রহ করে রাখলে তাদের বেশ উপকারে আসতে পারে, বিশেষ করে লো বাজেটের কাজে ব্যবহার করা যেতে পারে। অবশ্য আইটেমগুলো একটি এন্ড প্রডাক্টের জন্য লাইসেন্সকৃত, অর্থাৎ ধরা যাক, একটি থিম একটি প্রজেক্টেই ব্যবহার করতে পারবেন, যেটি আপনার কিংবা ক্লায়েন্টের হতে পারে। উল্লেখ্য লোকালহোস্টে প্রাক্টিস বা যাচাইয়ের জন্য ব্যবহার করলে সেটি এন্ড প্রোডাক্ট বিবেচিত হয় না।
এবং আরেকটু লিমিটেশন আছে, ফ্রি প্রোডাক্টগুলো আপডেট ও সাপোর্টের আওতাভুক্ত নয়। অর্থাৎ থিমটিতে পরবর্তীতে কোন বাগ ফিক্স বা নতুন ফিচার যুক্ত হরে তা আপনি পাচ্ছেন না, তবে যে ভার্সনটি ডাউনলোড করবেন, সেটি কোন একটি সাইটে লাইফটাইম ব্যবহার করতে পারেন, সমস্যা নেই।
এই মাসে থিমফরেস্টে তিনটি ফ্রি ওয়ার্ডপ্রেস থিম দেয়া হচ্ছে, ডাউনলোডের সুযোগ থাকছে ২ ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ আর মাত্র তিন দিন এবং এগুলোর মধ্যে আমার কাছে সবচেয়ে ইন্টেরেস্টিং লেগেছে ROYAL ওয়ার্ডপ্রেস থিম, যা একটি ওয়ান পেজ থিম, এবং যারা পোর্টফোলিও সাইট বানাতে চাইছেন, তাদের জন্য এটা বেশ ভালো হতে পারে।
থিমটির ডাউনলোড করতে কিংবা ডেমো দেখতে যেতে হবে এখানে।
স্বাস্থ্য এবং চিকিৎসালয় বিষয়ক ওয়েবসাইটের জন্য এন্টিডোট থিমটা বেশ সুন্দর। ফিচারের দিক দিয়ে এই থিমটি খুবই সমৃদ্ধ। এখানে WP Bakery পেজ বিল্ডার, WP Booking Appoinment, WooCommerce প্রভৃতি ইন্টিগ্রেট করে দেয়া হয়েছে। বিস্তারিত এখানে।
আরেকটি থিম হলো সেন্টোবার, যেটা বেসিকালি সেলুনের জন্য তৈরি। আমি জানি না, এটা খুব বেশি কাজে আসবে কিনা, তারপরও কালেকশনে রেখে দিতে পারেন, হয়ত কখনো প্রয়োজন হতেও পারে। বিস্তারিত এখানে।
Good news. Thanks for sharing 😍🥰😉💝